বিসমিল্লাহির রাহমানির রাহিম । |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি মসজিদে নামাজ পড়ার টাইম চলে গিয়েছিল তাই মসজিদে না গিয়ে অজু করে রুমের মধ্যে নামাজ পড়ে বাইরে চলে আসি প্রতিদিনকার মতোই কোয়েল পাখির চাবি নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে চলে আসা হয়।
তার সাথে খাবার দেওয়া পানি দেওয়া আর এখন একটি কাজ কমে গেছে সেটা হলো পর্দা দেওয়া তার সাথে পর্দা তোলা। ওদেরকে খাবার দিয়ে শান্ত করে দেয় এরপরে পানির পাত্র পরিষ্কার করে পানি দিয়ে দেই।
দেওয়ার শেষ করে প্রতিদিনকার মতোই একই কাজ পোল্ট্রি ফার্মে আসা গত কালকের পানি ফেলে দিয়ে তা পরিষ্কার করে আবার মোটর চালু করে পানি দিয়ে বাড়িতে চলে আসি।
ফ্রেশ হয়ে সকালে কিছু ফলমূল খেয়ে এনার্জি নিয়ে বাহিরে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে গরু দেখাশোনা করে সে কর্মচারী ভাইয়ের কাছে চলে আসি ।
এক জন পরিচিত লোক দুধ নিবে,সেই লোকে একটু তাড়াতাড়ি দেওয়া যাবে কিনা সেটা বলার জন্য এর আগের পোস্টে আমি আপনাদেরকে জানিয়েছি আমাদের গরুর দুধ নিতে গেলে দুই থেকে তিন দিন আগে সিরিয়াল দেওয়া লাগে তাও পাওয়া যায় কিনা সন্দেহ।
পরিচিত লোক মেহমান বাড়িতে যাবে দুধ নিয়ে যাবে যদি আগে দেওয়া যেত সিরিয়াল ওভারটেক করে। ওই ভাইয়ের সাথে এই নিয়ে ই কথা বলি কর্মচারী ভাই বলল ওরা ভাই টাকা নিয়ে গেছে তার সাথে বোতল নিয়ে গেছে ডেট ও দিয়ে দিয়েছি ডেট অনুযায়ী তারা এসে পড়বে এখন যদি তাদের সাথে কথা বলেন তাহলে নিতে পারবেন না হলে না।
আগামী কালকে যার সিরিয়াল তার সাথে কথা বলে ফোনে খুব কষ্টে তাহাকে রাজি করানো হয় । মূলত তার সিরিয়াল গিয়ে পড়ে যায় তিন দিনের পরে বিকেল বেলা।
আমি চলে আসি বাড়িতে মোবাইল রেখে গতকালকে কোয়েল পাখির ঘর পরিষ্কার করা হয়েছিল না তাই আজকে পরিষ্কার করতেই হবে সেজন্যই চলে আসা হয় পরিষ্কার করা শেষ করতে করতে ডিম তুলার সময় অতিবাহিত হয়ে যায়। পাখিদের খাবারও পানি দিয়ে।
আমি গোসল করে জোহরের আযান দিয়ে দিয়েছে তাই নামাজ পড়তে চলে যায় মসজিদের নামাজ শেষ করে বাড়িতে, এসে ডিম তুলতে চলে আসেন পোল্ট্রি ফার্মে ডিম তোলা সময় নানান রকমের ডিম পায় যেমন কুসুম ছাড়া এক কুসুম দুই কুসুম এমন কি চার কুসুম পাওয়া যায়।
ডিম তোলা শেষ করে বাড়িতে চলে আসছি দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে রেস্ট নিতে তখনই পোল্টির পাশে জোড়া শব্দ শুনতে পাই তাড়াহুড়ো করে আমি আর কর্মচারীর ভাইয়েরা এসে দেখি ইট ভাঙ্গার জন্য মেশিন এসেছে সেটার কারণে মুরগি অনেক ভয় পাচ্ছে শব্দে।
ইটের ধুলা বালু বাইরে থেকে ভিতরে আসতেছে তাই পর্দা গুলো নামিয়ে দিয়ে শব্দে অনেক ভয় অনেক লাফালাফি ছোটাছুটি করছে তাই কর্মচারী ভাইয়ের কাজ থাকায় আমি ওইখানেই বসে থাকি ইট ভাঙ্গার শেষ পর্যন্ত ভাঙানো শেষ হলেই আমি। পর্দা তুলে বাড়িতে চলে আসি।
আমার রুমে মোবাইল নিয়ে আসরের আযান আগ পর্যন্ত ব্যস্ত থাকি আসরের আযান দিলে নামাজ পড়তে চলে যাই নামাজ শেষ করে । এসে দেখি মুরগির ডিম নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে তারা লুট করতে ছিল তাদের সাথে আমিও যোগদান করি ।
কোয়েল পাখিদের খাবার ও পানি দিয়ে বিকেল বেলার হাটার সময় হয়ে ওঠে নাই তাই পোল্ট্রি ফার্মের লাইট জ্বালানোর অপেক্ষায় সময় হলে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে।
বাস স্ট্যান্ড চলে আসি ওইখানে একটু কাজ ছিল কাজ শেষ করে বাড়িতে চলে আসি আসার পথে ফুটপাতে পিঁয়াজু আর বেগুনি নিয়ে বসেছিল ওইখান থেকে আম্মুর জন্য কয়েক পিস ক্রয় করে নিয়ে বাড়িতে চলে আসি।
আম্মু হাতে দিয়ে আমি রুমে চলে আসি এরপর মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এবার আযান দিয়ে দিলে আমি এশার নামাজ আদায় করার জন্য চলে আসি মসজিদে নামাজ শেষ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকে পোস্টে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।