বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আরেকটি শীতের দিনের সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে পোস্টে লেখার মাধ্যমে, ও আপনাদেরকে জানাতে চলে আসলাম।
সুন্দর এই শীতের সকালের পাতার উপর পড়া কুয়াশা টপটপ শব্দে শীতের সুন্দর সকালটাকে আরো সুন্দর করে তুলে। ঘুম থেকে উঠে দেখি আজকে বাহিরে কুয়াশা একটু বেশি হলেও ঠান্ডা বাতাস কম।
ঘন্টাখানেকের মধ্যেই সূর্য মামা উঠে যাবে, তাই সকালবেলা হাঁটার জন্য বের হয়ে পড়ি, চারপাশ নিস্তব্ধ মাঝেমধ্যে একজন দুইজন লোক দেখা পাচ্ছি তারা গার্মেন্টসে যাচ্ছে। রাস্তায় পরিচিত কয়েকজনের সাথে দেখা হলেই বলে উঠলো এত সকালে কেন ঘর থেকে বের হয়েছো শীতের সময় তো শুয়ে থাকলেই অনেক ভালো।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘরে তো শুয়ে ছিলাম ছিলাম খুব সকালে একটু বের হলে আমার খুবই ভালো লাগে। তারা চলে গেছেন তাই আমিও আস্তে আস্তে হাঁটতে থাকি, চোখে আবার সে ফুল গাছটা পড়ে যায় আগে পোস্টে লেখা হয়েছিল, ফুলের নাম জানা ছিল না ,দিদি বলার পরে আরো কয়েকজনের কাছে জিজ্ঞেস করি আমাদের দিকে এই ফুলের নাম কি বলে। আমাদের ওই জায়গায় এই ফুলের নাম মোরগ ফুল বলে।
ফুল গাছের দাঁড়িয়ে কিছুক্ষণ এর সুগন্ধ নেওয়ার চেষ্টা করি অল্প অল্প সুগন্ধ নাকি অনুভব করি, সূর্য মামা উঠে গেছে , আমি বাড়ি দিকে রওনা দেই। বাড়ি আসার পথে প্রতিদিনের মতোই পোল্ট্রি ফার্মে এসে পোল্ট্রি ফার্মের পর্দা গুলো উঠিয়ে দেই।
গাছগুলোকে একটু যত্ন নিয়ে আগাছা পরিষ্কার করে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে রোদে এসে দাঁড়িয়ে পড়ি। দাঁড়ানো মাত্রই মনে পড়ে যায় গরুর কথা তাই গরুকে দেখার জন্য চলে আসি। এসে দেখি তাদেরকে বাহিরে বের করছে রোদ্রে, তাকে রোদে বের করার পর আমরা তিনজন মিলে দাঁড়িয়ে রোদ্রে কথা বলি।
পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নিয়ে আসি নাই তাই আমার দৌড় দিয়ে বাড়ি থেকে মোবাইল নিয়ে আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে মোবাইল চালাই। সকালে খাবার খাওয়ার জন্য প্রতিদিনের মতো আম্মু ডাক দেয়। আমি সকালে বেলা খাবার খেয়ে। বাহিরে দাঁড়িয়ে থাকি, আব্বু এসে আজকে বলে আজকে একটু কাজ করতে পুকুরে, আমি বলি কি কাজ করতে হবে এখন মাছ নেই।
আব্বু জবাবে বলে শীতকালে তো মাছ ছাড়বো এর আগে পানি গুলো পরিষ্কার করতে হবে না জীবানু মুক্ত তো করতে হবে, ভালুকা থেকে চুন ক্রয় করার জন্য আমাকে আরেকজন কর্মচারীকে পাঠিয়ে দেয়, আমরা দুজনে চুন ক্রয় করে বাড়ি এসে সর্বপ্রথম বড় বিলে চুবিয়ে রাখি পরের দিন দেওয়ার জন্য। চুন আনার সাথে সাথেই আমরা প্রয়োগ করিনা।
আমাদের দুজন কর্মচারী ভাই চুন গুলো আলাদা আলাদা বস্তায় ভরে রাখে, সবগুলো একসাথে বড় বিলে পানিতে চুবিয়ে রাখে আমি বাকি টাকাটা আব্বুকে দিয়ে দেই, বাড়ি এসে রশি নিয়ে সাথে আমরা তিনজন মিলে পানি পাইপ বড় বিলের ভালো করে লাগানো হয় নাই। ছুটে গেছে সেখানে আরো ভালো করে লাগানোর জন্য, চলে আসি।
কাজগুলো শেষ করে ঘড়িতে তখন ১২ উপরে বাজে, দিন কিভাবে পার হয়ে গিয়েছে বাড়িতে এসে পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে চলে আসি ডিম তোলার জন্য চলে আসি ডিম এক সাইড তোলার পরপরই আম্মু চলে আসে ডিম তোলার জন্য দুজন মিলে তাড়াতাড়ি ডিম তুলে অসুস্থ মুরগিগুলো পানি ও খাদ্য দিয়ে এক সাইডে রেখে দেই।বাড়িতে চলে আসি রোদ কিছুক্ষণ বসে থাকি এখন গোসল করতে একদমই ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে।
আম্মুর দম কানিতে আর বসে থাকা যাই নাই গোসল করার জন্য ওয়াশ রুমে চলে যাই গোসল শেষ করে ঠান্ডা পানি তাই শীত করতাছে তাই দৌড়ে রোদে চলে আসি, শরীরটা গরম হলেই দুপুরের খাওয়া দাওয়া পর্বটা শেষ করিনি, এর মধ্যে আমাদের কর্মচারী ভাই ফোন দেয় হোটেল থেকে লোক এসেছে দুধ নেওয়ার জন্য ও আমাদের গরুর দুধ হোটেলে বিক্রি করে ফেলা হয়েছে।
আমি দাঁড়িয়ে থেকে দুধ দিয়ে দুধের পরিমাণটা আব্বুকে জানিয়ে দেই আমি আমাদের বড় বিলের ওখানে বসে থাকি রোদ পোহাতে থাকি ভালোই লাগছিল। পোল্ট্রি ফার্মের লাইট দেওয়ার সময় হলে এসে দেখি তিন থেকে চারটা মুরগি খাঁচা থেকে বের হয়ে গিয়েছে।
ওদেরকে আবার খাঁচায় তুলে দেই লাইট জ্বালিয়ে বাকি ডিমগুলো তুলে অসুস্থ একটি মুরগি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে তাই আলাদা একটি খাচায় তুলে বাড়িতে চলে আসি। আমাদের বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চালাতে থাকি হঠাৎ ক্রমেই দেখা যাচ্ছে আমাদের ভাড়াটিয়াদের আমাদের বাড়িতে আসার আগমন কারন টা মূলত জানা নেই আসার পর আমি দাঁড়িয়ে থেকে জানতে পারি এটা মহিলা দের বিষয় মনে হয়।
আমাদের ৮১ বাগান থেকে পাতা নেবে, সে কারণে তাদেরকে আসা আমাদের বাড়িতে। এরপরে কি হয়েছিল সেটা আমার মূলত জানা নেই আমি ওইখান থেকে চলে আসি আমার রুমে বসে বসে ল্যাপটপে একটি মুভি দেখি। তাদের সাথে ঘন্টাখানেকের মত কথা বলে।
আমার ল্যাপটপে মুভি দেখান শেষ করে রাত্রে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পরি, মোবাইল নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই চোখের মধ্যে ঘুম জোর হয়ে যায় তারপরে আমি মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
আমি যতবার আপনার পোস্টটি পড়ি, আপনার পোস্টের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেয়। আমি অনেকবারই বলেছি আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ প্রতিটা সময়ের মূল্য আপনি দিয়ে থাকেন। তার সাথে আপনি একজন উদ্যোক্ত, আর সবচেয়ে বেশি আমার আকর্ষণ লাগে ।আপনার মুরগির ফার্ম, আপনার গরুর ফার্ম , এইসব মুরগির ফার্ম গরুর ফার্ম আমার অনেক ভালো লাগে, যদি কোনদিন সুযোগ পাই তাহলে আমি একটি গরুর ফার্ম দেব। অনেক বছর আগে আমাদের গরুর ফার্ম ছিল, গরুর ফার্ম টি আমরা ছেড়ে দেই এর কারণ আমার বড় ভাই সময় দিতে পারে না আমার আব্বাও সময় দিতে পারে নাই, আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শীতের দিনের সুন্দর মুহূর্তগুলো পড়তে খুব ভালো লাগলো! সত্যিই শীতের সকালে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর অনুভূতি অসাধারণ। এমন সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ! ভালো থাকবেন, সুস্থ থাকবেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit