"আমার শখের কোয়েল পাখির ঘর তৈরি করা"(My hobby is making quail bird houses)

in hive-120823 •  last month 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আপনাদের মাঝে আমার একটি শখ পূরণ ও বাস্তবায়ন করা তা নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকের পোষ্টের বিষয়বস্তু আমার শখের কোয়েল পাখির ঘর তৈরি করা।

IMG20241226152857.jpg

আপনারা প্রায় সকলেই জানেন অসুস্থতার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছিলাম সে কারণেই বাড়িতে এসে ডাক্তার দেখানো তার সাথে সুস্থ হওয়ার পিছনে ছুটতে ছিলাম।

বাড়িতে এখন আব্বুর ব্যবসা গুলোর কাজে সাহায্য করি, আরো বেশ কিছুদিন বাড়িতে থাকতে হবে অনেক আগে থেকেই কোয়েল পাখি লালন পালন করব কিন্তু বাইরে থাকার কারণে এটা হয়ে ওঠে নাই আর আমাদের বাড়ির আরো কয়েকটা বাড়ি পরে কোয়েল পাখি লালন পালন করে সেটা দেখে আরো ইচ্ছা পোষণ।

IMG20241226161414.jpg

সপ্তাহখানেক আগে আব্বুকে কথাটা বলি ততটা গুরুত্ব দেয় নাই তারপর থেকেই প্রতিদিন বলতে থাকি। আমার কথাটা আম্মু একদমই গুরুত্ব দেয় না আমাকে বলে যেগুলো আছে সেগুলো আগে দেখাশোনা করো ভালো করে তারপর যদি করতে পারি তাহলে করব না হলে নাই।

আম্মুকে ও কোয়েল পাখির কথা বলি সেইম কোথায় আমাকে বলেন যেগুলো আছে সেগুলোতে কাজ করলেন তোমার সময় থাকবে না আবার কোয়েল পাখি পালন করবে।

IMG20241226161420.jpg

দুই দিন আগে রাত্রে খাবার সময় তিনজন একসাথে খাওয়া দাওয়া করতে ছিলাম খাওয়ার সময় কোয়েল পাখি নিয়ে আমি কথা তুলি ও তারা আমাকে ধমক দিয়ে চুপ করে দেয় সব সময় একই কথা নিজে অসুস্থ হও তারপর করবে।

একদিন তো ভালো হবই বাড়িতে যখন আছি আমার শখ টা পূরণ করে কাজটা শুরু করি অল্প দিয়ে তারপর যখন আরেকটা কর্মচারী নিবে তারপর বেশি করে তুলবো। দুঃখজনক এখনো তারা রাজি হয় নাই আমি অর্ধেক টাকার পরিমান কথা বলি আম্মু আব্বুর জন্য চুপ করে বসে থাকে তোমার টাকা কোথায় থেকে পাবা।

IMG20241226161436.jpg

তুমি কি এখন চাকরি করো, আমার কাছে কিছু টাকা আছে আর অনলাইন থেকে কিছু টাকা উঠাবো অনেকটাই হয়ে যাবে তুমি আর বাকি টাকা দিবে। বাহিরে যখন থাকতাম তখন টাকা উঠাইতাম এখন বাড়িতে আসার কারণে টাকার ততটা প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়লে আব্বুর কাছ থেকে নিয়ে চলতে পারতাম।

IMG20241226120834.jpg

আব্বু আম্মু এ কথাগুলো শুনে অবাক হয়ে যায় আম্মু আমাকে বলে এগুলো করা লাগবে সুস্থ হয়ে তো আবার চাকরিতে চলে যাবা এগুলা করলে কি তোমার ভালো হবে যদি ভালো হয় তাহলে কর। আব্বু আর কথা না বলে রাজি হয়ে যাই। কিন্তু খুবই অল্প বাচ্চা নিয়ে এসে প্রথমে লালন-পালন করো যদি পারো তাহলে বেশি করে বাচ্চা এনে দিব।

IMG20241226120644.jpg

হাসিমুখে খাওয়া-দাওয়া শেষ করে রাত্রে ঘুমাতে যাই পরের দিন সকাল বেলা অনলাইন থেকে আর আমার কাছে কিছু টাকা জমানা ছিল ব্যাংকে আব্বু হাজার দশেক টাকা দেয়। সেই টাকা দিয়ে প্রথমে আমি আর আব্বু সাথে আরেকজন কোয়েল পাখি অর্ডার দেওয়ার জন্য একটা কোম্পানিতে চলে আসি,

কোম্পানিতে এসে মালিকের সাথে কথা বলে আব্বু মুখ থেকে যা শুনে অবাক হলাম মাত্র ২০০ বাচ্চা মালিকও রাজি হয়ে যায়। ২৭ তারিখ সকালবেলা বাচ্চা দিবে সে কারণে ২৬ তারিখ ঘর তৈরি করা লাগবে।

IMG20241226120630.jpg

আমি বাড়িতে চলে আসি ২৬ তারিখ সকাল বেলা উঠে ভালুকা চলে আসি ঘর তৈরি করার জন্য জিনিসপত্র কিনার জন্য আব্বু যে বাজেট করেছিল আমি যে বাজেট করেছিলাম সেই বাজেট থেকে আরও বেশি টাকা লাগবে মনে হয় একটি কাজ শুরু করলেন ছোট হোক বা বড় হোক টাকা কি পরিমান লাগে সেটা কখনো নির্ধারণ করে বলা যায় না।

IMG20241226120707.jpg

আমি আব্বু আর একজন কাঠমিস্ত্রিকে সাথে নিয়ে কি কি লাগবে কতটুকু লাগবে পরিমাপ করার জন্য কাঠমিস্ত্রি অনুপাতে সকল জিনিস ক্রয় করি সেগুলো নিয়ে আমি আর কাঠমিস্ত্রি বাড়িতে চলে আসি একজন কাঠমিস্ত্রি পিলার আর কার্ড দিয়ে বেড়া তৈরি করতে ছিল।

IMG20241226120748.jpg

সেগুলো আগে ক্রয় করে আনা হয়েছিল কিছু টিন আগেরই ছিল পর্দা ও কাগজ দিয়ে কাজ শুরু করি আমি আবার বাড়িতে পোল্ট্রি ফার্মে পুকুরে এগুলোতে কাজ করতে করতাছি তার এদিক দিয়ে কাজ করতেছে মাঝেমধ্যে গিয়ে কি লাগে তাদের প্রয়োজন কি কি আছে সেগুলো মিটিয়ে আবার আমি বাড়িতে চলে আসি।

মোটামুটি শেষ পর্যায়ে তখনই সে কিছু প্লাস্টিকের বেড়া সেই গুলো শট পড়ে যায় মোটামুটি কাজগুলো শেষ করি তারা চলে যায় আমি ভালো করে দেখে, কাঠমিস্ত্রিকে বলি আর কি কি লাগবে কালকের মধ্যেই ঘর সম্পূর্ণ করে দিবেন কালকে আসবে দুইদিন পর্যন্ত পুরাতন পোল্টিঘরে থাকবে হিট দেওয়া হবে তারপরেই গড়ে উঠানো হবে।

লিস্ট করে কাঠমিস্ত্রি ভাই চলে যাই সাথে কিছু টাকা দেওয়া লাগে বাকি টাকা আগামী কালকে সম্পূর্ণ কাজ করে দিলে তারপর দিয়ে দিব।

আজকে পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া ও প্রার্থনা করবেন যাতে কোয়েল পাখি আমি সুন্দর ও ভালোভাবে লালন পালন করতে পারি।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই কোয়েল পাখি অনেক লাভজনক একটি ব্যবসায়। যদি সঠিকভাবে সঠিক খামার থেকে কোয়েল পাখির বাচ্চা গুলো নিয়ে আসেন, তাহলে সত্যিই অনেক লাভ হবে। আমি আগে আটটা কোয়েল পাখি পালন করেছিলাম , তারা প্রতিদিনই ডিম দিত। আমি কোয়েল পাখি পালন ছেড়ে দেই এর কারণ হচ্ছে কোয়েল পাখির থেকে অনেক দুর্গন্ধ আসে, কিন্তু কোয়েল পাখি পালন করলে অধিক লাভজনক। আপনার এত সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

আপনার পোস্টটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। শখ পূরণ করার ইচ্ছাশক্তি এবং তা বাস্তবায়নে আপনার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। কোয়েল পাখি পালনের মতো একটি উদ্যোগ শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

পরিবারের সমর্থন পেতে ধৈর্য ধরেছেন এবং পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ করছেন এটা আপনার দূরদর্শিতা প্রকাশ করে।আশা করি, আপনার কোয়েল পাখি পালনের স্বপ্ন সফল হবে এবং এটি একদিন বড় আকারে সম্প্রসারিত হবে।

আল্লাহ আপনার মেহনত কবুল করুন এবং আপনাকে সাফল্য দান করুন।আপনার ভবিষ্যৎ উদ্যোগে অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।

Loading...

1000002812.jpg

We look for quality posts and comments.
Curated by @kouba01

Dear sir,
@kouba01

Thank you very much for your valuable support. Many blessings and prayers for you.🌹🥰