বিসমিল্লাহির রহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল
নতুন আবার একটি সকাল আমার জীবনে পেয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তাই সুন্দর সকালটা উপভোগ করার জন্য ফ্রেশ হয়ে বাহিরে হাঁটার জন্য বেরিয়ে পড়লাম। ঘন্টা খানিক হাঁটার পর বাড়িতে চলে আসি, ডাক্তারের পরামর্শে কিছু ব্যায়াম করি।
ব্যায়াম করা শেষ করে সকালে কিছু হালকা খাবার খেয়ে, আব্বু আম্মুর কাজ কতটুকু হয়েছে সেটা দেখার জন্য এর পাশাপাশি আমাদের পোল্ট্রি ফার্মের আশেপাশে কিছু গাছ রোপন করেছিলাম, গাছগুলোকে পানি দেওয়ার জন্য পোল্ট্রি ফার্মে আসি।
এসে দেখি আম্মু-আব্বুর কাজ শেষ পর্যায়ে মুরগিকে পানি দিতেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পানি দেওয়া শেষ হলে ওই পাইপ থেকে বালতি করে পানি নিয়ে গাছগুলোকে পানি পান করায়।
গাছগুলোকে পানি দিয়ে পোল্ট্রি ফার্মের মোটর বন্ধ করে বাড়িতে চলে আসছি, ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে পড়ি মোবাইল চালানোর জন্য। বেশ কিছুক্ষণ মোবাইল দেখার পর সকালে খাবার তৈরি করে আম্মু আমাকে ডাক দেয় সকালে খাবার খাওয়ার জন্য ।
সকালের খাওয়া-দাওয়া শেষ করে হাতে কোন কাজ না থাকাই সময় পার করার জন্য কিছু কাজ খুঁজতে আমাদের বড় বিলে চলে আসি কর্মচারী ভাইদের বাড়িতে এসে দেখি গরুর খাবার তৈরি করতেছে।
আমাদের গৃহপালিত গাভী |
---|
মাছের খাদ্য খাওয়ার আনন্দ |
---|
মাছগুলো র খাদ্য দেওয়া শেষ, গরুকে খাবার দিয়েই তারা সকালের খাওয়া-দাওয়া করবে তাই ওইখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসি। আম্মুকে বলি কোন কাজ থাকলে বলো আমি করে দেয়।
আমাদের পুকুরপাড়ে কলা গাছ |
---|
আম্মু পোল্ট্রি ফার্মের চাবি হাতে ধরিয়ে বলে যাও পোল্ট্রি ফার্মের ফ্যানগুলো দিয়ে আসো। ফ্যান গুলো দেওয়ার পরে সরাসরি কাকিদের বাড়িতে চলে আসি খেলাধুলা করার জন্য ছোট ভাতিজার সাথে আমার ল্যাপটপে কিছুক্ষণ কার্টুন দেখে।
ল্যাপটপে ভাতিজার সাথে কার্টুন দেখা |
---|
দুপুর+ বিকাল
বারোটা পর্যন্ত খেলাধুলা করার পরে ডিম তোলার জন্য পোল্ট্রি ফার্মে চলে আসি। ডিম তুলা শেষ করে বাড়িতে এসে গোসল করে ছোটখাটো একটি ঘুম দেই। প্রতিদিনের মতোই আম্মু পোল্ট্রি ফার্মে যাওয়ার আগে ঘুম থেকে উঠে দুপুরে খাবার খাওয়ার জন্য বলে যাই।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করি। খাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বিকেলবেলা হাঁটার জন্য বের হয়ে পড়ি। আজকে বিকেলের লোকসংখ্যা একদম কমে গেছে আমি আর আমার চাচাতো ভাই দুজনই হাটি বেশ কিছুক্ষণ হাঁটার পর একটি ব্রিজে বসে অল্প কিছু কথা বলে আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি।
মনোযোগ দিয়ে বিকালের প্রাকৃতিক দেখা |
---|
সন্ধ্যা
মাগরিবের আজানের অল্প কিছুক্ষণ আগে এসে পোল্ট্রি ফার্মের তার সাথে ফ্যানগুলো বন্ধ করে আর শিং মাছের মাগুর মাছের পুকুরের লাইট অন করে দেয় । বাড়িতে চলে আসি, আম্মু রেডি হয়েই আছি আজকে আমাদের ভাড়াটিয়াদের বাড়িতে আসবে দেখা করতে কি অবস্থা আছে তারা।
আম্মু বসে তাদের সাথে কথা বলে আমি আর কয়েকজনের সাথে বসে বসে লুডু খেলি এর সাথে আম্মু লুডু খেলা তাদের সাথে আটটার দিকে আমরা আমাদের বাড়িতে চলে আসি।
ছোট ভাইয়ের সাথে আম্মু কথা বলে, আমি আমার রুমে শুয়ে মোবাইল চালাতে থাকি আব্বু আসলে আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আলাপ করে আমি আমার রুমে চলে আসি ঘুমানোর জন্য আবার একটি নতুন সকালের আশায় ঘুমিয়ে পড়ি।
আজকে আমার লেখা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে।। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের ব্যায়াম করেন জেনে ভালো লাগলো।। এখন বাসায় রয়েছেন তাই কিছুটা কাজ করেন যেটা প্রতিটি ছেলের দায়িত্ব।। মাছকে খাবার খাওয়ানোর দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসুস্থ হওয়ার আগে থেকেই ব্যায়াম করা অভ্যাস ছিল। ফুটবল খেলে কোমরে আঘাত পাই তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তারে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল সেগুলো প্রতিদিন করার জন্য।
ঠিক বলেছেন ভাই বাসায় বসে না থেকেই মা বাবাকে সাহায্য করাটা প্রতিটা স্যালারি দায়িত্ব এবং কর্তব্য।
এটাতো খাবারের দেওয়ার পরের দৃশ্য যখন খাবার দেই তখন দাড়ি দেখাটা কতটা সুন্দর তারা আপনাকে বলে বুঝানো যাবে না।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। 🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit