![]() |
---|
গুণ শব্দটি শুনলেই ভালো লাগে। কেননা মানুষের গুনাগুন অথবা কোন দ্রব্য এর গুণগত মান গুণের সাথে সম্পৃক্ত। প্রশ্ন অনুসারে আমার মতে প্রত্যেকটি মানুষের মধ্যে এই তিনটি গুণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। গুণ তিনটি নিচে তুলে ধরতেছি:-
ক্ষমা করে দেওয়া:-
মাথা ঠান্ডা রাখা:-
পরিশ্রমী হওয়া:-
আমার দৃষ্টি ভঙ্গিতে এই তিনটি বিষয় প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। কেননা মানুষকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মাথা সর্বসময় ঠান্ডা রাখা কেননা রাগান্বিত অবস্থায় মানুষ কষ্ট পায় এবং সিদ্ধান্ত নিতে ভুল হয়। এছাড়াও পরিশ্রমী হওয়া অত্যন্ত জরুরি কেননা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আসুন পরিশ্রম করি এবং সফলতা অর্জন করি।
এই তিনটি গুণাবলী শুধুমাত্র আমারদের জন্য নয় পরিবারের জন্য এবং সমাজের জন্য অত্যন্ত জরুরি। চলুন তাহলে জেনে নেই কিভাবে পরিবার সমাজ এবং নিজের জন্য প্রয়োজন এই গুণাবলী গুলো।
ক্ষমা করে দেওয়া:-
ক্ষমা করা একটি মহৎ গুণ। এমনকি অনেক বড় একটি কলিজা এর প্রয়োজন। এখানে অনেক বড় একটি কলিজার প্রয়োজনের কথা তুলে ধরার অন্যতম একটি কারণ হচ্ছে, মানুষ আপনার সাথে কিংবা আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তাহলে আমি আপনি কষ্ট পাই আর এ কারণে তাদেরকে ক্ষমা করতে চাই না বা বুকে কষ্ট থাকে। আর এ কারণেই আমি বড় একটি কলিজার সাথে তুলনা করেছি ক্ষমা করে দেওয়াকে। অনেক প্রশান্তি পাওয়া যায় অন্যকে ক্ষমা করলে। মানুষ ভুলের উর্ধ্বে নয় আমি আপনি সকলেই ভুল করতে পারি। সুতরাং আমার নিজের কথা চিন্তা করে আমি অন্যকে ক্ষমা করব এতে আমি আপনি সকলেই শান্তি পাবো।
ক্ষমা অত্যন্ত মহৎ গুন আর এই ক্ষমা আপনার জীবনকে সুন্দর করবে সম্পর্ক ভালো থাকবে।মাথা ঠান্ডা রাখা:-
মানুষ শান্ত থাকতে চায় কিন্তু বিভিন্ন কারণে মাথা গরম হয়ে যায় অর্থাৎ মাথায় রাগ উঠে যায়। রাগ উঠার কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করে কথার মাধ্যমে। আবার যখন রাগ থেমে যায় মাথা ঠান্ডা হয় ঠিক সে সময় মনে পড়ে যায় মানুষের সাথে খারাপ ব্যবহার করার কথা। তখন অনুতপ্ত হয়ে যায়। এছাড়াও মাথা গরম থাকা অবস্থায় রাগ থাকা অবস্থায় কোন সিদ্ধান্ত দেওয়া উচিত নয়! কেননা ভুল ডিসিশন হয়ে যেতে পারে সুতরাং মাথা ঠান্ডা রাখুন এবং যথাযথভাবে এগিয়ে চলুন। যদি আপনি মাথা ঠান্ডা রাখেন এবং ঠান্ডা মাথায় কোন পরিকল্পনা করেন সেই পরিকল্পনা আপনার নিজের জন্য পরিবারের জন্য এমনকি সমাজের জন্য উপকৃত।পরিশ্রমী হওয়া:-
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। এই রচনা আমরা সকলেই অনেক আগেই অধ্যায়ন করেছি। কিন্তু আমরা আদৌ কি পরিশ্রম করি? অন্যের কথা কি বলবো, আমি যদি নিজেকেই প্রশ্ন করি নিজেই উত্তর পেয়ে যাই কেমন পরিশ্রম করতেছি। আমি নিজেকে আরও পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে চাই কাজের মাধ্যমে। আসুন কাজে মনোযোগী হই এবং কাজে ব্যস্ত হয়ে উঠি এবং কাজকে ভালোবাসি। আমরা যদি পরিশ্রমী হই তা আজকে ভালোবাসি আমার নিজের জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবার এতে অত্যন্ত আনন্দিত এবং সমাজ উপকৃত।
অবশ্যই আমি বিশ্বাস করি স্ব-ভুল এবং গুণমান চিহ্নিত করা আমাদের আলাদা করে তোলে। তবে নিজের ভুল নিজের কাছে স্পষ্ট দেখা যায় না বা ধরা পড়ে না। তবে অবশ্যই ধরতে পারবে যদি সে মনোযোগী হয় এবং নিজের কাজের দিকে বা নিজের দিকে মনোযোগী হয়।
নিজের স্ব-ভুল ধরা অত্যন্ত কষ্টকর। যদি রিয়াক্টিফাই করতে পারে তবে তার জন্য অত্যন্ত ভালো কেননা ভুল ধরতে পারবে এবং সেই ভুল সংশোধন করিয়া নিতে পারবে।
এছাড়াও নিজের গুণমান চিহ্নিত করে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সুতরাং কাজ করে যেতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে।
ধন্যবাদ জানাই চমৎকার এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন @shariful12 @sabus @pijushmitra
আমি আমার তিনজন বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই আশা করি চমৎকার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @anailuj1992 @drhira @rashid001
@null
account for price increase.
https://x.com/Md_Jakaria121/status/1794779271019586014?t=7RtHWkCDHCBJVWJ0gEaeUw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীল্ভাবে দিয়েছেন। আপনার পুরো লিখা পড়ে দারুন লাগলো। আপনি মানুষের যে তিনটি গুণের কথা বলেছেন, তার সাথে আমি পুরোপুরি একমত। কেননা ক্ষমা করা মহৎ একটি গুণ। যার মাঝে এই গুণটি আছে সে সহজেই সবার উপকারে আসে। অন্যকে ক্ষমা করে তার উপকারে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে। এছাড়াও মাথা ঠান্ডা রেখে কাজ করাও বড় একটি গুণ। এই গুণ সবার মাঝে থাকে না। যার মাঝে থাকে সে সমাজ ও দশের উন্নতি করতে সক্ষম হয়।
সবশেষে আসি পরিশ্রমের কথায়। পরিশ্রম অন্যতম একটি গুণ। এই সম্পর্কে আপনি বিস্তারিত বলেছেন। সব মিলিয়ে আপনার লিখাটি দারুণ হয়েছে। প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি। ভালো থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যে তিনটি গুণ নিয়ে তুলে ধরেছি চমৎকার ভাবে আপনি অধ্যায়ন করে আপনার মন্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই চমৎকারভাবে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর হ্যাঁ ইতিমধ্যেই আমি এই কনটেস্টে জয়েন করেছি।।
কন্টেস্ট এর মধ্যে তিনটি গুণাবলীর কথা বলা হয়েছিল আর আপনি খুবই চমৎকার তিনটি বিষয় নিয়েছেন।। এটা একদম বাস্তব যে প্রতিটি মানুষের ক্ষমা ও মাথা ঠান্ডা রাখা উচিত।। আপনি বলেছেন বিভিন্ন কারণে মানুষ মাথা ঠান্ডা রাখতে চাইলো পারেনা এটা একদম সত্য কথা বলেছেন।।
ভালো লাগলো আপনার কনটেস্টে পোস্টটি পড়ে ভালো থাকবেন ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানিয়েছি আপনাকে, আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এজন্য। এখন যেহেতু উঠন্ত বয়স এজন্যই অধিকাংশ মানুষেরই মাথা গরম থাকে তবে বয়সের সাথে সাথে বুঝবান হয় এবং শান্ত হয়। ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাই মানুষ পরিবর্তনশীল বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি মানুষ কিছুটা হলেও পরিবর্তন হয়।। কিন্তু ভাই আপনি এখনো পরিবর্তন হলেন না যাতই ইনকাম করেন না কেন কখনো মিষ্টি খাওয়াইলেন না 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিটা মানুষেরই নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে আর সে সেটা তার পারিবার ও আশেপাশের লোকজনের কাছ থেকে প্রাপ্ত করে।
একটা মানুষের মধ্যে, ক্ষমা, মাথা ঠান্ডা রাখা ও পরিশ্রমী এই তিনটি গুন থাকা আবশ্যক বলে আপনি মনে করেন। আপনার সাতে আমিও সহমত যে কোনো কাজ করার জন্য সকলের মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি। ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ না করলে সেই কাজে সফল হওয়া সম্ভব নয়।
আপনার লেখার মাধ্যমে খুব সুন্দরভাবে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন মানুষের বেঁচে থাকার জন্য কিছু সৎ গুনাবলী থাকা প্রয়োজন। এর মধ্যে আপনি তিনটি বিষয়ে আমাদের মাঝে উল্লেখ করেছেন। ক্ষমা করে দেওয়া, মাথা ঠান্ডা রাখা ও পরিশ্রমী হওয়া।
আমরা সবাই জানি ক্ষমা একটি মহৎ গুণ। যে ব্যক্তি কাউকে মন থেকে ক্ষমা করে দেবে আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন।
আমাদের ভবিষ্যৎ জীবনের একমাত্র চাবিকাঠি হল পরিশ্রম। একজন মানুষ সৎ পথে উপার্জন করলে। ইনশাআল্লাহ সে একদিন ভবিষ্যতে সফলতার মুখ দেখতে পারবে।
কন্টেস্টের প্রতিটা প্রশ্নের উত্তর আপনার খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit