Better life with steem || The Diary Game || 23 January 2025 ||

in hive-120823 •  last month 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

Collage_2025-01-24_06_15_29.jpg

আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার ইচ্ছাই নতুন একটি দিন উপহার পেয়েছি তাই সুন্দর দিনটিকে কিভাবে উদযাপন করেছি তা আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে জানাতে চলে আসলাম।

আজকে সকাল বেলা উঠে দেখি বাহিরে ঠান্ডা বাতাস কোন কুয়াশা নেই, প্রকৃতিটা একদমই নিস্তব্ধ এরকম সুন্দর পরিবেশ থাকলে সকলেই মন চায় সারাদিন পরে ঘুমাতে সকাল সকাল বিছানায় পরে ঘুমানো অভ্যাস নেই বললেই চলে ,বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না।

IMG20250123171024.jpg

সকালবেলা ঘুম থেকেই উঠে কুয়েল পাখি দেরকে খাবার ও পানি দেওয়ার জন্য তাদের জায়গায় চলে আসি।খাবার পানি দিয়ে পর্দা না খুলে বাইরে ঠান্ডা বাতাস, পোল্ট্রি ফার্মের চলে আসি এক সাইডের পর্দা তুলে পিছন দিক দিয়ে পর্দা নামিয়ে ,পানির পাইপ পরিষ্কার করে পানি দিয়ে বাড়িতে চলে আসি।

IMG20250123092752.jpg

ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে বাইরে ঠান্ডা বাতাস তাই বাইরে আর বেড়ে না হয়ে , রুমে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সকালের খাবার খেয়ে সকাল ১০ টা পর্যন্ত রুমে থাকি বের হয়ে দেখি সকালে উঠে ঠিক যেরকম দেখেছিলাম এখনো একি রকমই আছে।

IMG20250123114035.jpg

এই ঠান্ডা বাতাসের মধ্যেই এসে কোয়েল পাখিদের আবার হালকা কিছু খাবার দিয়ে ওখানেই বসে থাকি, রোদ না উঠলে আজকে কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করা হবে না গতকালকেই ভেবে রেখেছিলাম
আজকে রোদ উঠলে আজকে পরিষ্কার করব কিন্তু দুর্ভাগ্য রোদ উঠে নাই ঠান্ডা বাতাস দিচ্ছে।

IMG20250123153538.jpg

কোয়েল পাখির ঘরের সাথেই বসে বসে আমি মোবাইলে ব্যস্ত আছি, এর মধ্যে একটি ফ্রেন্ডের মেসেজ দেয় কিছু দুধ লাগবে, তাকে আজকে দিব কি না সেটা নিশ্চয়তা না দিয়েই এর আগে কর্মচারী ভাইকে বলি আজকে কি দুধ দেওয়া যাবে,

IMG20250123153526.jpg

আমাদের এইখানে দুধ নেওয়ার জন্য আগেই সিরিয়াল দিয়ে রাখতে হয়, কেননা আমাদের দুধ হোটেলে নিয়ে যায় , পাড়া প্রতিবেশী বাড়িতে থেকে লোক আসে টাটকা দুধ নেওয়ার জন্য।

আমার ফ্রেন্ডকে জানিয়ে দেই একদিন পরে নিতে হবে, উনি আর কথা বলে নাই, আমি আকাশে দিকে তাকিয়ে দেখি সূর্য উঠে গেছে কিন্তু রোদ্রের তাপের পাওয়ার নেই, মনে মনে ভাবি সূর্য যখন উঠে রোদ উঠবেই।

IMG20250123153452.jpg

কোয়েল পাখিদের দুইটা ঘর পরিষ্কার করে ,আর বাকিটা আগামীকাল করব এখন বেশি করলে পাখিদের সমস্যা হবে এর পাশাপাশি আমার ডিম তুলার সময় হয়ে গেছে ।সব কাজে মিস করলে ডিম তোলা কাজ টা আমি একদম মিস করতে চাই না এটা সবথেকে ভালো লাগে আমার কাছে।

IMG20250123153548.jpg

ডিম তুলতে চলে আসি আমাদের পোল্ট্রি ফার্মে, আলহামদুলিল্লাহ দুই তিন দিন ধরে আমাদের পোল্ট্রি ফার্মে ডিমের পরিমাণ বেড়ে গেছে, ডিম তোলা শেষ করে , কোয়েল পাখিদের কে খাবার ও পানি দিয়ে দুপুরের আমি গোসল করতে চলে আসি।

IMG20250123142752.jpg

গোসল করা শেষ করে রোদের পাওয়ার এখন একটু একটু বাড়তেছে আরো ভালো রোদ পাওয়ার জন্য আমাদের বিল পারে এসে বসে থাকি, ওখানেই রৌদ্রে বসে থাকি ঘন্টাখানেক পার করে দেই।

IMG20250123142822.jpg

আব্বু কল দেয় , দুপুরে খাবার খাওয়ার জন্য রোদে বসে থাকতে ভালো লাগছিল, শীতের দিনে এই সুন্দর
রোদ টাকে ফেলে দিয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি ।খাবার খেয়ে, অল্প সময়ের জন্য রেস্ট নেই, দুপুরে খাওয়া দাওয়া প্রায় সবারই কমপ্লিট শুধু মুরগীদের বাকি আছে তাই তাদেরকেও খাবার দেওয়ার জন্য চলে আসি।

আমি ডিম তুলে পানি পাইপ পরিস্কার করে পানি দিয়ে তার এর মধ্যেই খাদ্য দেওয়া শেষ করে ফেলেছে তাই আমি আব্বু আর কর্মচারী ভাই বাড়ির দিকে চলে আসি ।আমি ফ্রেশ হয়ে ,বিকেলবেলা হাঁটতে বের হই কোয়েল পাখি ও পোল্ট্রি ফার্মে এর লাইট দেওয়ার সময় হইলে আমি লাইট দিয়ে।

IMG20250123170643.jpg

ভালুকা যাওয়া লাগবে আজকে আমার মেডিসিন শেষ হয়ে গেছে ।এর পাশাপাশি কোয়েল পাখির প্লাস পোল্ট্রি ফার্মের ও ওষুধ নিয়ে আসা লাগবে।

IMG20250123184754.jpg

তাই ডাচ বাংলা ব্যাংক থেকে কিছু টাকা তুলে ভালুকা উদ্দেশ্যে রওনা দেই । মেডিসিন গুলো ক্রয় করে টাকা একটু শট পড়ে যায়। ভালুকা ডান্স বাংলা ব্যাংক থেকে আরো কিছু টাকা তুলে বাকি কাজটা শেষ করে ।বাস স্ট্যান্ড এসে আমাদের পারিবারিক দোকানে বসে থাকি কি করব তা ভাবি বাহিরে ঠান্ডা বাতাস তাই আর ঐখানে বসে না থেকে বাড়িতে চলে আসি।

IMG20250123183023.jpg

আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার দৈনন্দিন দিনের কর্মকাণ্ড আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। বিগত পোস্টগুলোয় আপনি কোয়েল পাখি পালনের সম্পর্কে বলেছিলেন। আপনার পালিত কোয়েল পাখি গুলো আগের থেকে বেশ বড় হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো। কোয়েল পাখি মনে হয় অন্য সব পাখিদের তুলনায় একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়।

আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।

DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25NO
#steemexlusiveYes
Plagiarism FreeYes
Bot FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Club5050Yes
Community beneficiaryYes
Voting CSI20.6
Quality9/10
Feedback / Observation

• It was truly calming and refreshing to read about your daily routine. It seems that you spend your day in a very well-organized and good manner. Especially if you do the feeding, cleaning, and aftercare of the chickens regularly, success is certain. Also, your enthusiasm for specific tasks is certainly a quality that inspires hope. I appreciate the style in which you have written your article.

• To help promote Steem, I encourage you to share your post link on X and leave that " X link " as a comment.

• It's great to see that you have added 10% beneficiaries of your post for community account. It will greatly help our community grow.

• Be active in the community daily, participate in community contests, and make it a habit to comment on other users' posts.

We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.


Regards
@nishadi89 ( Moderator )
Incredible India
Date:- 24/01/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

ভাই, পোস্টটি খুব সুন্দর ছিল। কোয়েল পাখি ও পোল্ট্রি ফার্মের যত্ন নেওয়া এবং অন্য কাজগুলো বেশ ভালভাবে বর্ণনা করেছেন। আপনার দায়িত্বশীলতা প্রশংসনীয়। আল্লাহ আপনাকে আরও সফলতা দান করুন। সুস্থ থাকবেন।

আপনার চাকরিটা যখন চলে গেছে তখন থেকে আপনি আপনার পরিবারের সাথে আছেন আসলে আপনাদের ফ্যামিলির মধ্যেই একজন লোক লাগে যে কাজগুলো আপনি সঠিকভাবে সম্পন্ন করেছেন কোয়েল পাখি ওদের খাওয়া দাওয়া পানি দেয়া সবকিছু মিলিয়ে আপনি অনেক বেশি ব্যস্ত তার উপর আবার পোল্ট্রি ফার্মের মধ্যে ডিম দেয়া শুরু হয়েছে বেশ ভালোভাবেই আশা করি আপনারা ধীরে ধীরে এভাবে অনেক বড় একটা ফার্ম তৈরি করতে পারবেন এবং অনেক টাকা লাভবান হবেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।