Better life with steem || The Diary Game || 18 jun 2024 ||

in hive-120823 •  3 months ago  (edited)

1718729799309.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।কেমন আছেন বন্ধুরা ?আশা করি ভালো আছেন সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে কিভাবে আমি ব্যস্ততা দিন পার করছি তা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চলে এসেছি।

সকাল বেলা🌄🌅

আজকে সকাল বেলা সাড়ে পাঁচটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি পাশের রুমে আব্বু আম্মু নেই তারমানে পোল্ট্রি ফার্মে চলে গেছে তাই দরজার লক করে।

আমি পোল্ট্রি ফার্মে চলে আসি ব্যাকটেরিয়া দৌড়ানোর জন্য শরীরে একটি স্প্রে করি তারপর ভেতরে ঢুকে দেখি আব্বু আম্মু মুরগিকে খাবার দিচ্ছ। আমি বসে থাকি খাবার দেওয়া শেষ হলে আব্বুর সাথে ফ্লোর পরিষ্কার করি এগুলো পরিষ্কার করতে একটু টাইম লেগে যায় ফ্লোর পরিষ্কার শেষ করে মুরগিকে আগের পানি নষ্ট হয়ে গেছিল তাই এখন পানিগুলো সবগুলো ফেলে দিয়ে নতুন পানি দেই।

IMG20240618163936.jpg

পানি দেওয়া শেষ হলে আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে এখন শুয়ে থাকি তারপর আম্মু আমাকে বলল আমাদের শিং মাছের পুকুরের মোটর টা অন করে পানিটা দিতে।

IMG20240618072850.jpg

IMG20240618055545.jpg

তাই আমি মোটর অন করে আবার বাড়িতে চলে আসি শরীরে একটু কাদা লেগে গেছিল তাই আবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেই।

খাবারের পর থেকেই হালকা হালকা করে বৃষ্টি পড়ছে বরাবর ই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে তাই জানালা দিয়ে বৃষ্টি দেখি আর কমেন্ট করি।

দুপুর বেলা। 🌞

প্রায় অনেকক্ষণ বৃষ্টি দেখার পর যোহরের আযানের শব্দ শুনতে পাচ্ছি ভাবছিলাম গোসল করে জোহরের নামাজ পড়তে যাব কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের খাদ্যর গাড়ি চলে আসে তাই হালকা হালকা বৃষ্টির মধ্যেই আমাদের ওয়ার্কার ছুটিতে গেছে তাই আমার খাদ্য তুলতে হবে।

এক এক করে গাড়ির হেলপার ড্রাইভার আর আমি খাদ্য তুলি খাদ্যগুলো তিন রকমের আর এসেছিল একপ্রকার ছিল শিং মাছের খাদ্য আমাদের বড় বিলের পাঙ্গাস এর খাদ্য আর পোল্টির খাদ্য।

খাদ্য তুলতে দুইটার উপরে বেজে যাই তাই আর খুব ক্লান্ত লাগছে কোন রকমে গোসল করে রুমে এসে শুয়ে পড়ি। সাড়ে তিনটার দিকে দুপুরের খাবার রেডি হয়ে যায়। দুপুর খাবারের খাওয়ার জন্য আম্মু আমাকে ডাক দেয়।

দুপুরের খাবার শুরু করা মাত্রই নানু বাড়ি থেকে ফোন আসে ফোন রিসিভ করতেই সালাম দিয়ে একটি দুঃখজনক খবর শুনে, খবরটি হল নানু খুবই অসুস্থ। আম্মুকে যাওয়ার জন্য বলতেছে। এদিকে অনেক কাজ বাকি আছে তাই আর কি করা তাড়াতাড়ি খাবার খেয়ে।

বিকেল বেলা🌹

IMG20240618150530.jpg

আমার খাওয়া শেষ করি আমি ডিম তোলার জন্য কয়েকটি ক্যারেট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি। এগুলো স্প্রে করে ভিতরে ঢুকাই এবং ডিম তুলতে শুরু করি কিছুক্ষণ তুলতেই আম্মু চলে আসে।

IMG20240618151132.jpg

IMG_20240618_223510.jpg

তারপর দুজন মিলে ডিম তোলার শুরু করি তাড়াতাড়ি ডিম তুলে মুরগিকে খাবার দিয়ে দিয় তার সাথে পানি দেওয়া ছিল তাই আমাদের ছোট মোটর টা অন করে মুরগিকে পানি দিয়ে দেই।

IMG20240618151141.jpg

এই কাজগুলো শেষ করতে পাঁচটা উপর বেজে যায় তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি এবং আম্মু গোসল করতে শেষ করে রুমে এসে আমাকে রেডি হতে বলে এবং আমি আর আমার রেডি হয়ে সাড়ে ছয়টার দিকে নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

IMG20240618181331.jpg

IMG20240618181324.jpg

সন্ধ্যাবেলা+ রাত্রিবেলা 🌉🌃


আধা ঘন্টার মধ্যেই নানুর বাড়িতে চলে আসি এবং সবার প্রথমে নানুর রুমে এসে নানুর কি অবস্থা আছে তা দেখি এখানে এসে দেখি অনেক মানুষ বীর জমে আছে তাই নানু সাথে কিছুক্ষণ কথা বলে।

কিছুক্ষণ থেকে নয়টার দিকে আবার বাড়িতে আসার জন্য রওনা দেই কেননা সকালবেলা অনেক কাজ আছে আব্বু একা একা করতে পারবে না। এ কারণে আমরা চলে এসেছি।

IMG20240618211353.jpg

IMG20240618211338.jpg

বাড়ি আসতে আসতে ৯: ৪৮ বাজে এবং ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেই তারপর নানুবাড়ি থেকেই খেয়ে এসেছিলাম তাই এখানে খাওয়া লাগবে না তাই পোস্ট লিখতে শুরু করি।

আজকের পোস্টটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অনেক ভোর বেলা ঘুম থেকে উঠেছেন। যতদিন বাসায় আছেন বাসার কাজে আব্বু আম্মুকে সাহায্য করছেন প্রতিনিয়ত। এটি খুবই ভালো কাজ। আপনাদের ওয়ার্কার না আসার কারণে কাজের চাপ আরও বেড়ে গেছে। খাবারের গাড়ি থেকে মাল আনলোড করতে অনেক কষ্ট করতে হয়েছে। আপনার নানুর অসুস্থতার কথা জানতে পেরে খুব খারাপ লাগলো। দোয়া করি খুব দ্রুত তিনি যেন সুস্থ হয়ে যান।

ঠিক বলেছেন বাসায় থাকবো ততদিন মা-বাবাকে সাহায্য করতেই হবে কেননা আমি বসে থাকবো মা-বাবা কাজ করবে সেটা ভালো দেখায় না অসংখ্যবার খারাপ দেখায়।

আমাদের ওয়ার্কার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়াই তারপর অনেকটা বেড়ে যায়

গাড়ি থেকে আনলক করা খুব কষ্টকর তাও চাকরি করতে হবে নিজের কাজ বলে কথা।

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹

পরিবারের প্রতি দায়িত্ব কতটা সেটা বাবা মাকে দেখলে বোঝা যায়। আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার মা বাবা বাড়িতে নেই, তারা মুরগির খামারে গিয়েছিলো কাজে। আপনিও খামারে চলে গিয়েছিলেন এবং গিয়ে দেখেন যে আপনার বাবা মুরগিকে খাবার দিচ্ছে।

আপনিও বসে থাকেন নি শিং মাছের পুকুরে জল সেচ দিয়েছেন এবং ডিম তোলার কাজ করেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

ঠিক বলেছেন দায়িত্ব মা-বাবা দেখে সন্তানরা শিখে যে মা বাবা কতটা দায়িত্ববান হতে পারে।
নিজেদের কাজ নিজেরাই করতে হবে এজন্য বসে থেকে কোন কাজই হবে না। তাই মামুর সাথে কাজে সহযোগিতা করা।

আমাদের কুকুরের প্রতিদিন শেষে পানি দেওয়া লাগে বৃষ্টি পড়লেও দেওয়া লাগে বৃষ্টি না পড়লেও দেওয়া লাগে। কারণ এই পানিতে প্রতিনিয়ত বের হচ্ছে।

পুকুরের পানি ভালো থাকবে আপনার মা তো ভালো থাকবে।

সেজন্য আমাদের প্রতিদিন শিং মাছ পুকুর পানি দেওয়া লাগে

আমার পোস্টটি পড়ে অনেক একটি কমেন্ট করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

যেহেতু বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাই সকাল বেলা থেকেই অনেক বেশি ব্যস্ততার মধ্যে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য কেই থাকতে হয়। তবে আমার কাছে মনে হয় পরিশ্রম করে যে টাকা উপার্জন করা হয়। সেটা খরচ করার মধ্যেও আনন্দ থাকে অন্যরকম।

আজকে আপনি নিজের যাবতীয় কাজ শেষ করে, নানুর বাসায় গিয়েছেন। প্রথমত নানুর সাথে গিয়ে দেখা করেছেন এটা বেশ ভালো। তার খোঁজখবর জিজ্ঞেস করেছেন ওখানে কিছুটা সময় কাটিয়ে। আবার রাত্রি বেলা বাড়ি ফিরে এসেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

ঠিক বলেছেন আপু কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে। খরচ করার মধ্যে একটু আনন্দ থাকে। আমাদের নানান রকমের ব্যবসা থাকার কারণে তাই আম্মু বাড়ি থেকে বের হতে পারে না একদমই।

সকল কাজ করে সন্ধ্যার দিকে আমরা মোটামুটি ফ্রি থাকি আমাদের পরিবারে। তাই নানুর বাড়িতে ঘন্টা খানিকের জন্য ঘুরে আসছিলাম। নানুর সুস্থতা শুনে।

সকালে উঠে অনেক কাজ করতে হবে তাই থাকার সাহস হলো না তাই আমি আর আম্মু আবার বাড়িতে চলে আসলাম।

ধন্যবাদ আমার পোস্টটি পড়াতে সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন

আসলে বিভিন্ন রকম ব্যবসা থাকলে অন্ততপক্ষে সংসারের মধ্যে টানা পোড়া একটা যে বিষয় রয়েছে। সেটা কখনোই থাকে না। আপনারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে টাকা আয় করে থাকেন। এবং সংসার খুব সুন্দরভাবে সঞ্চালনা করে থাকেন। আর পরিবারের মধ্যে সবচাইতে মূল্যবান ব্যক্তি হচ্ছে সেই পরিবারের মহিলা। যিনি কিনা সঠিকভাবে যদি সব কাজ সম্পন্ন করেন। সেই পরিবার খুব সুন্দরভাবেই পরিচালিত হয় এবং ভালো থাকে।

যেহেতু আপনাদের পোল্ট্রি ফার্মের একটা কাজ আছে। তাই আপনি আর আপনার মা ওখানে না থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। কেননা সকালবেলা আবার আপনাদেরকে সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার মা সবসময় ভালো থাকুক। ভালো থাকবেন।

ঠিক বলেছেন আপু, আমাদের পরিবারে সবাই কাজ করে তাই বিভিন্ন জায়গা থেকে টাকা আসে। একটা পরিবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মহিলা একটি পরিবারের কর্তা পুরুষ হোক কিন্তু সকল পরিচালনা এবং পর্যবেক্ষণ করে একটি মহিলা।

এরকম আমাদের ফ্যামিলিতে বাবাকে যদি আম্মুর সাপোর্ট না করতো এবং আব্বুর সাথে কাজ না করতো তাহলে এত দূর আসা যেত না।

আমার এত সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য

ঈদের ছুটিতে বাড়িতে আসার পরেও নিজের কাজে বেশ ব্যস্ত ছিলেন। আসলে এভাবে চাকরি থেকে বাড়িতে আসার পর সবাই কাজ করতে চায় না। কিন্তু বাড়িতে এসে আপনি যেভাবে বাইরে কাজকর্ম করেন তা আসলেই প্রশংসার যোগ্য। যাদের বাসায় এরকম মুরগি খামার আছে। এরকম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়।

সারাদিনের খানিক মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের বাড়িত, অনেক কাজ বাড়িতে এসে শুধু বসে থেকে খারাপ দেখায় সেজন্যই বাড়িতে এসে আব্বু আম্মুর সাথে কাজ করাটা আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের বাসায় শুধু পোল্টির সামিনা মাছ চাষ করে তিনটা পুকুর বড় আর দুটি ছোট। গরুর ফ্রম আছে।

এগুলো কাজ করতে করতেই আমার দিন চলে যায়।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

সত্যিই এভাবে বাইরে থেকে চাকরি করে বাসায় ছুটিতে এলে অনেকে দেখি বসে দিন পার করে। কিন্ত আপনি তা করেন না। আসলেই নিজের বাড়ির কাজ নিজেই করা সব থেকে বেশি ভালো। তবে আপনাদের বাসায় পোল্ট্রি ফার্ম, গরুর ফার্ম এবং পুকুর রয়েছে এগুলোর কাজ করতেই হয়তো সারাদিন কেটে যায়।
আসলেই ভাই পাশে বসে থাকার থেকে কাজ করাই আমার কাছেও বেশি ভালো লাগে।

আমার কমেন্টের সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।