"ছুটির দিন সব সময় সব মানুষের কাছেই স্পেশাল" (Holidays are always special for everyone.)

in hive-120823 •  2 days ago  (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

নিয়মের বেড়াজালে প্রতিদিন আটকে থাকে শুধু একটি দিন বাদ দিয়ে সেই একটি বিশেষ দিনটি নিয়ে আজকে আপনাদের মাঝে পোস্ট করতে চলে আসলাম, বিষয় দিনটি হলো ছুটির দিন সব সময় সব মানুষের কাছেই স্পেশাল।

যারা ঘরের বাইরে খুব ব্যস্ত সময় পার করে তারাই জানে সপ্তাহের একটি দিন কতটা মূল্যবান । এই মূল্য টাকায় পরিমান করার মত নয় বরং পরিবার ও বন্ধুদের নিয়ে সুন্দর সময় সুন্দর মুহূর্ত পার করার জন্য।

pexels-photo-3373177.jpeg

Link:

ছুটির দিন পরিকল্পনা করা:

পুরো সপ্তাহের কাজের পর আমরা ছুটির দিন কোনো কাজ না শুধু ঘুমাবো , সাধারণত প্রথম কথাটা এটা হয়ে থাকে ব্যাচেলারদের। কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে তাই পরিবারের সাথে ছুটির দিন কাজে সহযোগিতায় থাকার চেষ্টা করা এবং তাদের সাথে সুন্দর সময় উপভোগ করা ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মন খুলে কথা বলা সুন্দর উপভোগ হয় ছুটির দিনে এই মুহূর্তগুলো

একটি সপ্তাহ পর যখন একটি ব্যাচেলার ছুটি পায় তখন ঘুম খাওয়া ঘুরা ফেরা ছাড়া তাদের মাথায় আর কোন কাজ আসে না, প্রথমে ছুটির দিনে বাড়িতে আমি কাজের সহযোগিতা করি, পরিবারের সদস্যদের সঙ্গে বিকালে ঘুরতে যাওয়া হয়।

ছুটির দিনে শরীরচর্চা:

এই দিনে শরীরকে একটু হালকা মনে হয় / আবার বলতে পারেন মাথায় চাপ কম থাকে অফিসের। যারা সব সময় অফিসে বসে থাকে কোমরের ব্যথা অনুভব করবে, সেজন্যই ছুটির দিনে কিছু শারীরিক ব্যায়াম হাঁটাহাঁটি করার এটা অবশ্যই হয়, যদিও এই ব্যায়ামগুলো প্রত্যেকদিনের তবে ছুটির দিন দীর্ঘ সময় পাওয়া যায় সেজন্য চর্চা এবং অন্যান্য কাজ এর দিকে মনোযোগ বেশি দেওয়া যায়। তবে সারাদিন শুয়ে থাকা মোটেও সুস্থ ব্যক্তির কাজ নয়!

free-photo-of-smiling-boy-sitting-in-water.jpeg

Link:

ছুটির দিনে অন্যরকম কিছু করার চেষ্টা:

খাবার খাওয়ার দিক থেকে যদি বলতে চায় তাহলে চাহিদার মত এবং পছন্দের খাবার তৈরি করার অফুরন্ত সময় পাওয়া যায়। নিজের মতো করে নতুন নতুন রেসিপি রান্না করা নিজের বাগান পরিচর্যা করা পোশাক পরিস্কার করা পছন্দের জায়গায় গিয়ে ছবি তোলা পরিবারকে নিয়ে আনন্দে মেতে ওঠা, দেখবেন ছুটি দিন টা দারুন কাটবে।

ছুটির দিনে ঘরের জরুরি কাজকর্ম শেষ করে রাখা:

যারা সপ্তাহ জুড়েই কাজ করেন কিন্তু ঘরের কাজে সময় একদমই দিতে পারে না, তাই ছুটির দিন কিছু সময় নিয়ে ঘরের জরুরি কাজগুলো সেরে রাখার চেষ্টা। সারা সপ্তাহ হলো জমা কাজগুলো ছুটির দিন শেষ করে ফেলে। যদি নিত্য প্রয়োজনীয় কাজ তাকে সেগুলো ব্যতীত যেগুলো কাজ তিন চারদিন রেখে দিল সমস্যা হয় না সে কাজের কথা।

ছুটির দিনে পরিবারকে সময় দেওয়া:

পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজের চাপে তা পরিবারের কাউকে সময় দেওয়া হয় না। কিন্তু ছুটি দিন ,দিনটা অবশ্যই পরিবারের সাথে সময় দিন, মন খুলে কথা বলুন। একসঙ্গে রান্না করুন বা অবশ্যই কোথাও ঘুরে আসুন পরিবার নিয়ে।

pexels-photo-697244.jpeg

Link:

ছুটির দিন ভালো কিছু খাবার খাওয়া ঘরে নয়।

একা একা বা পরিবারের সঙ্গে ছুটি কাটানো কতটা আনন্দ, যে পরিবারের সাথে ছুটি কাটায় সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ বোঝে না। ছুটির দিনের সমস্ত কাজ শেষ করে বিকেলবেলা যখন পরিবারকে নিয়ে বাহিরে বের হয় ।ঘুরাফেরা শেষ করে যখন ভালো একটি রেস্টুরেন্ট এসে খাবার খাই সেদিন তাদের বাড়িতে রান্না বন্ধ করে আনন্দ করে খাবার খায় সপ্তাহে একটি দিন।

free-photo-of-abundance-of-meals.jpeg

Link:

আমার মতে বাকি দিনের তুলনায় ছুটির দিন টা সব থেকে বেশি কাজ থাকে সেদিন সময়ের সাথে পাল্লা দিয়ে একদমই পারা যায় না। কোন দিক দিয়া সময় অতিবাহিত হয়ে যায়। সপ্তাহের প্রতিটা ছুটি আনন্দে কাটুক সেই দোয়া ও প্রার্থনা করি ।

আজকের পোস্ট এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখা খুব সুন্দরভাবে ছুটির দিনের গুরুত্ব তুলে ধরেছে। সত্যিই, সপ্তাহের একদিন কাজের চাপ থেকে মুক্ত থেকে পরিবার ও নিজের জন্য সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটির দিনে শরীরচর্চা, ঘরের কাজ, পরিবারকে সময় দেওয়া এসব বিষয় আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।

বিশেষ করে, পরিবার নিয়ে বাইরে খাওয়া ও আনন্দ করার বিষয়টি বেশ ভালো লেগেছে। ছুটির দিনকে আরও অর্থবহ করতে আপনার পরামর্শগুলো সত্যিই কাজে লাগবে। দারুণ পোস্ট! শুভকামনা রইলো।

বরাবরের মতোই যারা চাকরি করে তাদের জন্য ছুটির দিন অনেক বেশি স্পেশাল হয়ে থাকে আর ছুটির দিনটা মানুষ একটু অন্যরকম ভাবেই কাটাতে চেষ্টা করে আপনি ছুটির দিন কাটানোর বেশ কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন আসলে আমরা যদি প্রতিনিয়ত এই ছুটির একটা দিন কিংবা দুইটা দিন সঠিকভাবে চলতে পারি তাহলে কিন্তু আমাদের সারা সপ্তাহের অন্ততপক্ষে কাজ করেছে সেটা দূর হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ উপরুক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Loading...

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি ঠিক কথাই বলেছেন ছুটির দিন আমাদের সবার কাছে একটি স্পেশালি হয়। সারা সপ্তাহ কাজ বাজ শেষ করে যখন ছুটির দিনটি আসেন তখন খুব ভালো লাগে। আগে যখন স্কুলের ছুটির দিন আসতো তখন মনের ভেতর খুব ফুর্তি হতো। এখন ওরকম আনন্দ আর হয় না।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন দাদা।