বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল বেলা নামাজ পড়া জন্য আম্মু ডাক দেয়, ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের চলে আসি নামাজ শেষ করে বাড়িতে এসে চাবি নিয়ে কোয়েল পাখিদের সাথে দেখা করতে চলে আসি।
বাহিরে হালকা ঠান্ডা বাতাস তাও পর্দা তুলে দিয়ে কেননা শীত কমে গিয়েছে তারপর খাদ্য দিয়ে তার সাথে পানি দিয়ে চলে আসি পোল্ট্রি ফার্মে মুরগির পর্দা তুলা শেষ করে ভিতরে এসে পানির পাইপ পরিস্কার করে পানি দিয়ে দেই।
সকালে পোল্ট্রি ফার্মের কাজ মোটামুটি শেষ তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের হালকা খাবার খেয়ে শরীরে এনার্জি নিয়ে বাড়িতে আর বাড়ির বাইরে ভাঙ্গা নৌকা বিলে পড়েছিল সেগুলো কর্মচারী ভাই উপরে তুলে দেয়, আমি ওইখানে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে।
কিছু লোক দুধ নেওয়ার জন্য এসেছিল এগুলোর লোকের সিরিয়াল দিয়ে বাড়িতে চলে আসি ও বলতে পারেন দুধ নেয়ার জন্য কিসের সিরিয়াল, আমাদের দুধ নেওয়ার জন্য অনেক কাস্টমার প্রতিদিন আসে কয়েক জন নিয়েও যায় সেগুলোর তো একদিনে দেওয়া যায় না সেজন্যই সিরিয়াল ভাবে দেওয়া লাগে।
একজন লোকে দুধ নিতে গেলে তাকে সর্বনিম্ন দুই থেকে তিন দিন আগে জানাতে হয়। এগুলো কাজ শেষ করে কোয়েল পাখির ঘর পরিষ্কার করার জন্য চলে আসি তা পাখির ঘর পরিষ্কার করা শেষ করে কোয়েল পাখির ডিম তুলে খাদ্য দিয়ে পানি দিয়ে চলে আসি ।
বাড়িতে এসে গোসল করে যোহরের আযানের অল্প সময় বাকি আছে তার জন্য অপেক্ষা করি আযান দিলে নামাজ পড়ার জন্য চলে যাই মসজিদে নামাজ শেষ করে, কোয়েল পাখি দেরকে খাবারও পানি দিয়ে এর পরের ডিম তুলতে চলে আসি, দেরিতে ডিম তুলা কেননা কোয়েল পাখির ঘর পরিষ্কার করে আজকে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল।
এই শরীর নিয়ে মুরগির সাথে দেখা করলে মুরগি দের অসুস্থ অথবা ভাইরাসের আক্রান্ত করত সে জন্যই ওদের সাথে যোগাযোগ না করেই গোসল করে ভাইরাস মুক্ত হয়ে তারপর ডিম তুলতে যাওয়া হয়েছে আজকে।
ডিম তুলা শেষ করে বিকেল বেলার পানি দিয়ে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া-দাওয়া সম্পন্ন করি , আসরের আজান দেওয়ার আগ পর্যন্ত রেস্ট নেই।
আসরের আজান দিয়ে দিলে, ওযু করে নামাজ পড়তে চলে যাই মসজিদে নামাজ শেষ করে বাড়িতে এসে বিকেলবেলা হাঁটার জন্য বের হই। বিকেল বেলার হাঁটা শেষ করে চলে আসি প্রতিদিনকার মতোই বিকেল বেলার কাজগুলো সম্পন্ন করার জন্য আসতে ছিলাম তখনই আমার ভাতিজা দেখে কান্নাকাটি করে আমার সাথে আসবে তার সাথে করে নিয়ে আসি।
পোল্ট্রি ফার্মের লাইট জ্বালানো, এরপরে বাকি ডিমগুলো তুলা শেষ করে কুয়েল পাখিদের সাথে যোগাযোগ করি এরপর পানি ও খাবার দেই ডিম তোলা হয়। লাইট জ্বালিয়ে বাড়িতে চলে আসি আসা মাত্রই আম্মু বলে আমার কিছু মেডিসিন আনা লাগবে মাগরিবের পরে এগিয়ে নিয়ে আসো।
মাগরিবের নামাজ পড়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম মাগরিবের আজান দিলে নামাজ পড়ে সরাসরি বাসস্টেশন চলে যায় আম্মুর মেডিসিন ক্রয় করার জন্য মেডিসিন আরো কিছু খাবার নিয়ে আম্মুর জন্য,বাড়িতে চলে আসি।
আম্মুর হাতে মেডিসিন গুলো দিয়ে সাথে করে পিঁয়াজু আর বেগুনি নিয়ে এসেছি ঐ গুলো আম্মুর হাতে দেই এরপর আম্মু প্লেটে দেয় আমাকে আমি খেতে থাকি আর ল্যাপটপে মুভি দেখতে থাকি।
এশার আজান দিয়ে দিলে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় নামাজ শেষ করে বাড়িতে এসে বাকি মুভিটা দেখি ঘন্টাখানিকের মধ্যেই আব্বু আসলে মুভি দেখা বন্ধ করে। আব্বু ফ্রেশ হতে থাকে আমি গিয়ে পোল্ট্রি ফার্মের লাইট গুলো বন্ধ করে পর্দা নামিয়ে দেই এরপর বাড়িতে চলে আসি।
আমরা তিনজনই রাত্রে রাত্রে খাওয়া দেওয়া সম্পন্ন করে আমি আমার রুমে চলে আসি, বিছানায় শুয়ে মোবাইলে বাকি মুভিটা শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন এটা দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজের মধ্যে হাত দিলে যে কোন কাজ আমার মনে হয় খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় আপনি কোয়েল পাখির ঘর পরিষ্কার করতে গিয়ে আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল।
আসলে জানেন তো প্রতিটা কাজের মধ্যেই পরিশ্রম আছে পরিশ্রম করার পরেই কিন্তু আপনি তার ফল ভোগ করতে পারেন বর্তমান সময়ে আপনার কোয়েল পাখি ডিম পাড়ছে যেটা আপনি কিছুদিন আগেই আমাদের সাথে শেয়ার করেছিলেন এরপরে এশার নামাজ পড়ে নিজের দৈনন্দিন কার্যক্রম শেষ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit