বিসমিল্লাহির রহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে চলে আসলাম। একটা দিনের শুরু হয় সকাল ও শেষ হয় রাত দিয়ে , তাই একটা পুরো দিনের সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
সকাল
আব্বু ফজরের নামাজ পরে আমাকে ডাক দিয়ে বলে আমি ভালুকা যাব, তুমি তোমার আম্মুর সাথে একটু মুরগিকে খাদ্য ও পানি সাথে ওষুধ দিও। সকাল বেলা মাছের বাজারে না আসলে ভালো টাটকা বড় মাছ পাওয়া যায় না তাই বড় মাছ কেনার জন্যই ভালুকা যায় আব্বু।
আমি ছোট মাছ একদমই কম খাই বললেই চলে বড় মাছ যত বড় হবে তত আমার কাছে ভালো লাগে। আপনার বলতেই পারেন আমাদের তিনটা মাছের পুকুর থাকা সত্ত্বেও আমরা কেন কিনে মাছ খাই।
আসলে চাষ করা মাছগুলো আমার কাছে কম টেস্ট হয় যদি হয় সেটা হাওরের অথবা নদীর তাহলে টেস্টের তো অনেক ঊর্ধ্বে চলে যায়। আজকে সকাল বেলা অল্প সময় হেঁটে অল্প সময় ব্যায়াম করে সকালের হালকা খাবার খেয়ে আম্মুর সাথে চলে যাই মুরগি খাবার দেওয়ার জন্য।
প্রথমে আমি আর আম্মু মুরগিকে খাদ্য দিয়ে দেই তারপরে আমাদের প্রতি মাসেই মুরগিকে কিছু ওষুধ খাওয়ানো লাগে মাসের শেষের দিকে তাই এ ওষুধগুলো মাস শেষ পর্যায়ে চলবে। এতে আমাদের অনেক ডিমের প্রোডাকশন দিয়ে থাকে।
মুরগির কাজগুলো শেষ করে আমি আর আম্মু ফ্লোর না পরিষ্কার করেই বাড়িতে চলে আসি আব্বু আসলে তারপর ফ্লোর পরিষ্কার করবে ।পানি দিয়ে আমি যখন ওয়াশ রুমে ফ্রেশ হইতে ছিলাম শুনতে পাই আব্বু চলে এসেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসি মাছ দেখার জন্য,এসে দেখি বড় মাছ কেটে নিয়ে এসেছে ।
রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি মোবাইল চালাই সকালে খাবার রেডি হলে আম্মুকে ডাক দেই খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে বাহিরে রৌদ্রের মধ্যে কিছুক্ষণ বসে থাকি। কিছুক্ষণ রোদ বসে প্রতিদিনের কাজ কাকীদের বাড়িতে চলে আসি ওদের সাথে গল্প করতে ভাইস্তা সাথে খেলাধুলা করতে বারোটার দিকে বাড়িতে এসে মুরগির ঘরের চাবি নিয়ে ডিম তোলার জন্য চলে আসি।
দুপুর+বিকাল
ডিম তোলা শেষ করে রেস্ট নিয়ে যোহরের আযান দিয়ে দিলে গোসল করে নামাজ পড়তে চলে যাই মসজিদে যোহরের নামাজ শেষ করে বাড়িতে এসে রুমে এসে শোয়া মাত্রই আব্বু এসে বলে ব্যাংকে যাওয়া লাগবে কিছু টাকা তোলা লাগবে। তাই দুপুরের হালকা কিছু খাবার খেয়ে টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসি লাখ খানিক টাকা তুলে আমার আরেকটি নতুন ব্যাংকে একাউন্ট খোলা হয়েছে ডেবিট কার্ডের জন্য তাই ওইটা খোঁজখবর নেওয়ার জন্য এই পাশে ইসলামী ব্যাংকে চলে আসি।
তাদের সাথে কিছুক্ষণ কথা বলেন আমার নতুন ডেবিট কার্ড বাড়িতে উদ্দেশ্যে রওনা দেওয়ার মাত্রই আসরের আযান দিয়ে দেই তাই আসরের নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই বাড়িতে এসে আম্মু কাছে কার্ড দিয়ে আম্মু আমাকে আমাদের বাগানে পাঠিয়ে দেয় খোঁজখবর নেওয়ার জন্য, আশেপাশের কিছু লোক বড় ডালপালা কেটে নিয়ে চলে যাই। আমাদের গাছের বাগান দেখে বাড়ি আসার পথে সন্ধ্যার লাইট জ্বালিয়ে দে পোল্ট্রি ফার্মে।
সন্ধ্যা+রাত
বাড়িতে এসে মাগরিবের আজান দিয়ে দেই তাই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি মাগরিবের নামাজ শেষ করে বাড়ি আসার পথে আমাকে ডাক দেয় তাদের ওয়াইফাই ও টিভির সাথে সংযোগ একটু নষ্ট হয়ে গেছে ঠিক করে দেওয়ার জন্য তাই ওটা ঠিক করে কিছুক্ষণ বসে তাদের সাথে গল্প করে বাড়িতে চলে আসি।
বাড়ি এসে মোবাইলের ও ল্যাপটপ নিয়ে সময় কাটানোর জন্য বসে পড়ি। আব্বু আসলে রাত্রের খাবার খেয়ে মুভির বাকি অংশ দেখে ঘুমিয়ে পড়ি নতুন একটি দিন নতুন একটি সকাল দেখার আশায়।
আজকের পোস্ট এখানেই লেখা সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
বড় মাছের চাইতে ছোট মাছের মধ্যেই পুষ্টিগুণ বেশি থাকে তারপরও অনেকে আছে ছোট মাছ পছন্দ করে না।। আমি সব ধরনের মাছ খেতে পারি সেটা ছোট হোক বা বড়।। আজকে আপনার বাবা ভালুকা যাবে তাই আপনার আম্মুর সাথে মুরগির কাজ করতে বলে।। আসলে বাবা বাসা থেকে গেলে দায়িত্বটা ছেলেদের উপরই পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit