![]() |
---|
অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন। অনেক মানুষ রয়েছে যারা আমার মত নিজের মাতৃভূমি গ্রাম ট্যাগ করে বাইরে দিনযাপন করতেছে। আবার অনেকেই নিজের দেশ ছেড়ে বাহিরে দিনযাপন করতেছে।
আমি মনে করি, এরাই ভালো বুঝতে পারবে তাদের গ্রামের তাদের দেশের মায়া মমতা। যখন আমি নিজেই বাড়িতে ছিলাম তখন বোঝা যায় না কিন্তু যখন দূরত্ব বাড়ে ঠিক তখন ভালোভাবে উপলব্ধি করা যায়।
তো চলুন বেশি কথা না বলে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন স্থান সম্পর্কে জানার চেষ্টা করি ও চিত্র দেখি।
Why is your locality precious to you? |
---|
আমার এলাকা আমার কাছে খুবই মূল্যবান। ঠিক সেইভাবে প্রত্যেকটি মানুষ তার গ্রামকে অনেক ভালোবাসে তার এলাকা অনেক ভালোবাসে কেননা তার জন্মভূমি সেই গ্রাম।
এছাড়াও রয়েছে ছোটবেলার স্মৃতি সহ কত আনন্দ বেদনা। স্মৃতিময় দিনগুলো মানুষকে আকৃষ্ট করে আরও বেশি। ভালোবাসা বৃদ্ধি করে ছোটবেলা থেকেই। মায়া মমতা থাকে নিজের এলাকায়।
একটি বাস্তব উদাহরণ:- আমি এখন কর্মজীবনের জন্য বাহিরে। কিন্তু আমার এলাকা আমার কাছে সব সময় মূল্যবান এবং খুবই মনে পড়ে। খুবই যেতে ইচ্ছা করে বাড়িতে কিন্তু সম্ভব হয় না, সিচুয়েশন ভিন্ন।
আমার এলাকা খুবই উন্নত নয় চিকিৎসা ক্ষেত্রেও কিংবা বাণিজ্য ক্ষেত্র কিন্তু আমার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আছে নদী-নালা খাল বিল, বিকেল বেলা গ্রামের ছেলেপেলের খেলাধুলায় মেতে ওঠে পুরো গ্রাম। আর কি লাগে আনন্দময় জীবন পেতে!
আমি তো বলব এগুলোর কারণেই আমি আমার গ্রামকে প্রচন্ড ভালোবাসি এবং এজন্যই আমার গ্রাম আমার এলাকা আমার কাছে মূল্যবান।
Share at least five original photos of different places in your locality and introduce them to us. |
---|
আমি আমার এলাকার বেশ কিছু জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং ছবিও তুলে ধরব। আশা করি আমার এলাকার জায়গাগুলো আপনাদের ভালো লাগবে।
![]() |
---|
প্রথম যে ছবিটি আপনাদের মাঝে তুলে ধরেছি নদীর ধারে কোন এক সময় গিয়েছিলাম। যখন পানি আসতে শুরু করে অর্থাৎ নদীতে পানি আসে ঠিক সেই সময় এই ছবিটি ধারণ করা হয়েছে।
এই জায়গাটি হচ্ছে নাটোয়ার পাড়া নদীর ঘাট। অনেক মানুষ আসে বিকেলবেলায় এই জায়গাটিতে। বিকেলবেলা প্রচন্ড মনোরম পরিবেশ সাথে থাকে প্রাণ জুড়ানো ঠান্ডা বাতাস। যখন আপনি গ্রীষ্মকালে এই জায়গায় যাবেন সন্ধ্যাবেলায় তখন সেই জায়গা থেকে আর আসতে ইচ্ছা করবে না।
যদিও এখন শীতের সময় সেই মন জুড়ানো বাতাস এখন খুবই কষ্টকর হয়ে যায় তাই একটু অনুভব করতে সময় লাগবে যখন গ্রীষ্মকাল আসবে তখন ভালোভাবে অনুভব করা যাবে।
![]() |
---|
![]() |
---|
এখন যেই জায়গাটি আপনাদের সাথে তুলে ধরেছি এই জায়গাটির নাম হচ্ছে ভেটুয়া ঘাট। ইতিপূর্বে এই রাস্তা আরো অনেক বড় ছিল কিন্তু সময়ের সাথে সাথে রাস্তার উন্নতি না হওয়ার কারণে নদীর স্রোতে স্রোতে ভেঙে যায়।
বন্যার সময় রাস্তা ভেঙে যায় অনেক বেশি, কেননা পানির স্রোত থাকে অত্যাধিক। যদিও দুঃখের বিষয় তারপরেও তুলে ধরতেছি আপনাদের মাঝে। এমন সময় অনেক মানুষ রয়েছে যারা রাস্তায় কুঁড়েঘর তুলে দিন কাটায়।
কেননা বন্যার সময় পানি উঠে রাস্তার সামান্য একটু ফাঁকা থাকে। তখন যারা চরের মধ্যে বসবাস করে তাদের জন্য কষ্টকর তাই তারা গরু ছাগল সহ রাস্তায় চলে আসে এবং কুঁড়েঘর তুলে ৫ থেকে ৭ দিন অতিবাহিত করার পর হালকা হালকা করে পানি চলে যায় আর তখন তারা বাড়িতে চলে যায় আবার এমনও হয় একমাস পর্যন্ত বন্যার পানি থাকে।
![]() |
---|
যে ছবি আপনারা দেখতে পারতেছেন এটি একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ তৈরি করেছে। খুব বেশিদিন হয়নি, চার থেকে পাঁচ মাস হয়ে গেল তৈরি করা হয়েছে।
এই জায়গাটিতে পাশেই রয়েছে একটি শহীদ মিনার এবং তার পাশে রয়েছে আরও একটি মঞ্চ। বিভিন্ন অনুষ্ঠানসহ যখন যে পরিস্থিতি সেই সময় সেই আয়োজন করা হয়।
অর্থাৎ একুশে ফেব্রুয়ারি এর দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এবং ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত করা হয় তাদের স্মরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি। এই নামকরণ করার পূর্বে ভাষা আন্দোলন দিবস বা শহীদ দিবস হিসেবেও পরিচিত।
![]() |
---|
এটা হচ্ছে আমাদের এলাকায় কলেজ। এখানে ইন্টার এবং ডিগ্রীতে অধ্যায়ন করার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। অধিকাংশ মানুষ আমাদের এই এলাকার প্রতিষ্ঠানেই অধ্যায়ন করে।
আমাদের এই গ্রামের প্রতিষ্ঠান পাঁচতলা ভবন নিয়ে গঠিত। সামনে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ আরো রয়েছে বিশাল বড় পুকুর। প্রতিষ্ঠানের সামনে হরেক রকমের ফুলের বাগান এবং পুকুরের পাড় ঘেঁষে হরেক রকমের গাছ লাগিয়েছে।
চারদিকে ফুলের গন্ধে একাকার। আরেকটি বিষয় তুলে ধরি যে ছবি দেখতে পারতেছেন অর্থাৎ এই জায়গায় ইতিপূর্বে প্রতিষ্ঠান ছিল না অর্থাৎ এই প্রতিষ্ঠান ছিল দ্বিতীয় নাম্বার যে ছবি তুলে ধরেছি ওই জায়গাগুলো দিয়ে।
দীর্ঘ ১২ থেকে ১৪ বছর পূর্বে আমাদের এই গ্রামের প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যায় এরপর নতুন করে আবার স্থাপন করা হয় আমাদের গ্রামের এই প্রতিষ্ঠান।
পাশে রয়েছে পুলিশ ফাঁড়ি। কোন প্রকার অন্যায় হলে অবশ্যই তারা রুখে দাঁড়ায় এবং যথাযথ আইনি ব্যবস্থা নেয়।
![]() |
---|
খেলাধুলার ক্ষেত্রেও আমাদের এই এলাকা অনেক দূর এগিয়ে কেননা যেখানে যুবক ব্যক্তিরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে সেই জায়গায় যদি খেলাধুলার মাঠ থাকে এবং যুবকদের খেলাধুলায় উৎসাহিত করা হয় তাহলে শারীরিক গঠন এবং মস্তিষ্ক ভালো থাকবে। পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে, ঘুম ভালো হবে।
