বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কথা নিয়ে হাজির হয়েছি। একটা দিনকে স্পেশাল ও সুন্দর করে দিতে পারে কিছু সুন্দর মুহূর্ত তাই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
সকাল
সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা গরম কাপড় সাথে নিয়ে আস্তে আস্তে করে দৌড়াতে থাকলাম। ঘন্টাখানেক এভাবে করার পর বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে ডাক্তারের অনুযায়ী ব্যায়াম করে। ফ্রেশ হয়ে, সকালের হালকা কিছু খাবার খেয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি।
এসে দেখি আম্মু আর আব্বু ফ্লোর পরিষ্কার করতেছে পানি দিয়ে এখনো হয় নাই মুরগিকে ওষুধ দেওয়ার বাকি আছে তাই সকালের একটা ওষুধ পানির সাথে মিক্স করে মুরগিকে দেই এদিক দিয়ে তারা ফ্লোর পরিষ্কার করে।
মুরগির সকালের ওষুধ |
---|
মুরগিকে ওষুধ দেওয়ার পর পোল্ট্রি ফার্মের আশেপাশের কয়েকটি গাছ লাগিয়ে ছিলাম সেই গাছগুলোর মধ্যে পানি দিয়েই। তারা আমাকে রেখে চলে আসে ফ্লোর পরিষ্কার করেই আমি মোটর বন্ধ করে বাড়িতে চলে আসি।
বাড়ি এসে হাত ও শরীর ঠান্ডা হয়ে আছে তাই শরীরকে গরম করার জন্য কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে মোবাইল চালাই। শরীর যখন গরম হয় তখন রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকতেই সকালে খাবার রেডি হয়ে যায়। খাবার খাওয়ার জন্য আম্মু ডাক দেয় ডাকে সাড়া দিয়ে সকালের খাবার খেতে চলে আসি।
সকালে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে আরো কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। আমাদের একজন কর্মচারী ভাই আসে আমাদের বাড়িতে,আসার পর আব্বুকে খুঁজে, কারণ জিজ্ঞেস করি, আমার কাছে বলা যাবে না আব্বুর কাছেই বলবে সে কারণে আব্বুকে ডাক দেই আব্বু আমার কাছে আসতেই কর্মচারী ভাই সালাম দিয়ে তার কথাগুলো শুরু করে।
তার বাড়িতে একটু ঝামেলা হয়েছে কিছু টাকার দরকার এখনই স্যালারি দিলে হবে আমরা প্রতি মাসে ১ তারিখেই আমাদের কর্মচারী ভাই স্যালারি দিয়ে দেয় আজকে মাসের ২৮ তারিখ তাই আরো দুই থেকে তিন দিন পর তাদের স্যালারি হাতে পাবে।
মধ্য দুপুর
তাই আব্বু আমাকে বলে তার স্যালারির টাকাটা তুলে এনে দিতে আজকে। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমাদের ব্যাংকের কার্ড নিয়ে ভালুকা চলে আসি টাকা তোলার জন্য। আমার সাথে চলে এসেছিল কর্মচারী ভাই। তাই বাসটেন আব্বু বসে আছে তার হাতে টাকা দিব তারপর কর্মচারী ভাইকে টাকা দিবে।
ডাচ্ বাংলা বুথে বাহিরে দৃশ্য |
---|
টাকা তোলার জন্য ডাচ-বাংলা ব্যাংকের ভিতরে মেশিনের দৃশ্য |
---|
স্যালারি টাকাও দিতে পারে বা এর চেয়েও বেশি টাকা দিতে পারেন সমস্যার কারণে এর পরিবর্তে তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। আব্বু একটা চা স্টলে বসেছিল তার হাতে টাকাগুলো দিয়ে আমি চলে আসি তারপর কি হয়েছিল সেটা মূলত আমি জানিনা।
মেশিন থেকে টাকা হাতে পাওয়া |
---|
বাড়িতে এসে আম্মুর হাতে ব্যাংকের কার্ড ধরিয়ে দিয়েন পোল্ট্রি ফার্মের চলে আসি ।মুরগিকে পানি দেওয়ার জন্য সকালবেলা ওষুধ দেওয়া হয়েছিল সকল ওষুধ খাওয়া শেষ তাই পানি দিয়ে দেই, পানি দেওয়ার শেষ করে ডিম গুলো তুলে বাড়িতে চলে আসি।
আজকের ডিমের সংগ্রহ |
---|
দুপুর +বিকাল
গোসল শেষ করে রুমে এসে দেখি ঘড়িতে নামাজের সময় অতিবাহিত হয়ে গিয়েছে তাই আর মসজিদে নামাজ পড়তে যাই নাই রুমে শুয়ে থাকি। দুপুর বেলা কিছু খাবার খেয়ে অপেক্ষায় ছিলাম আব্বু আম্মু সাথে গিয়ে কিছু সাহায্য করবো পোল্ট্রি ফার্মে এসে আব্বু আম্মু মুরগি কে খাবার দেয় আমি মুরগিতে ওষুধ দেয়।
আব্বু কথাই বিকেল বেলা বাঁধ দেখতে আসা |
---|
বিকেলবেলা নিরিবিলি বড় বিল |
---|
মুরগির বিকালের ওষুধ |
---|
পোল্ট্রি ফার্মে আব্বু আমাকে বলে আমাদের বড় বিলের বাঁধ খবর নেওয়ার জন্য এখনো বড় বিলের কর্মচারী ভাই ছুটি থেকে আসে নাই। তাই বিকেল বেলা হাটা রোড দেশে বড় বিলের বাঁধ দেখে আসি সন্ধ্যার দিকে পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে দেই।
সন্ধ্যা
বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে আমার রুমে ল্যাপটপ একটি মুভি দেখি। সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আমাদের ভাড়াটিয়া আসে মাসের টাকা দেওয়ার জন্য। টাকা আমি রিসিভ করি আম্মু আর ভাড়াটিয়া দুজনে অনেক গল্প করে। তারপর চলে যাই পোল্ট্রি ফার্মে বিকেলে ওষুধ দেওয়া হয়েছিল অল্প করে পানি দেওয়ার জন্য আমি রুমে বসেই ল্যাপটপে মুভি দেখি তখনো।
ওষুধ দেওয়ার পর সন্ধ্যাবেলা মুরগিকে পানি দেওয়া |
---|
আব্বু আসলে রাত্রের খাবার তিনজন মিলে খাবার খেয়ে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করে মাগুর মাছ ও শিং মাছের লাইট জ্বালিয়ে দুই পুকুরের দুইটা মটর চালু করে। বাড়িতে চলে আসি, রুমে এসে কিছুক্ষণ মোবাইল চালিয়ে শুয়ে পরি নতুন একটি দিন নতুন একটি সকাল এর আশায়।।
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।
মুরগির ফার্মে কখন কোন ঔষধ দিতে হয় এবং কিসের জন্য দিতে হয় কি ঔষধ দিলে ভালো হয় সেসব সম্পর্কে যদি আপনার আর্টিকেলে লিখতেন তাহলে আরো ভালো হতো আমরা জানতে পারতাম কেননা আমাদের বাসায় তো মুরগি রয়েছে শীতের সময় মুরগির বেশি রোগ হয় মুরগি মারা যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখন কোন ওষুধ দিতে হয় এটা মূলত আমরা ডিসাইড করি না এর আগে একটা ডাক্তার নিয়ে এসে আমরা দেখাই মুরগির কোন সমস্যা আছে কিনা যদি কোন সমস্যা থাকে তাহলে ওটার ওষুধ দেয় অথবা ভিটামিন দেয় আর প্রতি মাসে একটা করে ভ্যাকসিন দিতে হয়।
ডাক্তার পরামর্শেই আমরা মুরগিকে ওষুধ দেই ভ্যাকসিন দেই ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কোন প্রকার ওষুধ দেয় না।
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম অত্যন্ত প্রয়োজন তারপরও আমরা বেশিরভাগ মানুষই কোন রকম ব্যায়াম করি না আপনি প্রতিদিনই কিছুটা ব্যায়াম করেন যেটা আমার কাছে ভালই লাগে।।
প্রতিদিনের মতোই বাড়ির কাজ করেছেন এছাড়াও আজকে টাকা তুলতে গিয়েছিলেন আমরা অনেক সময় টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে বা কোন এটিএম বুথে যায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit