Better life with steem || The Diary Game || 11 February 2025 ||

in hive-120823 •  20 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

Collage_2025-02-12_22_39_12.jpg

আমি আপনাদের মাঝে আমার একটি ফেলে আসা একটি দিন স্মৃতি পোস্টের মাধ্যমে লিখে রাখতে ও তার সাথে আপনাদেরকে জানাতে চলে আসলাম।

ঘুম থেকে উঠেই প্রথমে ওযু করে ফজরের নামাজ পড়তে চলে যায় মসজিদে, ফজরের নামাজ পড়া শেষ করে বাড়িতে এসে প্রতিদিনের মতোই কোয়েল পাখি চাবি নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে খাদ্য ও পানি দিতে চলে আসলাম।

সকালের আবহাওয়াটা না ঠান্ডা না গরম আশেপাশে পরিবেশটা একদম শান্ত, তাই প্রথমে পর্দা তুলে খাবার ও পানি দিয়ে দেই, কোয়েল পাখির কাজ শেষ করে পোল্ট্রি ফার্মে চলে আসি।

IMG20250211172620.jpg

পোল্ট্রি ফার্মের পর্দা তুলে ভিতরে এসে মুরগির পাইপ পরিষ্কার করে মটর চালু করেন মুরগিকে পানি দিয়ে গতকালকে ডিম গিয়েছিল সেটার কেস গুলো বাহিরে পড়ে আছে সেটাকে জীবাণুমুক্ত করে ভিতরে নিয়ে যাই।

IMG20250211121014.jpg

পোল্ট্রি ফার্মের সকালের মোটামুটি কাজ শেষ বাড়িতে চলে আসি সকালের খাবার খেয়ে বাইরে বের হয়ে দেখি ভারী কুয়াশা দেখে গেছে তার সাথে হালকা হালকা ঠান্ডা বাতাস তাই তাড়াহুড়ো করে কোয়েল পাখিদের স্থানে চলে আসি ।যে সাইড দিয়ে বেশি বাতাস ঢুকতেছে ওই সাইট গুলো পর্দা দিয়ে ঢেকে দেই।

IMG20250211171447.jpg

বাড়িতে চলে আসি, সকালের খাবার তৈরি হয়ে গিয়েছিল খাবার খেয়ে বাহিরে বসে থাকি হালকা হালকা করে কুয়াশা কমে যাচ্ছে ঠান্ডা বাতাস যেরকম ছিল সেরকমই আছে, কখন যে আবার রোদ উঠবে, এ নিয়ে বসে চিন্তা করতে থাকি, এরপরে আমাদের একজন কর্মচারী বা বাড়িতে আসলো গরুর ক্যালসিয়াম নেওয়ার জন্য, গরুর ক্যালসিয়াম তার হাতে তুলে দিয়ে আমি আবার বাইরে বসে থাকি।

IMG20250211173714.jpg

গাড়ি এসে আমাদের বাড়ির কাছে হন দিতে ছিল তাই বাইরে এসে দেখি খাদ্য নিয়ে এসেছে তাই মুরগির খাদ্য তার সাথে কোয়েল পাখির খাদ্য ছিল এই খাদ্য গুলো রিসিভ করে।কোয়েল পাখির পর্দা তুলে দেই এখন ঠান্ডা বাতাস অল্প অল্প কুয়াশা নেই বললেই চলে।

IMG20250211120947.jpg

বাড়িতে না গিয়ে ডিম তুলতে চলে আসি ডিম তুলা প্রায় শেষ পর্যায়ে তখন আম্মু আসে ডিম তোলার জন্য ডিম তোলা শেষ করে আমি বাড়িতে চলে আসি বসে রেস্ট নেই আম্মু ওই দিক দিয়ে গোসল করার জন্য বলেই যাচ্ছে যোহরের আজান দিতেছে তাই আর বসে না থাকি গোসল করার জন্য ওয়াশ রুমে চলে যাই ।

IMG20250211171418.jpg

গোসল শেষ করে ওযু করে যোহরের নামাজ পড়তে মসজিদে চলে আসি নামাজ শেষ করে বাড়িতে এসে মোবাইল নিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর কোয়েল পাখিদের খাদ্য ও পানি দিয়ে ফ্রেশ হয়ে আমি দুপুরের খাবার খেয়ে নেই

IMG20250211172643.jpg

মুরগি দের খাদ্য দেওয়ার সময় হলে আমি একটু আগেই চলে আসি ডিম তুলার জন্য তার সাথে পানি দেওয়ার জন্য দেওয়ার মাঝেই দেখি একটি মুরগি তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে পানি দেওয়া শেষ করে মুরগিকে তার পাশেই পৌঁছে দেই এরপর আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে অজু করে আসরের নামাজ পড়তে চলে যায়।

IMG20250211172248.jpg

নামাজ শেষ করে বাড়িতে এসে টুকটাক কাজ ছিল সেই কাজগুলো শেষ করে পোল্ট্রি ফার্মের লাইট দেওয়ার সময় হয়ে যাচ্ছে তাই দিয়ে কোয়েল পাখি দেরকে খাবার ও পানি দিয়ে।

IMG20250211172233.jpg

মাগরিবের আযান দিয়ে দিয়েছে তাই ওযু করে নামাজ পড়তে চলে যায় নামাজ শেষ করে বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে একটু কাজ করব এরপরে দেখি ল্যাপটপে একটু সমস্যা করতেছে বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে।

ল্যাপটপ আর চালু না করে বন্ধ করে রেখে দেই, কর্মচারী ভাইয়ের বাড়িতে আসি ওইখানে মোটামুটি কাজ ছিল কাজটা শেষ করে বাড়িতে চলে আসি এশা নামাজ পড়ার জন্য অজু করে মসজিদে চলে যায় নামাজ শেষ করে বাড়িতে চলে আসি।

মোবাইল নিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আব্বু চলে আসে। আবু আসা মাত্র আমাকে বলল পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করে দিয়ে আসতে আমি বন্ধ করার জন্য চলে যাই তার সাথে মটর চালু করা পর্দা লাগানো তিনটা কাজ একসাথে করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আমার রুমে চলে আসি।।

আজকের পোস্টের পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
TEAM 6

Congratulations!

Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags


1000048570.png

Dear mem,
@sduttaskitchen

Thank you very much for your valuable support. Many prayers and prayers for you.🥰

Loading...

প্রতিটা ক্ষেত্রেই কিন্তু টাইপ করতে হয় অলসতা করে কোন কাজে সফলতা পাওয়া যায় না আপনি আপনার কাজের প্রতি যতটা গুরুত্ব দেবেন আপনার কাজ আপনার প্রতি ততটাই সফলতা এনে দেবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কার্যক্রম শেষ করে আবার কোয়েল পাখি গুলোর সাথে সময় পার করেছেন।

প্রতিনিয়ত খাদ্য অবশ্যই 40 ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা আপনি প্রতিনিয়ত যখন আপনার মুরগিগুলোকে সবার প্রদান করেন তখনই কিন্তু তারা আপনাকে ডিম প্রদান করে থাকে যেটা বিক্রি করে আপনারা লাভবান হয়ে থাকেন মোটামুটি দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কাটিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

আমার পোস্টটি পড়ে তারপরে এত সুন্দর ভাবে একটি কমেন্ট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপু