বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল
আজকে একটু ভরে উঠে পড়ি নামাজ পড়ার জন্যই কিন্তু উঠে দেখি কিছুক্ষণ হলো আযান দিয়েছে নামাজের আরও ১৫ মিনিট দেরি আছে তাই ভাবলাম মসজিদ আমাদের বাড়ির কাছেই দুই থেকে তিন মিনিট সময় লাগে,আর দশ মিনিট ঘুমিয়ে নেই।
১০ মিনিটের জায়গায় এক ঘন্টার উপরে ঘুমাই ঘুম থেকে উঠে দেখি ছয়টার একচল্লিশ বাজে, মনে মনে আফসোস করি হায়রে নামাজটা পড়তে পারলাম না।
দিনের শুরুটাই আফসোস দিয়ে শুরু হয় হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে হাঁটতে শুরু করলাম কিছুদূর হাঁটার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও শেষ করলাম ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম।
আম্মু আব্বুকে সাহায্য করার জন্য পোল্ট্রি ফার্মে চলে আসলাম এসে দেখি প্রায় কাজ শেষের দিকে আর দুই থেকে তিন মিনিট সময় লাগবে। ২-৩ মিনিট কি আর কাজ করব তাই আর না দাঁড়িয়ে বাড়িতে চলে আসছি, রুমে এসে শুয়ে থাকে মোবাইল চালাই।
বেশ কিছুক্ষণ মোবাইল চালানোর পর আম্মু সকালে খাবার খাওয়ার জন্য ডাক দেই আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে কিছুক্ষণ বসে থাকি মাছের খাবার দেওয়া দেখি।
আম্মু ডাক দিয়ে আমাকে বলে আমাদের বাড়ির নিচে লেবু গাছ আগাছা এসে ভরে গেছে ঠিকমত লেবু আসতেছে না ।
ওইটা পরিষ্কার করে দিতাম, কর্মচারী ভাইদেরকে না বলে নিজেই চলে আসলাম পরিষ্কার করার জন্য। এসে দেখি অনেক আগাছা দিয়ে লেবু গাছটাকে নিচে মাটির সাথে মিশে গেছে। তাই প্রথমে চারদিকে আগাছা গুলোকে পরিষ্কার করে গাছটাকে মাথাটা উঁচু করে রশি দিয়ে বেঁধে দেই।
সিঙ্গেল লেবু গাছ |
---|
ডাবল লেবু গাছ |
---|
কাজ শেষ করার পর, বাড়িতে এসেছে রশি রেখে তাকিদের বাড়িতে চলে আসি ছোট ভাতিজার সাথে খেলাধুলা করতে ওর সাথে খেলাধুলা করতে আমার ভালই লাগে।
দুপুর+বিকাল
প্রথম ডিম তোলার |
---|
ডিম সাথে ছবি |
---|
খেলাধুলার শেষ করে বারোটার দিকে ডিম তুলতে চলে আসি পোল্ট্রি ফার্মে কিছু ডিম তোলার পরি আম্মু সাথে যোগ দেয় দুজনে মিলে ডিম তুলে বাড়িতে চলে আসে আমি গোসল করি জোহরের আযান দিয়ে দেই নামাজ পড়তে মসজিদে চলে যাই।
নামাজ শেষ করে বাড়িতে এসে আমার রুমে চলে আসি ল্যাপটপে একটি মুভি দেখি দুপুরের খাওয়া-দাওয়া করি।
ল্যাপটপে মুভি দেখার |
---|
খাওয়া দাওয়া শেষ করি মুভি দেখতে থাকি আসরের আযানের ১০ থেকে ১২ মিনিট আগে শেষ হয়ে যায় ল্যাপটপটা বন্ধ করে আমি পোল্ট্রি ফার্মে চলে আসি কারণ আমাদের পোল্ট্রি ফার্মের মোটর নষ্ট হয়ে গেছে হঠাৎ করে তাই আমাদের বড় বিলের বড় মটর দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করি মুরগিকে।
আব্বু আম্মু ব্যবস্থা করে চলে আসে আমাকে পানি দেওয়ার জন্য ব্যাংক থেকে লোক এসেছে কি দরকার সেটা আমার জানা নাই। এমনকি এমনকি সব বিষয়ে জানতে চেষ্টাও করি না আমি আমার মত থাকি।
লাইটের আলোয় আলোকিত পোল্ট্রি ফার্ম |
---|
আমি পানি দিয়ে পোল্ট্রি ফার্মে থেকে বের হতে লাইট জ্বালানোর সময় হয়ে যায় তাই একেবারে লাইট অন করে পোল্ট্রি ফার্ম থেকে চলে আসি। বাড়িতে পোল্ট্রি ফার্মের চাবি রেখে আমি আরেক চাচাতো ভাই হাঁটতে চলে আসি একা একা হাঁটতেও ভালো লাগে না তাই একজন সঙ্গী থাকলে অনেক দূর যাওয়া যায় ভালো লাগে।
বিকেলে হাঁটার সঙ্গী |
- |
সন্ধ্যা +রাত্রি
বেশ কিছু দূরে হাঁটার পর মাগরিবের আজানের সময়ের কাছাকাছি হয়ে যায় তাই মাগরিবের নামাজ পড়ার জন্য একটু দ্রুত হেঁটে চলে আসি। মাগরিবের নামাজ পড়া শেষ করে।
কাকিদের বাড়িতে চলে আসি আমার ছোট চাচাতো বোনের এসএসসি পরীক্ষার এক্সাম গণিত পরীক্ষা তাকে সাহায্য করার জন্য বলে দেয় দুজন মিলে কিছুক্ষণ পড়াশোনা করি।
এশারের আজান দিয়ে দিলে আমি নামাজ পড়তে চলে আসি নামাজ শেষ করে আরো কিছুক্ষণ তাকে সাহায্য করে বাড়ি এসে রাত্রে খাওয়া-দাওয়া শেষ করি।
শুয়ে শুয়ে কতক্ষণ মোবাইল দেখি তারপর শুয়ে পড়ি নতুন একটি সকালের আশায়। আজকে এখানে ই শেষ করলাম সকালে ই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন