বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল
আজকে সকাল বেলা ঘুম ভাঙ্গে আব্বু ডাকেন চোখ খুলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। ঘুম থেকে ওঠা মাত্রই আব্বু বলে ওঠেন তোমার আম্মুর সাথে গেট একটু সাহায্য কর আমি এক জায়গায় যাব আসতে ২০ থেকে ৩০ মিনিট দেরি হবে।
আমি পোল্ট্রি ফার্মে চলে আসি চোখে ঘুম নিয়ে ফ্রেশ হতে সময় পাই নাই। এসে দেখি আম্মু বসে আছে আমি আম্মুর সাথে বসে থাকি আগে খাদ্যগুলো মুরগি খেয়ে ফেললে খাদ্য পাইপ পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দেই আমি আর আম্মু খাদ্য দেওয়া শুরু করি আমার এক সাইড খাদ্য দেওয়া হয়ে গেলে আব্বু চলে আসে।
আমি খাদ্য দেওয়া মধ্যে একদম স্লো আমি এক সাইড দেওয়ার মাঝে আম্মু দুই সাইট প্রায় দিয়ে ফেলে তাই আমি আর খাদ্য দিতে পারি নাই আব্বু চলে আসে খাদ্য দেয় আমি পানির পাইপগুলো পরিষ্কার করি।
খাদ্য দেওয়া শেষ করে আম্মুকে বাড়িতে পাঠিয়ে দেই।
আব্বু ফ্লোর পরিষ্কার করে সকালবেলার ওষুধ গুলো মুরগিকে দেই আমরা দুজন মিলে পানির সাথে মিশিয়ে।
পোল্ট্রি ফার্মের সকালের কাজ মোটামুটি শেষ তাই আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার হালকা কিছু খাবার খেতে যাব তখনই আম্মু বলে ওঠে সকালের খাবার হয়ে গেছে এখন আর কিছু খেতে হবে না এগুলো খেলে তো তুমি আর সকালে খাবার খাবে না।
অল্প কিছুক্ষণ বসে থাকতেই সকালের খাবার হয়ে যায়। খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকি। আম্মু ডাক দেয় সাড়া দিয়ে বাইরে বের হয়ে দেখি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে তাই কি করব আম্মু বলে উঠে এটা কি জবাই করে দাও এটার আজকে রান্না করবো।
প্রতিদিনের মতন কাকার বাড়িতে আসিও ছোট ভাতিজা সাথে খেলাধুলা করার জন্য বারোটার পর্যন্ত খেলাধুলা করে ডিম তুলতে পোল্ট্রি ফার্মে চলে এসেছি ডিম তোলার কাজ শেষ করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছি।
দুপুর+বিকেল
নামাজ শেষ করে বাড়িতে এসে বসা মাত্রই ডিমের গাড়ির আসার শব্দ পায়। বাড়িতে এসে ডাক দেয় আম্মু রান্না করতে ছিল আব্বু ঘুমিয়ে ছিল তাই না ডেকে আমি ওদের সাথে চলে আসি ১০০ মতো ডিম ওদেরকে দেওয়ার পর আম্মু আসে।
দুজন মিলে ডিম মুরগির ফার্ম থেকে বের করে দেয় একজন কর্মচারী আসে পোল্ট্রি ফার্মে বলে ওষুধ কিভাবে দিব সেটা যদি একবার দেখে দিতেন তাহলে সে ভালো হতো। আব্বু আর আম্মু পোল্ট্রি ফার্মের খাদ্য দেই আমি তাদের সাথে চলে আসি ।
তিন রকম মাছের জন্য দুই তিন রকমের ঔষধ ওগো আমার পরিমাপ করে দিতে হয়। প্রথমবার ওষুধ দিতে গেলে যে কোন মানুষ বা অন্য কোন কিছুকে একটু ভয় কাজ করে সে রকম আমাদের কর্মচারী ভাই একই অবস্থা।
প্রথম দিন তাদের সাথে পানিতে নেমে নামিয়ে ওষুধ দেয়। প্রথম দুইটার মধ্যে একটি পাতিলে করে সারাটি পুকুর ছিটিয়ে দেয় আর বড় পুকুরে নৌকার মধ্যে পানি তুলে তার সাথে ওষুধ মিশিয়ে নৌকায় চালিয়ে ওষুধ প্রয়োগ করে। এবং প্রতিটি পুকুরে মোটর গুলো চালু করে রেখে দেই।
সন্ধ্যাবেলা
কাজগুলো শেষ করতে মাগরিবের আজানের কাছাকাছি সময় হয়ে যায় তাই বাড়িতে এসে আবার গোসল করে দুপুরের খাবার প্লাস রাত্রে খাবার একসাথে খেয়ে ক্লান্ত শরীর নিয়ে। কখন যে ঘুমিয়ে।
আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।
আপনার পোস্ট যতই পরি আপনার সাথে আমার কার্যক্রম অনেকটা মিলে যায় বিশেষ করে মুরগীর ফার্মের বিষয়টা। আমাদের বাড়িতেও যেহেতু মুরগির ফার্ম রয়েছে তাই সকালে উঠে ডিম সংগ্রহ করতে হয় যদিও আমি প্রতিদিন করি না প্রয়োজন মতো আমাকেও করতে হয়। পুকুরের মাছগুলোকে খাবার খেতে দিলে যখন খেতে আসে সেই মুহুর্তটা সত্যি খুব ভালো লাগে আমার কাছে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য। প্রতিদিন আপনার ফার্মের কার্যক্রম দেখে খুব ভালো লাগে। আপনার লেখাগুলো পড়ি আর ভাবি বাড়িতে গেলে আমারও তো এভাবে করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit