Better life with steem || The Diary Game || 16 jun 2024 ||

in hive-120823 •  4 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

1718580038271.jpg

ঈদের ছুটিতে বাড়িতে আসা প্রথম দিন কেমন ব্যস্ততার মাধ্যমে কাটছে তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।

সকাল বেলা

আজকে সকালটা শুরু হয় আব্বা ডাকে তখন ঘড়িতে পাঁচটা ১৭ বাজে আমাকে ঘুম থেকে ডেকে তুললো ফজর নামাজ পড়ার জন্য। কিন্তু আমি ঘুম থেকে উঠে বলি পরে নামাজ পড়ে নিব। এখন পড়তে পারবো না শরীর খুব খারাপ লাগছে এবং। ইত্যাদি বুঝিয়ে আব্বাকে পাঠিয়ে দে।

ঘুম ভাঙ্গার কারণে আর ঘুমে না ধরাই আমি বাহিরে চলে আসি সকালবেলাটা আমার কাছে অনেক ভালো লাগে , আম্মু ডাক দিয়ে বলে আমাদের শিং মাছের পুকুরের লাইট গুলো অফ করতে অফ করে কি করব ভেবে পাচ্ছিনা। তাই হাঁটতে শুরু করলাম বিশেষ করে সকালবেলা হাঁটতে আমার খুবই ভালো লাগে। ৩০ মিনিটের মতন হাটা হয়ে গেছে।

IMG20240616051916.jpg

IMG20240616052438.jpg

তাই বাড়ির দিকে চলে আসলাম এসে দেখি আব্বা আম্মা পোল্টিতে কাজ করতেছি তাই আমি বাড়িতে মোবাইল রেখে পোল্ট্রিতে গিয়ে আব্বা আম্মা সাথে কাজের সাহায্য করি।

মুরগিকে খাবার দেই এবং খাবার দেওয়া শেষ করে আগে পানি গুলো আমি পরিষ্কার করি এবং আব্বা পানি দেয়। এই দুইটা কাজ করে আম্মা চলে আসে তারপর আমি আর আব্বা ঘর পরিষ্কার করি।

দুজনে মিলে পরিষ্কার করতে দুই ঘন্টার সময় লেগে যায় নয়টার দিকে বাড়িতে আছি এবং ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি খুব ক্লান্ত লাগছে।

কিছুক্ষণ শুয়ে মোবাইলে ব্যবহার করি এবং সকালে খাবার খাওয়ার জন্য আম্মা ডাক দেয় এবং আমি আর আম্মা খাবার খেতে বসে যাই এবং খাওয়ার মাঝখানে আম্মা একটি কাজ বিষয়ে কথা বলে কাজটি হল ফ্রিজ পরিষ্কার করা।

আমি যখন বাড়িতে আসি সকল কাজই আম্মুর সাথে সাহায্য করি, আম্মুকে প্রতিটা কাজে সাহায্য করতে পেরে আমি নিজে অনেক খুশি । তাই আম্মুর কথাই রাজি হয়ে গেলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রিজ পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়ি।

ফ্রিজের ভিতরে সকল জিনিসগুলো বাহিরে টেপের কাছে রেখে আসি ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে বাহিরে রোদ্রে দেওয়ার জন্য।

আমি এদিকে আগের ফ্রিজে বরফ থাকায় এগুলো ফেলে দেই কেননা নতুন বরফ হলে সকল জিনিস ঠিক থাকবে এবং কোন জিনিস গন্ধ হবে না। তাই পুরাতন বরফ ফেলে দিই।

IMG20240616114055.jpg

IMG20240616114106.jpg

IMG20240616115558.jpg

ফ্রিজ পরিষ্কার করতে আমার ঘন্টাখানেক সময় লেগে যায়। তাই আমি কাজ শেষ করে রুমের ফ্লোর নষ্ট হয়ে গেছে তাই ফ্লোরটা মোছার জন্য বাইরে থেকে পানি নিয়ে এসে মুছে দেই।

দুপুরবেলা

তারপর জোহরের আযান হয়ে যায় তাই আম্মু বলে গোসল করার জন্য তাই গোসল করতে গোসলখানায় চলে আসি এবং শেষ করে রুমে এসে শুয়ে হালকা একটি ঘুম দেই। তিনটার দিকে আম্মু আমাকে ঘুম থেকে ডেকে তুলে দুপুরে খাবার খাওয়ার জন্য।

আমি বাড়িতে আসলে সবচেয়ে বেশি মায়ের সাথে খাবার খেতে খুব ভালো লাগে ।তাই আমি মায়ের সাথে খাবার খাই দুপুরে খাবারও আম্মুর সাথে খাবার খেয়ে পোল্টিতে চলে আসলাম।

IMG20240616154825.jpg

আমার একটি পছন্দনীয় কাজ করতে ডিম তুলতে ডিম তুলতে খুবই ভালো লাগে। তাই আমি আর আম্মু ডিম তুলি ডিম মাঝেমধ্যে অনেক বড় এবং কে অনেক ছোট ডিম পাওয়া যায়।। আজকে তিন ডাবল ডিম পেয়েছি আমি দেখি অবাক এত বড় ডিম কখনো হতে পারে।

IMG20240616152949.jpg

![IMG20240616151409.jpg]()

বিকেল বেলা

IMG_20240616_162759.jpg

IMG20240616154701.jpg

ডিমগুলো তোলা শেষ করে মুরগিকে খাদ্য দেওয়ার জন্য আমি আর আম্মু খাদ্য এখানে চলে আসি এবং খাদ্য নিয়ে মুরগিকে খাদ্য দি মুরগি খাদ্য খাওয়ার জন্য অনেক পাগল হয়ে যাই , তাই আমরা দুজন মিলে খাদ্য দেওয়া শুরু করি, কিছু বাকি ছিল আব্বু চলে আসে ।

খাদ্য দেওয়ার শেষ দিকে তাই আব্বু পানিটা দিয়ে দেয় তাড়াতাড়ি কাজ করার জন্য। আমরা তিনজন মিলেই বাকি কাজগুলো শেষ করে পোল্ট্রি ফার্ম থেকে চলে আসি।

বিকেল বেলা মোটামুটি কাজ শেষ তাই চাচাতো বোনদের সাথে আড্ডা দেই গল্প করি আড্ডা এবং গল্প করতে আমার অনেকটাই ভালো লাগে। তাই সন্ধ্যার দিকে পোল্ট্রি ফার্মে আবার আসি লাইট অন করতে লাইট অন করে বাড়িতে চলে আসি।

IMG20240616214840.jpg

সন্ধ্যাবেলা+রাত্রিবেলা

রুমে বসে বসে আমি আর আম্মু গল্প করি আটটার দিকে আমাদের ওয়ার্কার ডাক দেয় এবং উনার সাথে ঘন্টাখানেক কথা বলি এবং আজকে হ্যাংআউট ছিল ওয়ার্কার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম তাই নটার দিকে মনে হয় তাই তাড়াতাড়ি করে হ্যাং হওয়াটা জয়েন করি।

IMG_20240616_223921.jpg

সত্যি বলতে কি আজকের হ্যাং আউটটা খুব দারুন ছিল ।এরকম হ্যাংআউট জয়েন করতে পেয়ে খুব খুশি। আজকে পোস্টে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বাড়িতে এসেই বাড়ির কাজে হাত লাগিয়েছেন। সকালে বাবার ডাকে ঘুম ভেঙেছিলো বাড়ির বাইরে থাকলে এটা সম্ভব হয় না। আপনাদের বাড়িতে শিং মাছের চাষ করেন এটা জানতাম না৷ শিং মাছ খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। বাড়িতে এসে মুরগির খামারে কাজ করেছেন, বাড়ির কাকে সাহায্য করাটা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

ঠিক বলেছেন ভাইয়া বাইরে থাকলে এলাম আমাদের ভরসা এলাম ছাড়া ডাক দেওয়ার কথা ভাবা যায় না । আর বাড়িতে থাকলে আব্বু আম্মু ঘুম থেকে ডেকে দে।

বাড়িতে এসে বসে থাকব আর আব্বু আম্মুরা কাজ করবেন এটা দেখতে খুব খারাপ লাগে তাই তাদের কাজের সাহায্য করি।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

ঈদের ছুটিতে বাড়ি গিয়েছেন। আব্বুর ডাকে আজকে সকাল হয়েছে আপনার। আব্বু আম্মুকে অনেক কাজে সাহায্য করেছেন। আমিও এটা চেষ্টা করি। যতটুকু সম্ভব আম্মুর কাজে সাহায্য করতে। আপনাদের মুরগির ফার্ম আছে জেনে ভালো লাগলো। আমি মাঝে মাঝে ভাবি টাকা হলে আমিও একটি মুরগির ফার্ম দিব। কৃষির সাথে সম্পর্কযুক্ত কাজ করলে মন ভালো থাকে। প্রকৃতির কাছাকাছি থাকা যায়। আপনার সারাদিনের দিনলিপি পড়ে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল।

প্রথমে আপনাকে ঈদুল ঈদুল আযহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। আমিও আম্মু আব্বুকে চেষ্টা করা সাহায্য করি সম্পূর্ণভাবে উঠতে পারি না। দোয়া ও আশীর্বাদ করি অতি শীঘ্রই যাতে আপনার একটি পোল্ট্রি ফার্ম দেওয়ার টাকা হয়ে ওঠে।

এটা ঠিক বলেছেন কৃষি যে সকল কাজ করা হয় সেগুলো মোটামুটি প্রাকৃতিক কাছাকাছি থাকা হয়।
ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

প্রথমেই জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছেন ।আসলে বিশেষ উৎসবের দিনগুলো বাড়ির মানুষের সাথে কাটাতে বেশি ভালো লাগে। আপনাদের একটি ছোট ফার্ম আছে ।আসলে গ্রামের বাড়িতে আমাদেরও একটি ফার্ম আছে। কিন্তু আমাদের ফার্মে এখন মুরগি থাকে না ।যখন থাকতো তখন আমারও ডিম তুলতে খুব ভালো লাগতো। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রথমে আপনাকে ঈদুল আযহা শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। ঠিক বলেছেন দিদি কোন উৎসবে বাড়িতে আসার আনন্দটাই থাকে ভিন্ন উৎসবটা যত বড় হবে আনন্দ তত তো বড়।

উৎসবে আসে খুশির বার্তা নিয়ে যদি থাকে আরো পরিবারের সাথে তখন খুশিটা ডাবল হয়ে যায়। ধন্যবাদ দিদি আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য

আপনি প্রতিদিনের ন্যায় আরেকটি কর্মব্যস্ত দিন আমাদের সাথে শেয়ার করেছেন।আসলে আপনি আপনার কাজের মাধ্যমে প্রকৃতির সাথেই বেশিরভাগ সময় মিশে থাকেন।যেটি আমার খুব ভালো লাগে।আপনি আজকে ডিম তুলতে গিয়ে বিশাল সাইজের একটা ডিম পেয়েছিলেন।আসলে বিষয়টি খুবই মজাদার। আমি এমনটা কখনো দেখিনি।চাচাতো বোনদের সাথে আড্ডা দিয়েছিলেন।রাতে হ্যাংআউটেউপস্থিত ছিলেন।সব মিলিয়ে সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন।

প্রাকৃতিক যে কোন জিনিস আমার খুব খুব ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না।
ডিম তুলতে গিয়ে আমি এই প্রথম তিন ডাবল ডিম দেখতে পাই এবং অনেক অবাক হয়। আগে আমি কখনো দেখি নাই।

আমি বাড়িতে আসলে ওদের সাথে প্রতিদিন আমার আড্ডা চলে, আড্ডা ও গল্প করতে আমার অনেকটা ভালো সময় কাটে।

এই সপ্তাহ আসলেই অনেক চমৎকার ছিল তাই ।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি ভাল করে পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

বাড়িতে এসেছেন তার পরিবারের সাথে সংসারের কাজগুলো সঠিক সময় সম্পন্ন করেছেন। আপনারা পোল্ট্রি ফার্মের একটা কাজ করে থাকেন। যেটা করা আসলেই অনেক ভালো অনেক লাভবান হওয়া যায়। বিশেষ করে যখন ডিম পাওয়া যায়। তবে আমার মনে হয় এখানে কাজ করাটা অনেক বেশি কষ্টকর। তবে একটা জিনিস আমি জানি, কাজ না করলে জীবনে সফল হওয়া যায় না।

আপনাদের শিং মাছের পুকুর আমি ঠিক বুঝলাম না। আপনার শিং মাছ চাষ করে থাকেন। এমনটা নাকি। যাইহোক আপনি সকালবেলা হাঁটাহাঁটি করা এবং নিজের পরিবারের সাথে কাজকর্ম করার মাধ্যমে, আপনার সারাটা দিন পার করেছেন। একদম ঠিক বলেছেন হ্যাংআউট এর মধ্যে অনেক বেশি আনন্দ হয়েছে। যেখানে আমরা নিজেদের পরিবারের সাথে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করেছে। ধন্যবাদ ভাল থাকবেন।

ঠিক বলেছেন আপু বাড়িতে আব্বু আম্মুকে কাজ করে সাহায্য করাটা অনেক খুশি ।
যেখানে কাজ নেই সেখানে সফলতা আসে না আর যেখানে কাজ আছে সেখানে সফলতা আছে আপনি যত কষ্ট করবেন আপনার ফলাফল কত ভালো হবে।

জি আপু আমাদের শিং মাছের পুকুর আছে আমরা শিং মাছ চাষ করি। আগে জানতাম না আপু অনলাইনে এত সুন্দর আনন্দ হয় আমার হ্যাংআউট টা সবথেকে ভালো লাগে।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন

ও আচ্ছা তারমানে আপনারা সেই মাছ এবং পোল্ট্রি ফার্ম দুইটাই করে থাকেন। বেশ ভালো আসলে কষ্ট না করলে জীবনে মিষ্টি খাওয়া যায় না। আর ধৈর্য না থাকলে সফলতা কখনোই আসেনা। আপনি আগে জানতাম না অনলাইনে এত সুন্দর ভাবে আনন্দ করা যায়। কিন্তু এখন জানতে পেরেছেন। আশা করি এভাবেই আমাদের সাথে অনেক দূর এগিয়ে যাবেন।আমরা এভাবেই অনেকটা সময় কাজ করতে চাই। ভালো থাকবেন।

ঠিক বলেছেন আপু জীবনে যত ধৈর্য ধারণ করবেন ততটাই সুন্দর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। জীবনে কঠোর পরিশ্রম করলে সফলতা আপনার কাছে আসবেই।

দোয়া করবেন আপু আপনাদের সাথে আমি অনেক দিন যেন থাকতে পারি ও আপনাদের সাথেই পথ চলতে পারি সে জন্য দোয়া প্রার্থী।

ভালো থাকবেন সুস্থ থাকবেন

ধৈর্য পরিশ্রম ছাড়া জীবনে সফলতা অর্জন করার মত সম্ভব না। আপনি যত কাজ করবেন আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং আপনার সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র অলসতা দিয়ে ঘুমিয়ে থাকেন। তাহলে কখনোই আপনার কাজগুলো সম্ভব হবে না।সফলতা অর্জন করতে পারবেন না।

ঠিক বলেছেন আপু, আমি এক জায়গায় পড়েছিলাম কিন্তু বইয়ের নামটা আসলেই মনে নাই সেজন্য বইয়ের নামটি বলতে পারিনি উক্তিটি ছিল এরকম। যেখানে কঠোর পরিশ্রম আছে সেখানে সফলতা আছে আর যেখানে কঠোর পরিশ্রম নেই কাজ নেই সেখানে কোন সফলতা আসবে না। আপনি কাজগুলো যখন অলসতা দিয়ে ছেড়ে দিবেন আপনি কখনো উপরে উঠতে পারবেন না। আর যদি কাজগুলোকে আপনি নিজের কাজ মনে করে করেন তাহলে আপনি অনেক দূর যাওয়ার সম্ভাবনা রাখে

ধন্যবাদ আমার কমেন্ট পড়ে এত সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য

আমার কাছে তো মনে হয় সময় থাকতে কাজগুলো শেষ করা উচিত। সময় যখন ফুরিয়ে যায় তখন কাজের বোঝা অনেক বেশি হয়ে যায়। আর অতিরিক্ত বোঝা বয়ে নেয়ার মত শক্তি আমাদের কারোর নেই। অল্প বোঝা বয়ে নিয়ে সে কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে, পরিশ্রম যতোটাই লাগুক না কেন সেখানে দেয়া উচিত। কারণ জীবনের পরিশ্রম ছাড়া কেউই তার সাফল্যের শিখরে পৌঁছাতে পারেনি।