কিভাবে ড্রাইং ও আদ্রতা নিয়ন্ত্রণ করতে হয়?

in hive-120823 •  2 years ago  (edited)

সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি। জীবনের প্রত্যেকটা সময় মানুষের ভালো যায় না, অনেক সময় কষ্টের মধ্যেও অতিবাহিত হয়। সবকিছু মানিয়ে নিয়ে শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ।

আজকের লেখার বিষয়বস্তু থাকবে:- সিরামিক শিল্পে দ্রব্যাদি ড্রাইং ও আদ্রতা নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে?

heat-834468_1280.jpg

source

দ্রব্যাদির ড্রাইং উত্তমরূপে সম্পাদন করার জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেমন আবশ্যক তেমনি বাতাসের আদ্রতা নিয়ন্ত্রণ করা ও অত্যন্ত জরুরী। আদ্রতা নিয়ন্ত্রণ করতে মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করাকে বোঝায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে সেই বাতাসকে আর্দ্রতা বাতাস বলা হয়।

আমাদের দেশে শীতকালে বাতাস হল অনাদ্র এবং বর্ষাকালে বাতাস হল আদ্র। ড্রায়ারে ব্যবহৃত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে সিক্ত বাষ্পকৃত হওয়ার কারণে এবং অসম পুরুত্বের দ্রব্যাদি হলে উহার বিভিন্ন অংশ পুরোপুরিভাবে বিভিন্ন সময়ে শুকানোর জন্য দ্রব্য বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিত। তাই ত্রুটিমুক্তভাবে দ্রব্যাদী শুকানোর জন্য তাপমাত্রার সাথে সাথে আদ্রতা নিয়ন্ত্রণ করা হয়।

people-2557399_1280.jpg

Source

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তনের দ্বারা আদ্রতা নিয়ন্ত্রণ করে ড্রায়িং সম্পূর্ণ করা হয়। অর্থাৎ কোন কোন সময় বাতাসের আদ্রতা বৃদ্ধি করা হলে আবার কোন কোন ক্ষেত্রে আদ্রতা হ্রাস করা হয়। এটা নির্ভর করে ব্যবহৃত বাতাসের তাপমাত্রা ও আদ্রতার উপর। কারণ উত্তম ড্রাইং এর জন্য ড্রাইং তাপমাত্রা ও শতকরা আদ্রতা নির্ধারিত থাকে।

বাস্তবিক পক্ষে একটি নির্দিষ্ট ড্রাই ভাল্ব টেম্পারেচার এর ও শতকরা আদ্রতার জন্য একটি নির্দিষ্ট ওয়েট ভাল্ব টেম্পারেচার থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যখন কোন ড্রায়ারে ড্রাইং তাপমাত্রা ১২৫°F ও আদ্রতা ৮০% হয় তাহলে এর ওয়েট ভাল্ব টেম্পারেচারে হবে ১১৯°F। আবার যদি ওয়েট ভাল্ব থার্মোমিটারের তাপমাত্রা ১১৯০°F এ স্থির করা হয় তাহলে শতকরা আদ্রতার শতকরা হার ৮০% আর ড্রাইং আর ড্রাই ভাল্ব বা বাতাস ও জলীয় বাতাসের মিশ্রণের তাপমাত্রা ১২৫° হবে।


ড্রাইং এর জন্য ব্যবহৃত বাতাসের আদ্রতা কম হলে বাহির থেকে জলীয় বাষ্প সংযোজন করা হয়। এজন্য ড্রায়ার থেকে নির্গত সম্পৃক্ত বাতাস অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে। এই সম্পৃক্ত বাতাস ড্রাইং এর জন্য সরবরাহকৃত গরম বাতাসের সাথে মিশ্রিত করে ড্রায়ারে পাঠানো হয়। এতে বাতাসের আদ্রতার পরিমাণ পরিবর্তনের দ্বারা তাৎক্ষণিকভাবে আদ্রতা নিয়ন্ত্রণ করা যায়। আদ্রতা নিয়ন্ত্রণের জন্য ড্রায়ারের নির্গত বা রিসাকুলেটিং এয়ার ব্যবহার না করলে সে ক্ষেত্রে স্টীম জেট দ্বারা জলীয় বাষ্প যোগ করা যেতে পারে।

system-4851692_1280.jpg

source

রিসার্কুলেট বাতাস দ্বারা আদ্রতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ড্রায়ারের ওয়ার্কিং বাতাস একটি নির্দিষ্ট ভাল্বে ভর্তি হয়ে থাকার ব্যবস্থা হয়। এই বাষ্পের সাথে ওয়েট ভাল্ব কন্ট্রোলারটি স্পর্শ করে রেখে ওয়েট ভাল্ব টেম্পারেচার মেইনটেইন করতে হয়। যদি দেখা যায় ওয়েট ভাল্ব টেম্পারেচার কমে গেছে তাহলে বুঝতে হবে বাতাসের আদ্রতা খুব কম। তখন অটোমেটিক কন্ট্রোলারটি ভাল্ব খুলে দিবে এবং প্রয়োজনীয় পরিমাণ আদ্র বাতাস প্রবেশ করতে দেবে। আর যদি দেখা যায় আদ্রতা বেশি তাহলে ইহা ভাল্বটিকে বন্ধ করে দিবে।

বিভিন্নভাবে এই আদ্রতা নিয়ন্ত্রণ করা যায় তার মধ্যে এখানে আমি আপনাদের সাথে একটি মাত্র উদাহরণ তুলে ধরেছি। এই প্রসেস অনুসরণ করেও দ্রব্যাদির ড্রাইং ও আদ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব।

আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক লেখনীতে। সে পর্যন্ত সাথেই থাকুন।

Thank you

TQ.png


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

20230308_075447_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আদ্রতা এবং ড্রাই আপনি এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বেস ভালো লাগলো আদ্রতা যদি সহজ ভাষায় বলি তাহলে বাতাসে জলীয় বাষ্প এর পরিমাণ কে আদ্রতা বলা যায়।

অথবা বাতাসের জলীয় বাষ্পেের ধারণ ক্ষমতা কে আদ্রতা বলে। অর্থাৎ বাতাসের জলীয়বাষ্পর উপস্থিত হলো আদ্রতা। আপনি অনেক সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

আমাদের প্রত্যেকরই এই বিষয় গুলো জানা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ জানাই মতামত উপস্থাপন করার জন্য।