Better life with steem || The Diary Game || 20 November 2024 ||

in hive-120823 •  3 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

IMG_20241121_103627.jpg

আমি আপনাদের মাঝে একটি সুন্দর দিনের কার্যাবলী তুলে ধরতে চলে আসলাম।

সকাল

অনেকের কাছ থেকেই আমি শুনেছি কষ্টের জিনিস সবসময় সুন্দর খুব ভালো হয় আমি তা ফল পেয়েছি। গরমের সময় যখন সারারাত গরম থাকা সত্য সকালবেলা অল্প অল্প করে ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যেত খুব ভালো লাগতো।

কিন্তু এখন বিছানা থেকে উঠতেই মন চায় না ঠান্ডা কারণে। তাও অভ্যাসটা তো বদলানোর মতো নয়। তাই কষ্ট করে সকালবেলা উঠে অল্প গরম কাপড় শরীরে জড়িয়ে। ঠান্ডা থেকে বাঁচার বাহিরে যখন বের হই তখন সকলেই যার যার বাড়িতে ঘুমে ও শুয়ে আছে তাই রাস্তা একদম ফাঁকা। পোল্ট্রি ফার্মের লাইট গুলো জ্বালিয়ে, পুকুরের লাইট গুলো বন্ধ করে।

যখন হাঁটতে শুরু করলাম তখন মনে ভাবল কেন উঠলাম শুয়ে থাকলে তো ভালো হতো শীতের সময়টা কম হাটাহাটি করলেই তো ভালো আবার গরম আসুক তখন আবার প্রতিদিন হাঁটা হবে। ১০ মিনিট এর বেশি হাটাহাটি অতিবাহিত হওয়ার পর গরম কালের চেয়েও আমার শীতের সকালটা তার চেয়েএখন খুবই ভালো লাগছে।

প্রতিদিনের মতোই হাঁটা শেষ করে বাড়িতে এসে ডাক্তারের পরামর্শ ব্যায়াম করা, শেষ করে সকালের হালকা খাবার খেয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি এসে দেখি আম্মু আব্বুর ফ্লোর পরিষ্কার করতেছে, পানি দেওয়া বাকি আছে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি মুরগিকে পানি দিয়ে তারা দুজন বাড়িতে চলে আসে আমি আমার গাছগুলোর মধ্যে পানি দেই।

IMG20241120170847.jpg

গাছগুলোকে পানি দেওয়া শেষ করে মোটর বন্ধ করে সরাসরি আমাদের বড় বিলে এসে পড়ি। ছুটিতে যাবে, বাড়ি যাবে ফ্যামিলি নিয়ে ৭ দিনের ছুটি দিয়েছে আব্বু। তাই দেখতে আসি বা জানতে আসি কখন যাবে বাড়িতে। বিলের কাজ কম থাকায় ছুটি পেয়ে যায়।

তাদের সাথে কথা বলে বাড়িতে চলে আসে। ফ্রেশ হয়ে শুয়ে অল্প কিছুক্ষণ মোবাইল চালাতে আম্মু প্রতিদিন এর মতোই সকালবেলা খাবারের এলাম বাজিয়ে দেয় খাবার রেডি হয়ে গেছে খেতে চলে আসো। আমিও তাড়াহুড়া করে খাবার খেতে চলে আসি।

সকালের খাওয়ার মাঝে আম্মু আব্বুকে বলে কিছু টাকা দিলে তারা আরাম করে বাড়ি থেকে ঘুরে আসতে পারবে, তাই আব্বু আম্মুর কথা ভেবে আব্বু রাজি হয়ে যায়। আমাকে বলে খাওয়া শেষ করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও।

IMG20241120164255.jpg

পুকুর পারে চলে আসি কর্মচারী ভাই বাড়ি যাবে সেই খুশিটা ডাবল করার জন্য অগ্রিম মাসের অর্ধেক স্যালারি টাকা দিয়ে দেয়।দেখতে আরেকজন কর্মচারী ভাই দাঁড়িয়ে আছে,ন সে কবে বাড়িতে যাবে। সে সাত দিন পর বাড়ি থেকে আসলে তার দুই তিন দিন পর থেকে তার ছুটি মনে হয় শুরু হয়ে যাবে।

তাই তাড়াতাড়ি আসতে বলে এক কর্মচারী বা আরেক কর্মচারী ভাইকে। আমি তাদেরকে বিদায় দিয়ে কাকিদের বাড়িতে চলে আসি আমার খেলার সাথির সাথে খেলাধুলা করতে। বেশ কিছুক্ষণ খেলাধুলা করেন বারোটার কাছাকাছি বাড়িতে চলে আসি।

দুপুর

পোল্ট্রি ফার্মের চাবি নেওয়ার জন্য। পোল্ট্রি ফার্মে এসে ডিম তোলা শুরু করি। ডিম তুলা মাঝখানে আম্মু চলে আসে আমাকে সহযোগিতা করার জন্য। দুজনে ডিম তুলে, বাড়িতে চলে আসি।

বাড়িতে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। আম্মুর ধমক খেয়ে মোবাইল রেখে গোসল করতে চলে যায় গোসল শেষ করে এসে দেখি ঘড়িতে জোহরের জামাতের টাইম শেষ পর্যায়ে তাই আর মসজিদে না গিয়ে মোবাইল নিয়ে শুয়ে থাকি।

মোবাইল চালানোর অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়ি তা নিজেও জানিনা। ঘুম ভাঙ্গে আব্বু ডাকে আসরের নামাজ পড়তে যাবে কিনা সে কথা বলে আমি কেবলই ঘুম থেকে উঠলাম আজকে আর যাব না। কথা বলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসি।

ফ্রেশ হয়ে দুপুরের না বিকালের খাবার খাই দুপুরের অল্প খাওয়া-দাওয়া শেষ করে হাঁটার জন্য বের হয়ে পড়ি। সবুজ ধান ক্ষেত দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে আমার বাড়ি থেকে অল্প খানিক দুরে এসে ছোটখাটো একটি ধান ক্ষেত দিয়ে হাঁটি।

IMG20241120164427.jpg

IMG20241120164417.jpg

বিকেল

বিকেলে হাঁটাহাঁটি আমার খুবই কম হয় কেননা বিকেলে অনেক কাজ থাকে আমার বাড়িতে চলে আসি পোল্ট্রি ফার্মের লাইট অন করার জন্য কিন্তু আজকে আমার সাথে আমার ভাতিজা চলে আসে।

IMG20241120210327.jpg

IMG20241120165316.jpg

পোল্ট্রি ফার্মে লাইট দেওয়ার জন্য সে চাবি নিয়ে তালা খোলারও চেষ্টা করে অনেক ঢুকাতে সব সফল হন দরজা খুলে আমি লাইট গুলো জ্বালিয়ে আমি আর আমার ভাতিজা বাকি ডিমগুলো তুলে তালা লাগিয়ে আমি বাড়িতে চলে আসি তাকে বাড়িতে রেখে।

IMG20241120210154.jpg

IMG20241120170112.jpg

সন্ধ্যা

IMG20241120173637.jpg

এদিক দিয়ে আবার আমার ওয়াইফাই টা একটু নষ্ট হয়ে গেছে আজকে দুপুরের দিকে গাছ কাটার কারণে তারটা ছিড়ে গিয়েছে। তাই ওয়াইফাই লোকদেরকে ফোন দিয়ে আসতে বলি। সন্ধ্যার একটু আগে আসে ঠিক করার জন্য। আমি দাঁড়িয়ে থেকে ওয়াইফাই টা ঠিক করায়। ঠিক করা শেষ করে তারা চলে যায় আমিও বাড়িতে চলে আসি।

কাকিরা আমাদের বাড়িতে আসে গল্প করার জন্য চাচাতো ভাই বোন আমি লুডু খেলতে থাকি আমাদের লুডু খেলা দেখে তাদেরও খেলতে খুব ইচ্ছে করে আম্মু আর কাকীরা লুডু খেলে তারা লুডু খেলাতে অনেক আনন্দ পায়।

IMG20241120210612.jpg

IMG20241120210525.jpg

IMG20241120210411.jpg

তারা চলে যাওয়ার পর আমি রাত্রের খাবার খেয়ে পোল্ট্রি ফামের লাইট বন্ধ করে পুকুর গুলোর লাইট জ্বালিয়ে মোটর টা চালু করে আমার রুমে চলে আসি কিছুক্ষণ শুয়ে মোবাইল চালাই তারপর ঘুমিয়ে পড়ি নতুন একটি দিনে সকালের আশায়।

এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ভাতিজা অনেক কষ্ট করছে তালাটা খোলার জন্য যাই হোক সেই বেশ সফলভাবে তালাটা খুলতে পারছে শুনে ভালই লাগলো এরপর আপনি গিয়ে ফার্মের লাইট গুলো জ্বালিয়ে দিয়েছেন।

বাজারে গেমের দাম এখন অনেকটাই কম কেননা সেন্টিগ্রেড অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তোবা কম দামে ডিম বিক্রি করলেও অন্যরা অনেক বেশি দামে ডিম বিক্রি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

আসলে ঠান্ডার জন্য অনেক মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে। তবে আপনার যে অভ্যাস আমি মনে করি এই অভ্যাসটি অনেক ভালো। এটা শীত বা গরম দুটো সময়ের জন্য আপনার শরীরের জন্য উপকারিতা। শীতের সময় একটু ঘুম থেকে উঠতে কষ্ট হলেও যদি বাহিরে গিয়ে একবার হাটাহাটি করা যায় তাহলে অনেক ভালো লাগে। এটা আপনি ভালো কাজ করেছেন মাথার মধ্যে চিন্তা নিয়ে এসেও হাঁটাহাঁটি করে এসেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।