এই জায়গায় বিকেলবেলা হলেই যুবকদের খেলাধুলা নিয়ে খুবই আওয়াজ ওঠে অর্থাৎ খেলাধুলায় তারা খুবই আগ্রহী কিন্তু মাঠের অভাব যথাযথ মাঠ না থাকায় সমস্যা হয়ে যায়। শুধুমাত্র দুই থেকে তিনটি মাঠ রয়েছে। একমাত্র এই মাঠ পাবলিক সবাই খেলতে পারে কিন্তু বাকি দুইটাতে ঢুকতে দেওয়া হয় না।
এই জায়গাটি হচ্ছে চর গ্রিস। প্রাইমারি এবং হাই স্কুল দুটি প্রতিষ্ঠানের সংমিশ্রনে বড় একটি মাঠ গড়ে উঠেছে। মাঝেমধ্যেই খেলাধুলার আয়োজন করা হয় তখন দর্শক এর সমারোহ এবং খেলোয়াড়দের টানটান উত্তেজনা।
আমি আমার গ্রামের বেশ কিছু স্থানের গুরুত্বপূর্ণ জায়গা সহ ছবি তুলে ধরেছি এবং যতটুকু সম্ভব বর্ণনা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে।
Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer. |
---|
আল্লাহতালা মানুষের মধ্যে মায়া মমতা ভালবাসা দিয়েছে। আমরা যখন কোন মানুষের সাথে দীর্ঘদিন চলাফেরা করি হঠাৎ করে তাকে না পাওয়া গেলে কিংবা তার থেকে দূরে সরে আসলে খুবই মায়া হয় , ভোলা যায় না তাকে।
ঠিক একই রকম কিংবা তার চাইতেও ভিন্ন। মানুষ যে জায়গা থেকেই বড় হোক না কেন হতে পারে শহর কিংবা গ্রাম। তার মাতৃভূমিকে তার এলাকা তার গ্রাম কখনোই সে ভুলতে পারে না।
যখন কোন শিশু জন্মগ্রহণ করে তখন থেকেই তার বেড়ে ওঠা হয় তার জন্মভূমিতে বছরের পর বছর যুগের পর যুগ চলে যায়। বড় হতে থাকে, খেলাধুলা করতে করতে সকলের সাথে পরিচিত হতে থাকে।
সময়ের সাথে সাথে স্মৃতি যুক্ত হতে থাকে জীবনের পাতায়। এই স্মৃতিগুলো কখনোই ভুলে যাওয়ার মত নয়। স্মৃতিগুলো ঠিক সেই সময় সবচাইতে বেশি মনে পড়ে, যখন আপনি আমি আমার গ্রাম কিংবা এলাকা থেকে কোন প্রয়োজনে বাহিরে চলে যাওয়া হয় ঠিক সেই সময়।
তাই আমি এটা বিশ্বাস করি কেননা আমি নিজেই এখন বাহিরে রয়েছি আমি অনেক ভালোভাবেই উপভোগ করতে পারতেছি এই সময়।
আমি আমার বন্ধুদের কেউ আমন্ত্রণ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে:- @pea07 @max-pro @abdul-rakib @mostofajaman @memamun @rubina203
@meraindia
account @null
account for price increase.
https://twitter.com/Md_Jakaria121/status/1746553798469054539?t=f9dDlvqW51mdNXUYV7KonA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম গ্রামের মায়া আমরা বুঝতে পারি যখন গ্রাম থেকে আমরা অনেক দূরে চলে আসি আমরা গ্রামের কথা মনে করি যখন সেই আমাদের স্মৃতিময় গ্রাম থেকে অনেক দূরে চলে আসি, যাইহোক এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার গ্রামের বিভিন্ন স্থানের সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মানুষেরই জন্মভুমির আর যেখানে সে বড় হয়েছে তার থেকে প্রিয় আর কোন জায়গা কমই হয়। আপনারও তেমনি আপনার গ্রাম সবচেয়ে বেশি প্রিয়।
নদী ভাঙ্গনে আপনাদের বাড়ি ভেঙেছে শুনে কস্ট পেলাম।আমার শশুড় বাড়ি পদ্মার পাশে আর নানাবাড়ি ধলেশ্বরীর পাশে তাই নদী ভাঙ্গন সম্পর্কে কিছুটা ধারনা আছে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit