Better life with steem || The Diary Game || 22 December 2024 ||

in hive-120823 •  19 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG_20241223_110040.jpg

শীতের একটি দিন কাজে ব্যস্ততম দিন কথাগুলো বলতে ও পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

সকালটা শুরু হলো আব্বু ডাকে, ডাকার কারণ হলো ভালুকা যাবে বড় মাছ ক্রয় করার জন্য, তাই আমাকে ঘুম থেকে উঠিয়ে আম্মুর সাথে খাদ্য দেওয়ার কথা বলে, আমি খাদ্য দেওয়া জন্য বাইরে বের হয়ে দেখি আজকে শীতের সকালের অনেক ভারী কুয়াশা ছিল অল্প খানিক দূরত্বে ও মানুষ দেখা যেত না।

আজকে সকাল বেলা এমনিতেও হাটার অনুমতি দিত না আম্মু। তাই পোল্ট্রি ফার্মে চলে আসি, মনে মনে ভাবতে থাকলাম আমাদের বাড়িতে দুজন কর্মচারী ভাইরা থাকা সত্ত্বেও আমাকে খাদ্য দেওয়া লাগে এত দুঃখজনক আর কোথাও নেই।

এ কথাগুলো ভাবতে ভাবতেই আমি পোল্ট্রি ফার্মে চলে আসি সাথে আম্মু চলে আসে, মনের কথাগুলো আম্মুর সাথে শেয়ার করি আম্মু আমাকে যা উত্তর দিল তা শুনে তো আমি অবাক। আম্মুর এক কথায় বলতে গেলে, ব্যবসা আর শখ দুইটা এক জিনিস না সেজন্যই।

আম্মুর সাথে কথা না আর বাড়িয়ে খাদ্য নিয়ে আম্মু এক সাইডে চলে যায় আমি এক সাইডে চলে আসি হাত কাটার কারণে খাদ্য দিতে একটু অসুবিধা হয়। তাও কোনো রকমে এক সাইডে খাদ্য দিয়ে আমি আর দিতে পারি নাই। কাটা স্থানে খাদ্য আঘাত পেয়ে অল্প অল্প রক্ত বেরোচ্ছে।

IMG20241222155926.jpg

বাকি তিন সাইডে আম্মু খাদ্য দেয়, আমি পানির পাইপ পরিস্কার করতে থাকে এখন দুই বেলাই আগের পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিতে হয়। তাই পানির পাইপ গুলো পরিষ্কার করি, পরিষ্কার শেষ করে আম্মুর ও খাদ্য দেওয়া শেষ।

দুজন মিলে ই পানি দিয়ে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খাই। বাহিরে দাঁড়িয়ে দেখি এখনো কুয়াশা ডাকা, তাই আমার রুমের ভিতর চলে আসি, বসে বসে মোবাইল চালাই বাড়িতে আব্বু আসলে ডাকবে আমাকে আম্মুকে ডাক দেওয়ার জন্য।

বাজারের ব্যাগের অর্ধেক পরিমাণ কাটা মাছ রক্তাক্ত, আম্মুকে ডাক দেওয়ার সাথে সাথে আম্মু শব্দ করে আমার কাছে এসে দেখে মাছ সেইগুলো পরিষ্কার করার জন্য আমাদের বাইরের টেপে বসে পড়ে সেগুলো একটি একটি করে পরিষ্কার করে।

আব্বু আমাকে আরেকটি কাজে পাঠিয়ে দেয়, আমাদের গরুর খাদ্য শেষ হয়েছে কিনা সেটা দেখার জন্য তার সাথে কিছু টাকাও দিয়ে দে আমাকে। যে কর্মচারী ভাই গরু দেখাশোনা করে তাকে, প্রথমে জিজ্ঞেস করি ভাই খাদ্য আছে কি নাই আজকে লাগবে আজকে যদি লাগে আব্বুর টাকা দিয়ে দিয়েছে আমার কাছে টাকা নিয়ে গিয়ে কিনে আনতে পারেন।

IMG20241222155611.jpg

উনার বিলে কাজ থাকায় অনেক খাদ্য আনতে যেতে পারবেন না সে কারণেই আমার যেতে হবে আমি রাজি হয়ে টাকা নিয়ে খাদ্য আনার জন্য বের হয়ে পড়ি। ভালুকা এসে গরু খাদ্য দোকান খুঁজতে একটু কষ্ট হয়ে যায়। প্রথমবার তো অবশেষে অনেক কষ্টে দোকান খুঁজে পাই, খাদ্য নিয়ে বাড়িতে চলে আসি।

IMG20241222091753.jpg

খাদ্য রেখে আমি আমার বাড়িতে চলে আসি সকালের খাবার খেয়ে হালকা হালকা সূর্য মামার দেখা পাচ্ছি সে কারণে পোল্ট্রি ফার্মের পর্দা গুলো উঠিয়ে দিতে যাব দেখি একজন কর্মচারী ভাই অর্ধেক উঠিয়ে ফেলেছেন আর অর্ধেক বাকি আছে তাই আমি দাঁড়িয়ে থাকি।

কর্মচারী ভাইয়ের কাজ শেষ হলে দুজনে একসাথে কথা বলতে বলতে চলে আসি। আমি রৌদ্রে দাঁড়িয়ে কিছুক্ষণ রোদ সংগ্রহ করতে থাকি কিন্তু রৌদ্রের সাথে হালকা ঠান্ডা বাতাস। এভাবেই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকি বারোটার কাছাকাছি বাড়িতে এসে চাবি নিয়ে পোল্ট্রি ফার্মের উদ্দেশ্যে রওনা দেই ডিম তোলার জন্য।

IMG20241222155722.jpg

ডিম তুলতে শুরু করি দুই সাইট তোলার শেষ পর্যায়ে আম্মু আসে। দুজন মিলে আরো দুই সাইট ডিম তুলে চলে আসি বাড়িতে, এখন আর একটু ভালো করে রোদ উঠছে। দাঁড়িয়ে থাকতে আমার খুবই ভালো লাগছে আম্মু এদিক দিয়ে বকা দিতেছে গোসল করার জন্য, তা অল্প কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে গোসল করার জন্য ওয়াশ রুমে চলে আসি।

গোসল শেষ করে আমি আবার রোদ উঠে চলে আসি মনে হয় আমার কাছে রোদ আমার সঙ্গী হয়ে গেছে । শরীরটা একটু গরম করে দুপুরে খাবার খেতে রুমে চলে আসি খাবার খেয়ে। আমি আমাদের বড় বিল পারে চলে আসি। কর্মচারী ভাইদের সাথে একটি ভালো কাজের কথাগুলো শেয়ার করার জন্য।

IMG20241222155626.jpg

উনারা আবার কোথায় রাজি হয়ে যায়, শুধু আব্বুর অনুমতি লাগবে তারা অন্য আরেকটি কাজে গেলে। তাই আব্বুর কাছ থেকে অনুমতি নেওয়া খুব কষ্টের। তাও তাদেরকে সাহস জাগিয়ে আমি চলে আসি আমি অনুমতি নিবো।

আমার সাথে কথা বলার শেষ করে তারা দুজনই চলে আসে গরুকে দুধ ধোয়া জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমারও খুব ইচ্ছে করল এই কাজটা করার জন্য । আমি কাছে যাওয়া মাত্রই আমাকে শরীর নাড়া দিয়ে তার শরীরে একদমই হাত দিতে দিলো না।

আমি গরুর কাছ থেকে চলে আসি। দুধ ধোয়া কাজ শেষ হলে দুধ দেখে আমি আমাদের বাড়িতে চলে আসি। বিকেলবেলা হাঁটতে বের হই, প্রতিদিনের মতো আজকে একটু বেশি হাটি, হাঁটা শেষ করে পোল্ট্রি ফার্মের লাইট দিয়ে যায়।

আমি বাড়িতে চলে আসি, সন্ধ্যার একটু পরে কাকিদের বাড়িতে এসে গত কালকের আনন্দটা আরও পাওয়ার জন্য চাচাতো ভাইয়ের-বোনদের সাথে খেলাতে বসে পড়ি। আজকেও গতকাল থেকে ভিন্ন রকম আনন্দ পেয়েছি।

পোল্ট্রি ফার্মের মুরগির পর্দা গুলো কর্মচারী ভাইয়েরা দিয়ে ফেলেন। সাড়ে আটটা পর্যন্ত খেলাধুলা করে আমার বাড়িতে চলে আসি। মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, প্রতিদিনের মতো আব্বু আসলে রাত্রের খাবার মাঝে একটি কাজের অনুমতি নেওয়ার ট্রাই করি। কিন্তু প্রথমে একদমই দিতে চাইছে না, আব্বুর আগে আম্মুকে বলায় আম্মু বলে তারপর অনুমতি দিয়ে দেয় আগামীকাল সকাল থেকেই।

আমি খুশিতে রাত্রের ওষুধ খেয়ে আমার রুমে চলে আসি শুয়ে কিছুক্ষণ মোবাইল চালাই আনন্দে খবরটা আমাদের কর্মচারী ভাইদেরকে দেয়। তারা শুনে আনন্দ পাই মোবাইল রেখে আমি শুয়ে পরি পরের দিন সুন্দর সকাল ও একটি দিনের অপেক্ষায়

আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম ,আপনার বাসার যত গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি একাই করে থাকেন। এটা খুব ভালো একটা বিষয় ,কেননা তার সাথে আপনি একজন উদ্যোক্তা হচ্ছেন। এ ছাড়া আপনি একজন কঠোর পরিশ্রমী একজন মানুষ সারাদিন কাজের মাঝেই থাকেন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ,আমার মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Loading...

আপনার দিনটি কেমন ব্যস্ততায় এবং পরিশ্রমে কাটলো, তা পড়ে অনেক ভালো লাগলো। আপনার পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং প্রতিটি কাজ আন্তরিকভাবে করার মনোভাব প্রশংসনীয়।

শীতের সকালের কুয়াশা, পোল্ট্রি ফার্মের কাজ, এবং পারিবারিক দায়িত্ব পালনের মাঝে আপনার ধৈর্য ও চেষ্টা সত্যিই অনুপ্রেরণা জোগায়। আপনার সবকিছুর পরেও পরিবারের সাথে সময় কাটানোর আনন্দে দিনটি আরো সুন্দর হয়েছে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের উপর সহায় হোক ।