Better life with steem || The Diary Game || 10 November 2024 ||

in hive-120823 •  8 days ago 
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
IMG20241110115832.jpg

জীবনের নতুন আরেকটি দিন কিভাবে পার করলাম তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

সকাল

সকালবেলা উঠে হাঁটাহাঁটি করে হালকা কিছু ব্যায়াম করে, গতকালকে আম্মু বিকেল বেলা কিছু চারা গাছ কিনে রাখছিল, এইগুলো সকালে রোপন করার জন্য আম্মু বলে রাখে। তাই সাড়ে সাতটার দিকে আমাদের পোল্ট্রি ফার্মের আম্মু দেখিয়ে দেয় আশেপাশে ওইগুলো রোপন করার জন্য।

IMG20241110171513.jpg
গৃহপালিত গাভী

বৃক্ষরোপণ করে বাড়িতে চলে আসি কর্মচারী গাছ আর খড় এনে রাখছিল আমি কেটে গরুকে দেই ,ফ্রেশ হয়ে রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি মোবাইল চালাই সকালের খাবার তৈরি হলে আম্মু ডাক দেয় । খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে, ঘর থেকে বের হয়ে পড়তেই আপু পিছনে ডাক দেয়। দাঁড়াতেই বলে ওঠে আজকে অনেক কাজ আছে সেগুলো কর্মচারীদের সাথে থেকে কর। তুমি দাঁড়িয়ে থেকো ওরা যে ভালোভাবে কাজগুলো সম্পন্ন করে।

আজকে আমাদের দুই পুকুরে পানি গুলো পরিষ্কার করার জন্য কিছু ওষুধ আর চুন দিতে হবে, আমি ঘর থেকে বেরিয়ে বড় বেল পারে চলে আসি কর্মচারী ভাইদের বাড়িতে। ওদেরকে জিজ্ঞেস করি ভাই আজকে বলি চুনার ওষুধ দেওয়া লাগবে,

ভাইয়েরা বলে উঠে পানি এক ধরনের পানি বিজল হয়ে গেছে আর পানির রং একদমই খারাপ ধারণ করেছে, এ থেকে মাছের অনেক জীবাণু ধরতে পারে সে কারণে ই আগে থেকেই এগুলো আমরা দিয়ে থাকি।

ওরা এই মাত্রই মাছের খাবার দিয়েন নিজেরা খাওয়া-দাওয়া করে উঠেছে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাজগুলো করবে, আমি সময় জিজ্ঞেস করি কোন সময় করবেন। কোন উত্তরে বলে সাড়ে এগারটার পর থেকেই করা শুরু করব।

IMG20241110115403.jpg
কর্মচারী ভাই পুকুরের ঔষধ প্রয়োগ করা

ওইখান থেকে আমি আব্বুকে ফোন দেই ওদের সময় নির্ধারণ কথা বলি কাকিদের বাড়িতে চলে আসছি আমার খেলার সাথে সাথে খেলাধুলা করতে ওর সাথে প্রায় ১১:৩০ টা পর্যন্তই খেলাধুলা করি। আমি পুকুর চলে আসি। এসে দেখি তারা প্রায়ই অলরেডি শুরু করে দিয়েছেন। দুইজন দুই পুকুরে নেমে কাজ শুরু করে দিয়েছে।

IMG20241110120012.jpg
পোল্ট্রি ফার্মে মুরগিদের সাথে সেলফি

দুপুর +বিকাল

সাড়ে বারোটার দিকে ডিম তুলতে পোল্ট্রি ফার্মে চলে আসি, ডিম তোলা শেষ করে বাড়িতে এসে গোসল করেন জোহরের নামাজ পড়তে মসজিদে চলে যাই। মসজিদে এসে দেখি আমার ছোট ভাতিজা মসজিদে আছে তার দাদু নিয়ে এসেছে। নামাজ শেষ করে আমি আর আমার ভাতিজা বাড়ির দিকে চলে আসি।

তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আমি চেআমার বাড়িতে চলে আসছি ছোটখাটো একটি ঘুম দেই। আম্মু পোল্ট্রি ফার্মে খাদ্য দেওয়ার যাওয়ার সময় আমাকে ঘুম থেকে তুলে যায় এবং বলে যাই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু আমাদের বাগানে যাওয়ার জন্য।

কয়দিন পরপরই আমাদের বাগানে যাওয়া লাগে কেউ না আমাদের বাড়ি থেকে একটু দূরে না গেলেই গাছ ডাল পালা কেটে নিয়ে যায়। তাই দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বাগানে দেখে আসি।

IMG20241110170032.jpg
নিরিবিলি বাগান

আসার পর আম্মুকে জানাই যে বাগান মোটামুটি ভালো আছে, শুধু গাছের নিচের পাতাগুলো মানুষ নিয়ে যাচ্ছে এই কথা শুনে আম্মু হাসি দেয়।

সকালবেলা গাছ রোপন করার ওই গাছে গুণের মধ্যে পানি দেই, পানি দেওয়ার কাজ শেষ করে কাকিদের বাড়িতে আসি ওর সাথে আজকেও আসতে যাব তাই আমি চাচাতো ভাই চাচাতো বোনটি বিকেলবেলা হাঁটতে বের হই।

IMG20241110164832.jpg
বিকেল বেলার রোদে প্রাকৃতিক সৌন্দর্য
IMG20241110164945.jpg
প্রকৃতির সাথে একটা ছবি

আজকে আর বেশি দূর হাঁটা হয় নাই, কিছু তোর যাওয়ার পথেই আবার বাড়ির দিকে চলে আসি কেননা আজকে এখনো ডিম নিয়ে যায় নাই গাড়ি এখনো আসে নাই সেজন্যই।

সন্ধ্যা+রাত্রি

আসার পর পোল্ট্রি ফার্মিং লাইট গুলো জানিয়ে দেই, বাড়িতে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বাড়ির মধ্যেই মাগরিবের আজানের পর রুমে এসে ল্যাপটপে একটি মুভি দেখি।

এশারের আজান দিয়ে দিয়েছে এখনো ডিমের গাড়ি আসে নাই। আজকে যা কখন ডিমের গাড়ি আসবে তারও ঠিকানা নাই। তাই রাত্রের খাওয়া-দাওয়া পর্ব শেষ করে মোবাইল চালাতে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার সাময়িক ডিমের কারীর রণে শব্দ শুনতে পাই তৎক্ষণিক আমরা পোল্ট্রি ফার্মে চলে আসি আমরা আর আমার আম্মু।। দেওয়া শেষ করে বাড়িতে চলে আসি। ফ্রেশ হয়ে, পোস্ট লিখতে শুরু করি।

IMG20241110205548.jpg
ডিম লোড হচ্ছে

আজকে এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার দৈনিক কার্যক্রম তুলে ধরেছেন এবং তার মধ্যে উল্লেখ্য করেছে যে আপনি আজ বৃক্ষ রোপণ করেছেন। আপনার এই কার্যক্রমকে সত্যি প্রশংসা করার মতো কারন আমরা এখন গাছপালা কেটে উজাড় করতেই ব্যতিব্যস্ত, বৃক্ষ রোপণ করার মতো সময় ও ইচ্ছে খুব কম মানুষের রয়েছে। তবে আমরা নিজেরাও জানজ যে পর্যাপ্ত গাছপালা না থাকলে আমরা প্রয়োজনমতো অক্সিজেন পাবো না তবুও বৃক্ষ রোপণকে গুরুত্ব দেই না। তবে ভালো লাগলো আপনার বৃক্ষ রোপণ দেখে। ভালো থাকবেন।

Loading...

muzack1.gif

আপনি আপনার বাসাতে অনেক কাজ করে থাকেন যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। নিজেদের বাসায় কিছু কাজ করে সহযোগিতা করা আসলে ভালো এতে নিজের পরিবারের মানুষ খুশি হয়। যাইহোক সকালে কিছু গাছ রোপন করে এসে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করছিলেন কিন্তু আপনার আপু আপনাকে ডাক দিয়ে বলল কর্মচারী ভাইদের সাথে থাকতে কারণ আজকে আপনাদের পুকুরে কিছু ঔষধ ও চুন দিতে হবে।

পুকুরে বিভিন্ন সময় মানুষকে আমি ঔষধ ও চুন দিতে দেখেছি এবং আমি এতো টুকু জানি চুন দিলে পানি অনেক পরিষ্কার থাকে যাইহোক সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার বাড়িতে অনেক প্রকারে কাজ আছে কিন্তু আমি তাদের কাজে অল্প পরিমাণ সহযোগিতা করি কেননা আমাদের বাড়িতে দুজন কর্মচারী ভাই আছে ওরাই কাজ করে থাকে শুধু আমরা পোল্ট্রি ফার্মের দেখাশোনা করি ।

দুঃখিত আমার কোন আপু নেই আর আমার পড়াশোনা শেষ করে ফেলেছি। আমাদের পুকুর গুলোতে পানি সমস্যার কারণে চুন প্রয়োগ করা লাগবে সে কারণেই আব্বু আমাকে ডাক দিয়ে তাদের নজরে রাখতে বলেছিল।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য

মালয়েশিয়া থেকে দেশে গিয়ে ভাবছি মুরগির ফার্ম দিব তবে এই বিষয়ে আমি ততটা বুঝি না মাঝেমধ্যে অনেক মুরগির ফার্মের ভিডিও দেখি।

ভাই কোনটায় সবচেয়ে বেশি লাভজনক মানুষের তৈরি করা না ডিম তৈরি করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা ধরার জন্য ভালো থাকবেন

বাংলাদেশে এখন চাকরি পাওয়া খুবই কঠিন তাই ব্যবসা করাটাই মুখ্য বিষয়। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

আমরা যখন প্রথম করি তখন আব্বু অনেক ভয় পেয়েছি কিন্তু আশেপাশে পোল্ট্রি ফার্মের ব্যবসায়ীদের তার সাথে কথা বলে এবং নিয়মিত ডাক্তারের সাথে কথা বলে।

এখন ইনশাআল্লাহ ভালোর দিকে দেখা পাচ্ছি, ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য।

সকাল সকাল বৃক্ষরোপণ করেছেন শুনে খুবই ভালো লাগলো।। আমরা যারা গ্রামের বসবাস করি আমাদের আশেপাশে অনেক জায়গা ফাঁকা থাকে আর সেখানে বৃক্ষ লাগানো উচিত।। এছাড়াও বাসার অন্যান্য কাজ দায়িত্ব নিয়ে করেছেন।। এছাড়া বাগানও দেখতে গিয়েছিলেন সব মিলিয়ে সুন্দর একটি দিন উপভোগ করেছেন।।