বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস নিয়ে আপনাদের সাথে পোস্টের মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম, সুন্দর বিষয় হলো সত্যি মনে হয় ফুলের চেয়ে সুন্দর আর কিছুই নেই।
ফুল কথাটি বলতেই সৌন্দর্য কথা মনে পড়ে, পৃথিবীতে ফুলের চেয়ে সৌন্দর্য আর কিছুই হতে পারে না ফুল খুব পবিত্র, এর ব্যবহার সব ক্ষেত্রেই চলে। ফুল কে ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে নেই । পাহাড় সমান কষ্ট নিয়ে যখন ফুল বাগানে বসে থাকে তখন দুঃখ কষ্টটা নিমিষেই ফুরিয়ে যায় মনটা অনেক ভালো হয়ে যায় ।
শুধু এই জিনিসটা পৃথিবীটা সৌন্দর্য গড়ে তুলে না এটি অনেক পোকামাকড়কে বাঁচিয়ে রাখে , তার সাথে আমাদেরকে উপকারী একটি জিনিস দান করে।এ ফুল গাছকে সৌন্দর্য দেখানোর জন্য ফুল ফুটে বা ফল আসার আগে ফুল ফুটে।
ফুল ভালবাসার প্রতীক। ফুলের সাথে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক চিরন্তন। ফুল নিয়ে গবেষণার অন্ত শেষ নেই। ফুল শুধু এই বিশেষ কাজেই ব্যবহার হয় না অনেক বিশেষ কাজে দুঃখের কাজে বা ভালো-মন্দ কাজে ও ব্যবহার হয়।
ফুল হলো প্রকৃতির আত্মা । ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মত । বিভিন্ন নগরীর অলিতে-গলিতে ফুলের দোকান। বড় বড় ডিপার্টমেন্টাল ষ্টোর থেকে শুরু করে কনভিনিয়ান্ট ষ্টোর গুলোতেও ফুল বিক্রি হয়। এছাড়াও সুন্দর করে সাজিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে ফুল বিক্রেতাদের দেখা যায়।
প্রিয়তম বা প্রিয়তমাকে খুশী করতে একটি ফুলই যথেষ্ট, আর এ কথাটি মনে রেখে সন্ধ্যে বেলা নামী-দামী রেস্তোঁরায় ও বিক্রেতারা ফুল নিয়ে ঘুরে। স্মরণীয় সন্ধ্যা বলে কথা, এদেশে উঠতে বসতে ফুলের আবশ্যকতা আছে বলা যায়। কারো চাকুরী হয়েছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা। কারো বিয়ে হয়েছে তাকে ফুল দিয়ে অভিন্দন। বিদায় জানাতেও ফুল। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যত ক্রিয়া বা কাজকর্ম আছে সমস্ত কিছুতেই ফুলের ব্যবহার অবশ্যই।
সবকিছুতে ফুল আর ফুল। ফুলের যেন বিকল্প নেই,সাথে থাকে একখানা কার্ড যা বলার, যা লেখার সব ওখানেই লিপিবদ্ধ থাকে।
ব্যস্ত জীবনে কত কিছুই চোখে পড়ে, আবার অনেক কিছুই চোখে পড়ে না। কখনও কখনও কিছু কিছু দৃশ্য মনের গভীরে গেঁথে থাকে। উদাহরণ স্বরূপ আপনি কোথাও বাড়ির কাছে বা ছোট্ট বাগান অনেকগুলো ফুল দেখতে পেলেন সেটা আমার অনেক ভালো লেগে যে রকম আমার কোথাও গেলে, অনেকগুলো ফুল দেখলে বেশ কিছুদিন মনে থাকে।
কোথাও অনেক গুলো ফুল বাগানে অনেক রকমের ফুল ফুটে থাকলে, এই পৃথিবীতে যে মানুষ ফুলকে ভালোবাসে না সেও চায় মেয়ে একটি ছবি তোলার জন্য, কোন একটি দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানটাকে আরো সুন্দর করে রাখার জন্য বিভিন্ন রকমের ফুল গাছের রোপণ করে থাকে।এই ফুলটি ঘিরে একটি দিবস তৈরি হয়ে গেছে যে দিবসটি ফেব্রুয়ারি মাসে পালিত হয়।
কিছু ফুল দেখলে বাগান থেকে ছিড়তে গেলে কাটার আগাতে আহত হয় ,সেটা জানা সত্ত্বেও তাও ফুল কিছু কিছু মানুষ ছিরে আনবেই, আমি তাদের মধ্যে একজন , সুন্দর ফুল দেখি সব জায়গা থেকে যদি ফুল ছিড়ার অনুমতি থাকে তাহলে ছিরে ছবি তুলে সেটা স্মৃতি হিসেবে রেখে দেই। আর যেখানে ছবি তোলার অপশন আছে কিন্তু ছিড়ার অপশন নেই সে জায়গা থেকেই ছবি তুলি নিয়ে আসি।। সেসব ছবিগুলো যখন চোখের সামনে পড়ে তখন ওই ফুলের স্মৃতিগুলো মনে পড়ে যায়।
ভবিষ্যতে আমার বাড়ির ছাদে বাড়ির আশেপাশে বিভিন্ন রকমের ফুলের কাজ রূপন করার ইচ্ছে আছে,
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
এটা একদম ঠিক কথা পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হল ফুল। ফুল দেখলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। সরষের ফুল আমার ভীষণ প্রিয় ।শীতকালে গ্রামে গেলেই চোখে পড়ে চারদিকে ক্ষেতে সর্ষের ফুল ফুটে থাকে দেখতে অসাধারণ লাগে। ফুল নিয়ে আজকে একটি সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল হলো প্রকৃতি এক অপরূপ নিদর্শন। ফুলের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। পারসোনালি আমার কাছে ফুল খুব পছন্দের। বিশেষ করে আমার কাছে সাদা গোলাপ খুব ভালো লাগে। আপনার তোলা ফুলের ছবি গুলো বেশ ভালো লেগেছে। সরিষা ফুলের ছবিগুলো আামার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন খুবই কম মানুষ পাওয়া যাবে যারা ফুল ভালোবাসে না।
দাদা আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের সৌন্দর্য নিয়ে আপনার পোস্ট সত্যিই হৃদয়স্পর্শী। ফুল যে কতটা মানুষের জীবনে অপরিহার্য তা সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রকৃতির আত্মা হিসেবে ফুলের গুরুত্ব অপরিসীম, এবং আপনার মতো ফুলের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। আপনার ফুলের বাগান তৈরির ইচ্ছে খুব সুন্দর, আল্লাহ আপনার সব ভালোবাসা এবং পরিকল্পনা সফল করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলবো আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।।। এটা একদম সত্যি বলেছেন ফুল ছাড়া প্রাকৃতিক যেন প্রেমহীন।।।
প্রতিবছরই সরিষার ফুল দেখলেও এ বছর আর দেখা হলো না কারণ আগের মত আর সরিষা মানুষ চাষ করে না।। সরিষা ফুলের পাশাপাশি আপনি আরো ফুলের ফটোগ্রাফি দিয়েছেন দেকে সত্যি অনেক ভালো লেগেছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ফুলের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না আমরা মাঝে মাঝে চিন্তা করি আমাদের জীবনটা যদি ফুলের মত করে সাজিয়ে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো তবে আমাদের চিন্তাভাবনা একরকম আর আমাদের কাজকর্ম অন্যরকম তাই হয়তোবা আমাদের জীবনটা কখনোই ফুলের মত হয়ে ওঠে না।
কে আপনি আমাদের সাথে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এখানে কেউ সরিষার রোপন করে না যার কারণে খুব কাছ থেকে আমরা সরিষা ফুল দেখতে পাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit