বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমাদেরকে সৃষ্টিকর্তা নতুন একটি দিন দেয়,একটি দিন আরেকটি দিনের অনেকটাই ভিন্ন থাকে, সৃষ্টিকর্তার নতুন দিন থেকে নতুন জিনিস শিখায় এটা প্রতিদিন কেউ ভুল থেকে শিখে ,কেউ কাজ করতে করতে শিখে। এরকম একটি সুন্দর দিন আপনাদের মাঝে আমি নিয়ে উপস্থিত হয়েছি, চলেন শুরু করা যাক কথা না বাড়িয়ে।
শীতের সকালের সুন্দর সকালটা উপভোগ করার অনেক হাতে সময় পেতাম, সকালে যতই কাজ থাকতো তাও আমি আমার সকাল বেলার হাঁটাহাঁটি টা সম্পূর্ণ হতো। আজকে ২০ দিন ধরে সময়ের অভাবে সকালবেলা হাঁটতে বের হতে পারি নাই।
সকালবেলা যদি আমি হাটতে বের হই কোয়েল পাখিদের খাদ্য ও পানি দিতে একটু দেরি হবে তাতে কোয়েল পাখিরা একটু কষ্ট পেতে পারে খোদার যন্ত্রণা সারারাত থাকার পর সকালে আরো আধা ঘন্টা পর খাবার, তাই তাদের কষ্ট মাথায় রেখে সকালবেলা হাঁটাহাঁটি টা প্রায় বন্দর দিকেই, সকাল বেলার হাঁটাহাঁটি টাকে আমি খুব মিস করি।
সকালে উঠে শীতের কাপড় গায়ে দিয়ে, আমার রুম থেকে সোজা বের হয়ে সরাসরি কোয়েল পাখিদের সাথে যোগাযোগ বা দেখাশোনা করার জন্য চলে আসি, কুয়েল পাখিদের পর্দা তুলা আজকে আমার সকালের সর্বপ্রথম কাজ।
খাদ্য দেওয়া শেষ করে, ফ্লাক্সে গরম পানি নিয়ে পাখিদের বাড়িতে চলে আসি , সাধারণ সাপ্লাইয়ের পানির সাথে মিক্সচার করে পাখিদের পানির পাত্রে পানি দিয়ে, পাখিদের সকালের কাজ মোটামুটি শেষ করে ফার্মে চলে আসি।
আজকে ফার্মে এসে দেখি পর্দা ও তার সাথে মুরগী দেরকে পানি দেওয়া শেষ আব্বুর প্রায় খাদ্য দেওয়াও শেষ শুধু একা কর্মচারী ভাই ফ্লোর পরিষ্কার করছে। আমি আর ভিতরে না ঢুকে , বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেলে শরীরে এনার্জি পাই আরো কিছুক্ষণ কাজ করতে পারি।
বিল পারে চলে আসি আমাদের ছোট্ট সদস্যকে দেখার জন্য, এসে দেখি দুধ ধোয়ানো চলছে দাঁড়িয়ে থেকে এ সুন্দর দৃশ্যটি দেখি আমার খুব ভালো লাগে ভাইকে বলি আমিও অল্প সময়ের জন্য দুধ ধোয়া বো এটাই আমার জীবনের প্রথম গরু কাজ সে গিয়ে দুধ সংগ্রহ করা নিজে হাত দিয়ে। প্রথম একটু ভয় আতঙ্ক কাজ করছিল পা দিয়ে যদি লাথি মারে।
ভয়ে ভয়ে ৫ থেকে ৬ টা বার ভানে টান দেওয়ার পরে ভয় কেটে গেছে। হাফ কেজির মত দুধ সংগ্রহ করি আমি তারপর আর ইচ্ছে করলো না কর্মচারী ভাইকে দিয়ে দেই। সম্পন্ন একদিন দুধ সংগ্রহ করবো এটা এখন আমার ইচ্ছা।
গরুর সম্পূর্ণ দুধ ধোয়া পরে বোতলে প্যাকেট করে আলাদা আলাদা বেগে ঢুকিয়ে কর্মচারী ভাই হোটেলে দেওয়ার জন্য চলে যাই, আমি বাড়িতে চলে আসি দুধ ধোয়ার কথাটা আম্মুকে ও বলি আম্মু শুনে খুশি হয় একটু বকা দেয় ব্যথা পেলে তখন তো এই খুশিটা থাকবে না আমাকে বলে এখন যে খুশিটা পেয়েছো।
সকাল বেলার খাবার শেষ করে মোবাইল নিয়ে কোয়েল পাখিদের সাথে একটু সময় কাটানোর জন্য চেয়ার নিয়ে আসি বসার আগে ওদেরকে খাবার ও পানি দিয়ে বসি। বসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই।
ডিম তোলার সময় হলে আমি ডিম তুলতে চলে আসি আজকে একাই। একটা সাইট তোলার পর সাথে কর্মচারী ভাই যোগ দেয় দুজন বলেই তারাতাড়ি ডিম তুলে । কোয়েল পাখি ওইখানে চলে এসেছি দুপুর বেলায় তাদেরকে খাবারও পানি দিয়ে।
বাড়িতে এসে গোসল করে রোদে বসে থাকি দুপুরের খাবার হওয়ার আগ পর্যন্ত বসে থাকি ,দুপুরে খাবার হয়ে গেলেন আম্মু খাওয়ার জন্য ডাক দেয়, খাওয়া-দাওয়া করে বিল পারে রোদে এসে বসতে প্রথমে দেখি আমাদের ছোট সদস্য বিল পাড়ে বসে আছে।
তাকে বিরক্ত না করে আমি এক সাইডে বসে থাকি আমাকে দেখেই উঠে আমার কানে সুরসুরি দিতে থাকে একটু জোরে কথা বললেই চলে যায়, দুপুরে খাবারের সময় হয়ে গেলে পোল্ট্রি ফার্মে আমি পানি দিয়ে সরাসরি বিল পারে চলে আসি বিকেলবেলা দুধ ধোয়া দেখতে আবার চেষ্টা করার জন্য। এসে দেখি শেষ পর্যায়ে তাই আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসলাম,
বাড়িতে বসে মোবাইল নিয়ে থাকি, ছোট কাকি কল দিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে, দেরি না করে তাড়াতাড়ি করে আসি কাকি এসে বলতে শুরু করে আমাদের লাইট একটি নষ্ট হয়ে গেছে সেটা একটু ঠিক করে দাও।
লাইটিংয়ের কাজ শেষ করে ফার্মে চলে আসি, লাইট দিয়ে কোয়েল পাখিদের সাথে দেখা করার জন্য চলে আসছি তাদেরকে খাবার পানি লাইট দিয়ে তার সাথে পর্দা লাগিয়ে আমি বাড়িতে চলে আসি। আম্মু বলে ও সকালের কিছু খাবার নিয়ে আসতে হবে শেষ হয়ে গিয়েছে তাই ভালুকা চলে যায় কিছু ফল তার সাথে খেজুর কেনার জন্য। ভালো খেজুর না পেয়ে শুধু ফল নিয়ে।
বাসটেন্ড এসে পরিচিত একটি কম্পিউটারের দোকানে আসি, ওই দোকানে জুড়ে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল ৫ মিনিটের মতন দাঁড়িয়ে থেকে ওখানে কাজ করছিলাম সে কারণেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। জুড়ে সাউন্ড বক্সের শব্দ আমি একদমই নিতে পারি না মাথাব্যথা শুরু হয়ে যায়।
বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে এসে ফলগুলো আম্মু হাতে দিয়ে রাত্রের খাওয়া দাওয়া না করে আমি আমার রুমে চলে আসি ঘুমানোর জন্য , আব্বু আসার আগে পর্যন্ত ছোটখাটো একটি ঘুম দেই। আব্বু আসলে আমাকে ঘুম থেকে ডেকে তুলে খাবার খাওয়ার জন্য, আমার মাথা ব্যাথা উঠলে একটু ঘুমাইতে তা ভালো হয়ে যায়।
ফ্রেশ হয়ে রাত্রে খাওয়ার জন্য খাওয়ার রুমে, আসি
খাওয়া মধ্যেই অনেক কথা বলে আম্মু আব্বু কিসের জন্য এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছ খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়তে শীতের মধ্যে আর উঠতেই হতো না। মাথা ব্যথার বিষয়টা খুলে বলি, রাত্রে খাওয়া দাওয়া করে আমার রুমে এসে মোবাইল নিয়ে আর চালাতে ভালো লাগছিল না, ঘুমানোর জন্য ট্রাই করি ।
আজকের পোস্টে পর্যন্ত সকল ভাল থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
আপনি ঠিকই বলেছেন নতুনদিনে আমাদেরকে নতুন কিছু শিখতে সাহায্য করে অনেকে কাজ করতে করতে শিখে আবার অনেকেই ঠেকে গিয়ে শিখে তবে আমি মনে করি আমাদের জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু অন্ততপক্ষে শেখা উচিত কারণ আপনি যদি কোন কিছু না শেখেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না।
তোমার সময়ে আপনারা বেশ ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন কোয়েল পাখি দেশি মুরগি সবকিছু মিলিয়ে ভালো একটা ফার্ম আপনারা গড়ে তুলেছেন আসলে আমার একটা ইচ্ছা আছে বড় একটা ফার্ম করার চেষ্টা করবে ইনশাল্লাহ আসলে সবকিছু তো আর ইচ্ছা থাকলেই হয় না টাকা পয়সার প্রয়োজন।
নিজের সারাদিনের কার্যক্রম শেষ করে আবার বাজারে গিয়েছেন আসলে মাথা ব্যথা উঠলে ঘুমানো টা খুবই প্রয়োজন আমার মাথা ব্যথা উঠলে আমি না ঘুমানো পর্যন্ত আমার ব্যথা যায় না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কথাটি সত্যি বলেছেন আপনি যতই শিখবেন সফলতার কাছে এগোতে থাকবেন। একবার শুরু করে দেন শুরু করলে ওই কাজটা আর থেমে থাকে না একটু একটু করেও হলেও ওই কাজটা সম্পন্ন হয়ে যায়।
এখন লেয়ার ফার্মে করে অনেকে মানুষ লাভবান হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আপনার ইচ্ছা যাতে পূরণ হয়।
আমার পোস্টটি পড়ে সুন্দর একটা কমেন্ট ও তার সাথে আপনার একটা ইচ্ছা জানতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে, পশুপাখির প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং দায়িত্ব আজকে আপনার লেখার মধ্যে ফুটে উঠেছে, তবে আপনার সকালে হাঁটাহাঁটি করার অভ্যাসটাও খুব ভালো। শীতের সময় বেশিরভাগ আমি অলসতা সময় কাটাই তবে সকালবেলা হাঁটাহাঁটি করলে মন ভালো থাকে এবং বডিও একটিভ থাকে, তাই নিজের অভ্যাসটা বাদ দিবেন না। নিজের জন্য একটু সময় বের করবেন, তবে দায়িত্ব মানুষকে পরিবর্তন হতে শিখায় যেমনটা আজকে দেখতে পেলাম আপনার লেখাতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটি অত্যন্ত ব্যস্ত এবং দায়িত্বপূর্ণ ছিল, কিন্তু আপনি সেইসব কাজগুলো একসাথে সুন্দরভাবে সামলাচ্ছেন। কোয়েল পাখিদের খাওয়ানো থেকে শুরু করে গরুর দুধ সংগ্রহ, সবকিছুতে আপনি যে যত্ন ও ভালোবাসা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। সকালে হাঁটাহাঁটি করা, দুধ ধোয়া, পোল্ট্রি ফার্মের কাজ, এবং পরিবারের সাহায্য সব কিছুতে আপনি যে দায়িত্বশীলতার সাথে সময় কাটাচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মাথা ব্যথার কথা জানিয়ে, নিজের যত্ন নেওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আশা করি, আপনি ভালো থাকবেন এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আপনার দিনে আনন্দ এবং প্রশান্তি থাকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit