বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
সকালবেলা উঠে ওজু করে ফজরের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে ফজরের নামাজ আদায় করার শেষ করে বাড়িতে এসে কোয়েল পাখি চাবি নিয়ে ওদের সাথে দেখা করতে চলে আসি আমাকে দেখেই চিল্লাচিল্লি করতে শুরু করে ওদেরকে শান্ত করার জন্য খাবার দেই।
আবার খাবার দিলে খাবার খাওয়ার জন্য এরা যুদ্ধ লেগে যায় কে কার আগে খাবে জায়গা নিয়ে এটা দেখতে আমার খুবই ভালো লাগে ওরা খেতে থাকে আমি পানির পাত্র গুলো পরিষ্কার করে নতুন পানি দিয়ে দিই তাদের সাথে কেউ খেতে থাকে আর কেউ পানি খাওয়ার জন্য চলে আসে।।
পাখির কাজ শেষ করে চলে আসা হয় পোল্ট্রি ফার্মে ওদের কেউ পানি দেওয়ার দায়িত্ব আমার তাই আগের নষ্ট পানি গুলো ফেলে দিয়ে পাইপ পরিষ্কার করে আবার নতুন পানি দিয়ে দেই।
পোল্ট্রি ফার্ম এর কাজ শেষ হলে আমি প্রতি দিন কার মতোই বাড়িতে এসে ফ্রেশ হই সকালে হালকা কিছু ফলমূল বিস্কিট খাবার খেয়ে শরীরে এনার্জি নিয়ে বাহিরের টুকটাক কাজ করে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে অল্প সময় রেস্ট নিয়ে বাকি কাজ ছিল সেগুলো শেষ করে।
আমি বাড়িতে এসে মোবাইল নিয়ে সময় কাটাতে বসে থাকি আম্মু এসে আমাকে বলে লেবু গাছে অনেক গুলো ফুল ফুটেছে এখন তো ছাগলে নষ্ট করে ফেলবে এই গুলি কি করবে ? আমি এই কথা শুনে আমি চলে আসি লেবু গাছের কাছে এসে দেখে তো অবাক গাছে এত সুন্দর ফুল ফুটেছে।
এখন নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে বাঁচানো সে জন্যই কর্মচারী ভাইদের কাছে পরামর্শ নিতে
আসলাম, ওরা মূলত আমাকে যেভাবে বলছিল আমি বুঝতে পারি নাই । সব মাথার উপর দিয়ে যাচ্ছে সে কারণে আম্মুর কাছে একজনকে পাঠিয়ে দেই।
আমি এর পরে কোয়েল পাখিদের ঘর পরিষ্কার করার জন্য চলে যাই ঘর পরিষ্কার করে ডিম তুলে খাদ্য পানি দিয়ে প্রতিদিনের মতোই বাড়িতে চলে আসি, যোহরের আযান দিয়ে দেয় নামাজ পড়তে যাব তাই গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেই এসে দেখি দুই রাকাত অলরেডি নামাজ পড়া হয়ে গেছে তাই তাড়াহুড়া করে নামাজে অংশগ্রহণ করি ।
জোহরের নামাজ আদায় করে বাড়িতে চলে আসি পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে তাড়াতাড়ি চলে আসি কেননা আজকের ডিম যাবে কখন না কখন চলে এসে পড়ে যদি আবার যদি এখন এসে পড়ে ডিমের লোকজন দাঁড়িয়ে থাকে তখন খুব খারাপ দেখায় তাই তাড়াহুড়া করে ডিম তুলা শুরু করি।
ডিম তোলা শেষ করে বাড়িতে আসতে না আসতেই খাদ্য গাড়ি চলে আসে তাই আমি আরেকজন কর্মচারী ভাই খাদ্য রিসিভ করার জন্য পোল্ট্রি ফার্মে চলে আসি। গাড়ির ড্রাইভার আর আমাদের কর্মচারী ভাই খাদ্য নামিয়ে রাখে আমি দাঁড়িয়ে থাকি।
খাদ্যের নামানোর শেষ করে আমি আর কর্মচারী ভাই গল্প করতে করতে বাড়ির দিকে আসি দুপুরের খাওয়া-দাওয়া করেন। বাহিরে রেস্ট নিতে বসে থাকি। ডিমের গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি
আসরের আযানের অল্প কিছুক্ষণ আগে একটি গাড়ি আসে আমি মোটামুটি একটি গাড়ি লোড করে আমি নামাজ পড়তে চলে যাই নামাজ শেষ করে বাড়িতে এসে, দেখি গাড়ি একটি চলে এসেছে তারা লোড করতেছে।
আর হালকা হালকা বাতাস শুরু হয়ে গেছে চার দিক অন্ধকার করে ফেলেছে মনে হয় বৃষ্টি আসবে সাথে সাথেই ফোঁটা ফোটা বৃষ্টি পড়ছে, অনেকদিন পর বৃষ্টি পড়ছে তাই অনেক মানুষের তাই দৌড়াদৌড়ি করতেছে আমাদের বাইরের টুকটাক কাজ ছিল বৃষ্টির কারণে ভিজে গেলে সমস্যা হবে তাই কর্মচারী ভাইদের সাথে কাজে হাত লাগাই।
এই হালকা বৃষ্টির মধ্যে মাগরিবের আযান দিয়ে দিয়েছে আমি নামাজ পড়তে চলে যায় নামাজ শেষ করে যখন বাড়িতে আসবো মসজিদ থেকে বের হয়ে দেখি বৃষ্টি কমে গেছে কিন্তু বাতাস একটু বেশি আছে।
বাড়িতে এসে দেখি এখনো তারা কাজ করতেছেন দেখি আমি আমার রুমে চলে আসি ভাড়াটিয়া বাড়িতে আসি কিছু কাজ ছিল টুকটাক ঐ গুলো শেষ করে বাড়িতে চলে আসি।
এশারের আযান দিলে নামাজ পড়তে চলে যায় নামাজ শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসি আগামী কালকে ঢাকা যাওয়া লাগবে ডাক্তার দেখানোর জন্য তাই একটু আগে আগেই ঘুমানোর চেষ্টা করি
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
প্রতিদিনের মতো সকালেই কোয়েল পাখিদের খাবার দেন আসলে পোল্ট্রি ফার্মে যে খাবার দেয় তাকে দেখলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়।। বাড়ির কাজের পাশাপাশি দেখতে পেলাম লেবু ফুলের ফটোগ্রাফ শেয়ার করেছে দেখতে বেশ ভালো লাগছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততা প্রতিনিয়ত লেগেই থাকে আপনাদের কর্মচারী ভাইদের সাথে আপনি নিজেও কাজ করতে উৎসাহ প্রকাশ করেন এটা দেখেই অনেক বেশি ভালো লাগে আসলে প্রতিটা জিনিস যদি আমরা তাদের দিকে তাকিয়ে থাকি তাহলে তারাও একটা সময় বিরক্ত হয়ে যাবে তবে আপনি তাদের দিকে না তাকিয়ে নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন লেবু গাছে ফুল দেখে অনেক বেশি ভালো লাগছে তবে ছাগলে একবার খেয়ে ফেললে আর রক্ষা নেই।
আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে জানতে পেরে ভালো লাগলো আমাদের এখানে অন্ধকার হয়ে আসে কিন্তু বৃষ্টি হয় না খুবই দুর্ভাগ্য একটা বিষয় আমাদের জন্য আমের মুকুল প্রচুর পরিমাণে দেখা গিয়েছে টিকে থাকবে কিনা জানিনা ধন্যবাদ আপনার ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit