Incredible India monthly contest November#1|Why nature conservation is Influential for us|

in hive-120823 •  2 years ago  (edited)

প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত @nainaztengra মডারেটরকে। তারপর আমার আজকে আমরা এত সুন্দর একটি ভালো বিষয় নিয়ে কনটেস্টে উপনীত হয়েছি। আরো ধন্যবাদ জানাতে চাই যে ব্যক্তি এই কনটেস্ট উপস্থাপন করেছ @meraindia এবং @sduttaskitchen এডমিন কেউ। এবং এর সাথে নাম না জানা অনেকেই ইনভল্ভ রয়েছেন তাদেরকেও আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

IMG_20221028_170620_101.jpg
(ফুলের সৌন্দর্য গাছে)

আমি নতুন একজন ইউজার আপনাদের এই প্লাটফর্মে বা কমিউনিটিতে। অবশ্যই আমি কনটেস্ট এর অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত করেছি তারপরেও প্রথম প্রথম হয়তোবা ভুল হতেই পারে। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই কনটেস্টের বিষয়টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। জলবায়ুর পরিবর্তন নিয়ে কিছু কথা। জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে তবে এটা একদিন দুইদিন কিংবা কিছু সময়ের মধ্যে হয় না এটা দীর্ঘ সময় ধরে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনগুলো আমরা নিজেরাই করি কিন্তু কখনো উপলব্ধি করি না। আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, জানতে হবে, শিখতে হবে। বিজ্ঞানীদের গবেষণা গত এক শতাব্দী অব্দি এর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0.60° দাঁড়িয়েছে।

IMG_20221110_111634_292.jpg
(বৃক্ষরোপণ করে পরিবেশকে বাঁচিয়ে রাখি)

বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি?

শীত প্রধান দেশগুলোতে অধিক তাপমাত্রা থাকার কারণে গাছগুলো টিকতে পারেনা। সেজন্য কাচের অথবা প্লাস্টিকের ঘর তৈরি করেন। সেই ঘরের ভিতরে তারা কালো প্রবেশ করলে বাহির হতে পারে না। এমন ঘর তৈরি করার পরে সেখানে সবুজ শাক-সবজি চাষাবাদ করা হয়। আর এই প্লাস্টিক কিনার কাছের ঘরকেই বলা হয় গ্রীন হাউস। এই ঘরের ভিতরে সবুজ রঙের শাকসবজি চাষাবাদ করা হয় এ কারণেই বলা হয় গ্রীন হাউস আর গ্রীন মানে সবুজ হাউজ মানে ঘর।

IMG_20221110_112832_955.jpg
(আমাদের ল্যাব ক্লাসের গেট)

অনেকগুলো কারণ রয়েছে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং। আমি আপনাদের সাথে কয়েকটি টপিক নিয়ে কথা বলব ইতিমধ্যে অনেক কথাই বললাম।

১। আমাদের দেশে ইটের ভাটা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। এই ইটের ভাটার জন্য কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং পরিবেশের জন্যও মারাত্মক বিপর্যয় ডেকে আনে।

২। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই বৃক্ষরোপণ অতুলনীয়। বৃক্ষরোপণ আমাদেরকে অনেক বেশি এরকম করতে হবে। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই দিক থেকে আমাদের যেমন উপকার করে থাকে আবার অন্যদিকে ফল মূল আমাদের খাবার হিসেবে দিয়ে থাকে। দেখা যায় বৃক্ষরোপণ করলে আমারা দু"দিক থেকেই লাভবান হতে পারি।

৩। গাড়ি চলাচল যেমন তাদের কার্বন-অক্সাইড বা ধোঁয়া নির্গত হয় সেটা হচ্ছে কালো ধোয়া। এটাও আমাদের জন্য অনেক ক্ষতিকর। যেমন ভাবে শ্বাস-প্রশ্বাসের জন্য খুঁটি তেমনিভাবে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।

আমি যে সমস্ত উদাহরণ দিয়েছি এগুলোর জন্যও পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। এছাড়া অনেক কারণ রয়েছে যেগুলো আমি উল্লেখ করিনি। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এমন পোস্টে আপনারা লক্ষ্য করনে আরো দেখতে পারবেন পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হয়। অবশ্যই আমাদেরকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে এবং মানতে হবে। যে ব্যক্তি সবকিছু জানতে পারবে এবং সেই জানা জ্ঞান নিয়ে মেনে চলতে পারবে সেই ব্যক্তির সফল।

IMG_20221110_111706_137.jpg
(আমাদের কলেজে শীতকালীন সবজি চাষ)

সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে অবশ্যই পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি বা যারা অসতর্কতা অবলম্বন করে অর্থাৎ পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেনা তাদেরকে অবশ্যই আমাদের উচিত পরিবেশ সম্পর্কে জানানো। আমরা সবাই ভালো থাকতে চাই। এখানে কখনো আমরা একা একা ভালো থাকতে পারবো না। সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি তিন জন বন্ধুকে আমন্ত্রণ জানাই @celi130, @junior182, @farhan456 আশা করি আপনারাও অংশগ্রহণ করবেন।

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার ভালো কিছু নিয়ে দেখা হবে আপনাদের সাথে। অপেক্ষা করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলোও খুব ভালো তুলেছেন। অনেক শুভেচ্ছা রইল প্রতিযোগীতার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। জেতা বা না জেতা অন্য ব্যাপার, সবথেকে বড়ো ব্যাপার হলো অংশগ্রহণ করা। আপনি ভালোই লিখেছেন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্যে আমি অনেক উৎসাহিত হলাম। আপনাকে ধন্যবাদ।

খুব ভালো লিখেছেন, আর সর্বোপরি একজন নতুন সদস্য হিসেবে আপনার এই অংশগ্রহণ প্রসংশা দাবি রাখে।

আপনাকে ধন্যবাদ।

Evaluation processFeedback

Hello friends,
We are glad to see your participation in our community and the contest, we would also like to appreciate your engagement.

Criteria
Review
Scores
#verified User1
#club50501
#steemexclusive1
Engagement1
Plagiarism free1
Post Quality including Markdown1.5
Total words350+1
Total score7.5/10
  • আপনার লেখার ভাষায় আমি মুগ্ধ, সত্যিই আপনাকে ধন্যবাদ এত সুন্দর বাংলা শব্দ প্রয়োগের জন্য। এর পাশাপাশি একজন নতুন সদস্য হিসেবে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে সাধুবাদ জানাই।

আপনার কাছ থেকে এত সুন্দর ফিডব্যাক পেয়ে আমিও অনেক খুশি হলাম।

It is true that the temperature of the earth is on the rise on daily basis. This occur as a result of the careless activities of some of us. It is good we educate one another on the effect of some of our actions on the environment

Thank you.

Thank you for the participation and wish you all the best for the contest @jakaria1211

Thank you for your response.

অনেক ভালো লাগলো আপনার পোস্ট ❤️❤️

thank you small brother.

😊😊😊 ok