Contest of February#1 by @sduttaskitchen | All about my fovorite season.

in hive-120823 •  last year 

প্রিয় বন্ধুরা,
অনেকের হয়তোবা প্রিয় ঋতু চলে যাওয়ার পথে আবার অনেকেই কাছে আনন্দের মুহূর্ত আসতেছে অর্থাৎ তার প্রিয় ঋতু আপকামিং।

চলুন তাহলে আমি আপনাদের মাঝে প্রিয় ঋতুর কিছু প্রশ্নের সহজ সমাধান তুলে ধরার চেষ্টা করি। যদিও গ্রীষ্মকাল আমার কাছেও ভালো কেননা শীতকালে প্রচন্ড পরিমাণে রোগ ব্যাধির পরিমাণ বেড়ে যায় কিন্তু গ্রীষ্মকালে সুঠাম দেহের অধিকারী হওয়া সহজ সেই দিক থেকে গ্রীষ্ম কাল আমার কাছে ভালো লাগে।

✍️ Which is your all-time favorite season and why?

pexels-photo-700535.jpeg
Src

এই জায়গায় আমি আমার পছন্দনীয় একটি ঋতুর নাম তুলে ধরতে চাই তাহলে শীতকাল। শীতকাল বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে একটি আরাম প্রিয় ঘুম কিংবা হেব্বি রিলাক্স শান্তি মত শুয়ে থাকা যায়। অল্পতেই যেন ঘুম ধরে যায় তাইতো আমার কাছে শীতকাল ভালো লাগে।

এছাড়াও ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে অন্যান্য দেশে কিন্তু বরফ জমে যায়। আমাদের বাংলাদেশে শীতের কুয়াশায় বরফ হয় না, তবে অনেক জায়গা দেখেছি রাস্তায় কুয়াশায় ঘিরে বরফ জমে আছে :- অবশ্যই বাহিরে দেশের কথা।

শুধু কি আরাম প্রিয় এজন্যই না এজন্যই জানতো না। আরো কিছু ভালো লাগার বিষয় হচ্ছে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয় বিশেষ করে এই শীতের মধ্যে। যেমন ভাপা পিঠা শীতের পিঠা হচ্ছে দুধ পিঠা, কুলি পিঠা, পাটিসাপটা, এছাড়াও রয়েছে জাল পিঠা বিভিন্ন রকমের লোভনীয় সব খাবার।

✍️ How do you enjoy that season? Describe.

pexels-photo-3064150.jpeg
Src

আমি ইনজয় করি এই শীতের মধ্যে। কিভাবে ইনজয় করি জানেন খেলাধুলার মাধ্যমে। ব্যাডমিন্টন খেলার শীতের অন্যতম একটি আকর্ষণ। এখন আমি চাইলেও এই ইনজয় করতে পারিনা কেননা অনেক দায়িত্ব বেড়ে গেছে। তারপরেও মাঝেমধ্যে খেলাধুলা করি ইন্ডাস্ট্রিতে গিয়ে বড় ভাইদের সাথে। ইতিপূর্বে আপনাদের মাঝে তুলেও ধরেছিলাম।

প্রচন্ড ঠান্ডা লাগে বাইরে তাই তো শীতের পোশাক পরিধান করে শরীরকে গরম করে বাহিরে চলে যাই। মাঝে মাঝে শীতকে ভালোভাবে উপভোগ করার জন্য ঠান্ডা লাগাতে হয় তাহলে বোঝা যায় না শীত আছে অবশ্য 🤣।

আরে মজা করলাম শীতের দিন শীত উপভোগ এমনিতেই হয়ে যায়। শীতের দিন যখন গোসল করতে যাওয়া হয় তখন আর বাকি থাকে না এটা শীতের দিন নাকি গরমের দিন, ভালোভাবেই উপভোগ হয় তখন 🤣🤣

✍️ Which things make the season unique to you?

যেই বিষয়গুলো এই ঋতুতে আমাকে অনন্য করে তোলে তা হচ্ছে ঘোরাঘুরি করতে। একদম প্রচন্ড ঠান্ডার মধ্যে নয় কিন্তু আবার। হালকা হালকা শীত থাকবে আর তখন ঘুরতে যাব পোশাক পরবো আহা ঝাক্কাস 😉

কিন্তু গরমের দিনে সম্ভব না এমনিতেই গরম ধরে পোশাক পরিধান করলে তো আরো অবস্থা নাজেহাল। শুধুমাত্র কি ঘোরাফেরাতেই অনন্য করে তুলছে না এর মধ্যেই সীমাবদ্ধ নয়।

বরং বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, এই শীতের সময়। সেক্ষেত্রে প্রয়োজনীয় ভিটামিন গুলো পূরণ হতে থাকে। এমন পুষ্টিকর খাবার সব সময় পাওয়া যায় না বিশেষ করে এই শীতের সময় নানান রকমের সবজিতে ভরে যায়।

✍️ To maintain our favorite season, do you think we should take the initiative to keep the balance on our planet? Explain.

pexels-photo-683535.jpeg
Src

এই জায়গায় আমি মনে করি প্রিয় ঋতু গ্রহে ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা করতে হবে তবে আমি মনে করি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গাছ লাগানোর বিকল্প হতেই পারে না।

তবে এই জায়গায় একটি কথা না বললেই নয় শীত এবং গ্রীষ্ম আসে মূলত সূর্যের তাপ পৃথিবীতে যখন বেশি পড়ে তখন গ্রীষ্মকাল হয়। আবার যখন তার নির্দিষ্ট বিন্দু থেকে অন্য দিকে হেলে যায় তখন সেই দিক গ্রীষ্মকাল হয় আর অন্যদিকে শীতকাল।

এই জায়গায় যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় ইতিপূর্বে কিন্তু প্রচণ্ড পরিমানে ঠান্ডা অনুভব করতাম আগে কিন্তু এখন আর সেই ঠান্ডা অনুভব করা যায় না, কেননা আমাদের দেশ এখন বোন উজার করে দিচ্ছে। ইটভাটা দিয়ে ভরপুর। পরিবেশ দূষণ হচ্ছে সেদিকে কারো কোন মাথা ব্যথা নেই।

rainbow-lorikeet-parrot-colourful-bird-53104.jpeg
Src

আর এজন্যই তো শীতকালে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর নেই। তাই আমি মনে করি এই শীতকাল কে যদি আগের মত নিয়ে আসতে হয় তাহলে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। একই সাথে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এর কোন বিকল্প নেই।

আমিও জানতে চাই এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার প্রিয় ঋতু সম্পর্কে। তাইতো আমন্ত্রণ জানাচ্ছি @memamun @mamun123456 @medul
নামের প্রথম অক্ষর মিল রেখে আমন্ত্রণ জানিয়েছি 😜

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ।

জানতে পারলাম আপনি শীতকাল ঋতু পছন্দ করেন। আমার জানামতে অধিকাংশ মানুষ এই মৌসুম পছন্দ করে। আমার মতামত অনুযায়ী শীতের তীব্রতা যতোই বৃদ্ধি পাক না কেন, সেটাকে নিয়ন্ত্রণ করার অনেক মাধ্যম থাকে। তথাপি গরমকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কোন পথ থাকে না।

তবে আমাদেরকে বৃক্ষরোপণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে, এতেকরে শুধু শীত নয়, গরমের তীব্রতাও অনেকটা কমবে। আমাদের সবাইকে এই পন্থা অবলম্বন করার তৌফিক দান করুক আমিন। ভালো থাকবেন। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইলো। 😊

ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানিয়েছি সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন জেনে ভালো লাগলো। একই সাথে আপনার সুন্দর একটি মতামত উপস্থাপন করেছেন 🥳🥳

ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য এবং সবগুলো প্রশ্নের উত্তর আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনার শীতকাল অনেক ভালো লাগে। শুনে খুশি হবেন আমারো শীতকাল ভালো লাগে। আর শীতকাল ভালো লাগার পেছনে আপনার পছন্দের সাথে আমার পছন্দগুলো একদম মিলে গেছে। সর্বপ্রথম পছন্দটি হলো আরাম করে ঘুমানো যায়। আমি ঘুমাতে খুব পছন্দ করি তাই আমারো শীতকাল বেশ ভালো লাগে।

সব মিলিয়ে আপনার লিখাটি দারুন হয়েছে। পড়ে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।

Loading...
  • আপনার মত আমারও পছন্দের ঋতু হলো শীতকাল। আমি বড্ড পেটুক আর ঘুমকাতুরে বলে শীতকালকে আমার আরো বেশি ভালো লাগে। এছাড়া শীতকালে তাজা শাক-সবজির সমারোহ দেখেও চোখ এবং মন ভরে যায়।

  • শীতের আয়ুষ্কাল এখন বড্ড বেশি স্বল্পকাল হয়ে গেছে। আবার আগের মতো শীতকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যাতে পরিবেশ দূষণ কমানো যায় আর বেশি করে বৃক্ষরোপণ করা যায়।

  • এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

এবারের কন্টেস্টে যত পোস্ট পড়ছি তার ৭৫% ই দেখি শীতকাল নিয়ে। তবে মনে হচ্ছে ব্যাচেলর রা শীত বেশি পছন্দ করেন।

আপনি চমৎকার ভাবে প্রশংুলোর উত্তর দিয়েছেন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য। শুভকামনা আপানার জন্য

ভাই আপনার শীতকাল পছন্দ আমার জানা ছিল না।। আর কেন শীতকাল পছন্দ সে বিষয়টি আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো জেনে।।

মন্তব্যের পাশাপাশি আপনার মতামতটাও তো জানতে চাই। আপনি শীতকাল পছন্দ করেন না?

শীতকাল খুব বেশি পছন্দ না হয়।। বসন্ত কাল বেশ ভালো লাগে আমার।।