বিসমিল্লাহির রাহমানির রাহিম । |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
প্রতিদিনকার মতোই সকাল বেলা উঠে কোয়েল পাখি দেরকে খাবার ও পানি দেওয়ার জন্য চলে আসি। আজকের শীতের সকালটা না কুয়াশা না ঠাণ্ডা বাতাস নিস্তব্ধ পরিবেশ। কোয়েল পাখিদের আমাকে দেখে ই চেঁচামেচি শুরু করে দেয় এখন যে কেউ কাছে গেলে চেঁচামেচি করে।
খাবার ও মোটর থেকে নরমাল পানি দিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি। পানি পাইপ পরিষ্কার করে, বাহিরে এসে পর্দা টা তুলে ভিতরে চলে এসে ওষুধ দিয়ে দেই মগ দিয়ে দেওয়ার কারণে মুরগি দের ওষুধ দিতে একটু দেরি হয় তারা দুজন চলে যায় আমি একা একাই ওষুধ দেওয়া সম্পন্ন করি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে, বাহিরে বের হয়ে দেখি এখনো রোদ উঠে নাই তাই বাইরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম আর মোবাইল চালাইতে ছিলাম।
কাকিদের বাড়িতে আসি ছোট বাচ্চার সাথে কিছু সময় পার করি আকাশে থেকে সূর্যের আলো হালকা হালকা গায়ে পড়ছে তাই তাকে নিয়ে কোয়েল পাখির ওইখানে চলে আসি ওদের পর্দাটা তুলে ফেলার জন্য দাঁড়িয়ে থাকে আমি পর্দা তুলে আসার সময় কোয়েল পাখি দিয়ে হালকা করে একটু খাদ্য দিয়ে আসি।
তাকে বাড়িতে রেখে আমি আমাদের বাড়িতে চলে আসি সকালের খাবার খাওয়ার জন্য। খাওয়া-দাওয়া শেষ করে বিল পাড়ে এসে বসে থাকি। তাদের সাথে গল্প করতে থাকি এর মধ্যেই বাড়ি থেকে কল আসেন রিসিভ করে শুনতে পাই বাড়িতে আসা লাগবে তাড়াহুড়া করে বাড়িতে এসে দেখি একটি মহিলা ডিম নিতে এসেছে।
তাকে এক কেইস ডিম দিয়ে আমি আর বাড়িতে না এসে ওইখানেই মুরগি দের সাথে সময় কাটায় অসুস্থ মুরগীদের একটু সেবা-যত্ন করি। অসুস্থ মুরগীদের যত্ন নেওয়ার শেষ করে, সকালবেলা ওষুধ দিয়েছিলাম পানি শেষ তাই মটর চালু করে পানি দিয়ে ডিম তোলা শুরু করি আস্তে আস্তে করে ডিম তোলা শেষ করে বাড়িতে আসার পথে কোয়েল পাখিদের পানি ও খাবার দিয়ে আসি।
বাড়িতে আসামাত্রই আম্মু গোসল করার জন্য বলেন ভিতরের পানি খুবই ঠান্ডা হয় যদি বাহিরে গোসল করা যেত তাহলে মনে হয় ভালো হতো। এই কথাটা মুখে বলার মাত্রই মায়ের লেকচার শুরু করে দেয় তাই লেকচার না শুনে তাড়াতাড়ি আমি ওয়াশ রুমে গোসল করতে চলে যাই।
গোসল করা শেষ করে ঠান্ডা লাগতে ছিল তাই বাহিরে এসে রোদ্রে দাঁড়িয়ে থাকি মোবাইল নিয়ে ভালোই লাগছিল রোদ্রে দুপুরে খাবার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি খাবার তৈরি হলেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরেকটু শান্তি মত রৌদ্রে বসে থাকার জন্য আমাদের বিল পাড়ে চলে আসি।
১০ থেকে ১৫ মিনিট বিল পাড়ে বসে থাকতে ডিমের গাড়ি ঢুকেছে তাই বসে আর থাকা হলো না তাড়াতাড়ি করে বাড়িতে এসে পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে ফার্মে চলে আসি আজকে একটু তাড়াতাড়ি গাড়িগুলো চলে এসেছে একসাথে দুইটা গাড়ি লোড করতে একটু কষ্ট হবে তাই আমি আর দুজন কর্মচারী ভাই।
তাড়াতাড়ি করে পোল্ট্রি ফার্মে চলে আসি আমি ঘর থেকে বাহিরে বের করে দিতে ছিলাম তারা দুইজন দুই গাড়িতে রেখে দেয়। দুই গাড়ি একসাথে লুট করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। ঘর থেকে ডিম গুলো বের করা শেষ।
একটু রেস্ট নিয়েই মুরগি দেরকে ওষুধ দেওয়ার জন্য সবার প্রথমে পানির পাইপ গুলো পরিষ্কার করে নেই তারপর ওষুধগুলো একটি বালতিতে পরিমাপ মত দিয়ে মুরগী দেরকে পানি দিয়ে দেই।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে আজকে অনেক সময় নিয়ে হাঁটতে বের হই, অনেক দূর আসার পথে সরিষা ছোট্ট একটি ক্ষেত আছে তা দেখে তো আমি তো ওভাক।
এই ক্ষেত অনেক সময় ধরে বসে থাকি মনটা অনেকটাই ফুরফুরে হয়ে যায়, বসে থাকার ইচ্ছে থাকলেও উপায় নেই তাই ফুল গাছদের বিদায় জানিয়ে আমি বিকেলবেলা কাজগুলো করার জন্য চলে আসি প্রতিদিনকার মতোই পোল্ট্রি ফার্মে লাইট গুলো জ্বালিয়ে বাকি ডিম গুলো তুলে কোয়েল পাখিদের কে খাবারও পানি দিয়ে পর্দা ফেলে দেই লাইট জ্বালিয়ে আমি চলে আসি বাড়িতে।
সন্ধ্যে বেলায় আম্মু রেডি হয়ে যাচ্ছে কোথাও যাবে সে
টা আমি জিজ্ঞেস করতেছি আম্মু বলে উঠলো দাদুর বোনকে দেখতে যাবো উনি অনেক অসুস্থ। তাই ওদের সাথে আমিও চলে আসি বাইরে দাঁড়িয়ে থাকি ভিতরে প্রচুর মহিলা মানুষ ছিল তাদের দেখা শেষ হলে আমি বাড়িতে চলে আসি তাদের সাথেই।
মোবাইল নিয়ে আমার রুমে ব্যস্ত হয়ে পড়ি আব্বু আসলে রাত্রের খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। চোখে ঘুম আসলেই নতুন একটি সকাল দেখার জন্য ঘুমিয়ে পড়ি
আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
দাদা আপনার সারাদিনের কর্মকান্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিনই খুব ব্যস্ততার সথে সময় কাটান। এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের মঝে যে নিয়মিত পোস্ট করেন এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের সরিষা ক্ষেতের ফুল দেখে বেশ ভালো লাগলো।
দাদা ভালো থাকবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটা সত্যিই ব্যস্ত এবং আনন্দে পরিপূর্ণ ছিল। প্রতিটি ছোট মুহূর্তের মধ্যে আপনি যেভাবে সবার খেয়াল রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। কোয়েল পাখি ও মুরগির যত্ন নেওয়া, পরিবারের সবার সাথে সময় কাটানো, এবং আপনার কাজের প্রতি নিষ্ঠা একে অপরকে সুন্দরভাবে সম্পূরক করেছে। আপনার পরিশ্রমের মাঝে যে শান্তি রয়েছে, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আল্লাহ আপনাকে আরও শক্তি দান করুন এবং আপনাদের পরিবারকে সুস্থ রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুম থেকে উঠে প্রতিদিনের মতই কাজ শুরু করে দেন আসলে বাসায় পোল্ট্রি ফার্ম থাকলে একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় মুরগিকে বা পাখিকে খেতে দিতেই হবে।।
ছোট বাচ্চাদের আমারও ভীষণ ভালো লাগে।।। আর হ্যাঁ ডিম গুলো বেশ বড় দেখা যাচ্ছে আর যে কোন মানুষ আসলেই হয়তো বলে যে আমাকে বড় দিনগুলো দেন কারণ আমার আংকেলের ফার্ম ছিল আমি এখন দেখেছি।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে শুধুমাত্র লাভের কথা চিন্তা করলে হয় না পোল্ট্রি ফার্ম করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় বিগত আপনার পোস্টগুলো থেকে বুঝতে পারলাম পরিশ্রম ছাড়া কোন জিনিসের মধ্যে সফলতা পাওয়া যায় না এটা একেবারেই বাস্তব।
আপনি বীরের বাড়ি গিয়ে কিছুটা সময় পার করেছেন কিন্তু তাতে আর আপনার শান্তি হলো না কেননা আপনাদের ডিমের গাড়ি চলে এসেছে আপনি সেখান থেকে এসে আপনার যাবতীয় কাজ সম্পন্ন করে নিয়েছেন এরপরে আবার সন্ধ্যার পরে আপনার মায়েদের সাথে আপনার দাদুর বোনকে দেখতে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit