প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে তিনটি টপিক। আমি এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছি। কেননা অসাধারণ বিষয়বস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে এবং একেক জনের মনোভাব একেক রকম এবং প্রত্যেকটি বিষয়কে সে তার নিজের মতো করে চিন্তা করে এবং সেই চিন্তা ধারায় তিনটি প্রশ্নের উত্তর।
চলুন তাহলে দেরি কেন করব! প্রথমে আমি ধন্যবাদ জানাই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য। এখন আমরা তিনটি প্রশ্নের উত্তর সম্পর্কে জানব।
1. What is the definition of a happy family? |
---|
প্রথমেই জানতে হবে পরিবারের সংজ্ঞা কি? পরিবার এর সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম ভাবে সংজ্ঞায়িত হয়। বই তার নিজের ভাষায় প্রকাশ করে। আর প্রত্যেকটি মানুষ তার নিজের মতো করে প্রকাশ করে।
আমি নিজের ভাষায় যদি প্রকাশ করতে চাই পরিবারের সংজ্ঞা তাহলে, আমরা অধিকাংশ সময় যাদের সাথে বাহিত করি তাইতো আমাদের পরিবারের অংশ। উদাহরণস্বরূপ বলতে গেলে বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা-দাদি এদের সাথেই তো আমরা ছোট থেকে বড় হয়েছি। আমরা সকলে মিলেই তো পরিবার।
তাহলে সুখী পরিবার বলতে কি বুঝায়? এখানেও একেকজনের ভাষ্য মতে বা চিন্তা ধারায় একেকরকম সুখী পরিবার। কেউবা মনে করে ছোট্ট একটি ফ্যামিলি যেখানে শুধুমাত্র চার থেকে পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ তারাই সুখী পরিবার।
আবার কেউবা মনে করে সকলেই মিলে এক জাগায় থাকবে এটাও এক রকম সুখী পরিবার।
আমি যদি আমার চিন্তা ধারায় সুখী পরিবার কে সংজ্ঞায়িত করি তাহলে, সুখী পরিবার তো তারাই যারা হোক ছোট্ট ফ্যামিলি কিংবা বড় ফ্যামিলি সংখ্যায় ম্যাটার করে না বরং সুখের সময় সকলেই মিলে আনন্দিত হবে এবং দুঃখের সময় সবাই মিলে পাশে দাঁড়াবে। থাকবে না কোন হিংসা বিদ্বেষ তবে পরিবারের প্রত্যেকজনের কথার মূল্যায়ন করা এটাও একটা সুখী পরিবারের মধ্যে অন্যতম।
সকলের সাথে পরামর্শ করে একটি সুন্দর সমাধান এভাবেই তো সুখী পরিবার গড়ে ওঠে। কখনো কখনো খাবারের সমাহার আবার কখনো কখনো খাবারের অনাটন। সবই মিলিয়ে আলহামদুলিল্লাহ বলে যে শুকরিয়া আদায় করে, কোন প্রকার অভিযোগ নেই আমি তো মনে করি সেই পরিবারটাই সুখী পরিবার।
2. What things should we follow to keep our family happy? Justify. |
---|
আমি ইতিমধ্যে সুখী পরিবার এর সংজ্ঞা উপস্থাপন করেছি। এখন আমি উপস্থাপন করব পরিবারকে সুখী রাখার জন্য কোন বিষয়গুলো আমাদের অনুসরণ করা দরকার।
আমি প্রথমেই বলবো ছোট পরিবার কিংবা বড় পরিবার যেটাই হোক না কেন ছোট থেকেই পরিবারের সকলকেই বেড়ে উঠতে সঠিক মানুষ হিসেবে তাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
যেমনটি ভাবে সঠিক পরামর্শ দেওয়া। এতে যদি অর্থ উপার্জনের ক্ষেত্রে সামান্য কিছু ব্যাঘাত ঘটে কিংবা কম অর্থ উপার্জন হয় এতেও পরিবার এবং সবাইকে সঠিক পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করা।
অন্যকে কষ্ট না দেওয়া। এমন কোন আচার-ব্যবহার মানুষের সাথে আদৌ করা ঠিক নয় যে আচার ব্যবহারের দ্বারা অন্য কোন ব্যক্তি কষ্ট পায়। তবে সঠিক কথাই বলতে হবে।
মিথ্যার আশ্রয় কখনই নেওয়া উচিত নয়। কেননা মিথ্যার আশ্রয় নিলে একসময় সেই মিথ্যা প্রকাশ পাবে এবং তুমি মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে। চিন্তা ধারায় এমন রাখতে হবে মিথ্যা প্রকাশ পাক বা না পাক কিন্তু নিজেকে সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে।
পরিবারের বড়দেরকে সম্মান করা। বড়দের সাথে কখনো তর্ক বিতর্কে না জড়ানো এবং তাদের কথা মাথা পেতে নেওয়া, যদি তারা পরামর্শ চায় তাহলে সঠিক পরামর্শ দেওয়া।
আমি বিশ্বাস করি এই পয়েন্ট গুলোর মধ্যে একটি পরিবার সুখী হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো হয়তোবা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারেনি। আমি শুধুমাত্র এই পয়েন্ট গুলোর উপর ইন্ডিকেট করছি না বরং এগুলোর সাথেও আরো পয়েন্ট রয়েছে যেগুলো নিজের মাথা দিয়ে চিন্তা করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে। আমি মনে করি তাহলেই সুখী পরিবার হিসেবে গড়ে তোলা সম্ভব।
3. Can professional relationships become a portion of our family? Describe. |
---|
আমি মনে করি পেশাগত ক্ষেত্রেও পরিবারের অংশ হতে পারে। কেননা একজন মানুষ শুধুমাত্র পরিবারের মধ্যেই পারিবারিক সম্পর্ক থাকে না বরং পেশাগত ক্ষেত্রেও অধিক সময় সেখানে অতিবাহিত করতে হয় যার মাধ্যমে একটি সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক একটি পরিবারের অংশ।
উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, আমরা ইস্টিমিট প্ল্যাটফর্মে Incredible India community তে আমাদের লেখাই শুধু শেয়ার করি না বরং একে অপরের সাথে অর্থাৎ সকলের সাথেই খুবই সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে।
তাহলে কি এটা আমাদের পরিবার নয়! অবশ্যই এটাও আমাদের একটি পরিবারের। সুতরাং প্রশ্ন অনুযায়ী আমি এটাই বলব, অবশ্যই পেশাগত ক্ষেত্রেও পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আশাকরি আপনারাও স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন। @shariful12 @rubina203 @memamun
@meraindia
account
ধন্যবাদ জাকারিয়া ভাই আমাকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। অশেষ শুকরিয়া।
যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আর এটাও আমার পার্সোনালিটি তথ্য যে, পরিবারের মধ্যে সকলের প্রতি আন্তরিকতা বেশি দরকার। একজন আরেকজনের পাশে নিঃস্বার্থ ভাবে থাকা। সুখ ও দুঃখের সময় পাশে থাকা। কারন দুনিয়াতে কেউ তার অবস্থান থেকে পরিপূর্ণ সুখী না। কোথাও না কোথাও তার অসুখীর ছাপ আছে। আর সেগুলো থেকে আন্তরিকতা দিয়ে পাশে থাকা। এসব কিছু গুণ পরিবারের সকলের মধ্যে থাকা হলো সুখী পরিবার।
এছাড়াও আপনি সুখী পরিবার হিসেবে রাখতে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। আশা করছি পাঠকগন লেখা বুঝতে ও জ্ঞানার্জন করতে পারবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর ফলে আপনি মন্তব্য করেছেন সুন্দরভাবে। প্রত্যেকটি ধাপ আপনি অধ্যয়ন করার ফলে একটি মন্তব্য উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter promotion:- https://twitter.com/Md_Jakaria121/status/1727229971268305119?t=bMU5EoBO0cYaqVVXHeNiaw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সত্যি এক একজনের মন মানসিকতা এক এক রকম হয়ে থাকে। আর পরিবারকে সুখে রাখার জন্য একেক জন একেক ধরনের চিন্তা করে থাকে। আর পরিবারকে সুখে রাখতে যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। সে বিষয়গুলো আপনি খুব চমৎকার ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন।
দেখলাম আপনি বলেছেন ইনক্রেটেবল ইন্ডিয়া কমিউনিটিতে, আমরা শুধু আমাদের লেখা শেয়ার করি না। বরং একটা পরিবারের মত সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আমার কাছে তো মনে হয় আমার ব্যক্তিগত জীবনের পরিবারের চাইতে। এই কমিউনিটির পরিবার আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আসলেই এটা কিন্তু বাস্তব এবং আমি বিশ্বাস করি একেকজনের মানসিকতা একেক রকম আর সে সেভাবেই চিন্তা করে তার মানসিকতার ওপর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবার সুখে রাখতে আমাদের যে করণীয় সেগুলো পয়েন্ট আকারে আপনি খুব ভালোভাবে তুলে ধরেছেন। আপনি আরো একটি বিষয়ে একমত যে পেশাগত ক্ষেত্রে ও পরিবারের অংশ হতে পারে।
বেশ ভালো লাগলো আপনার সবলীন ভাষায় লেখা আর্টিফিলটি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবার সুখে রাখতে আমাদের যে করণীয় সেগুলো পয়েন্ট আকারে আপনি খুব ভালোভাবে তুলে ধরেছেন। আপনি আরো একটি বিষয়ে একমত যে পেশাগত ক্ষেত্রে ও পরিবারের অংশ হতে পারে।
বেশ ভালো লাগলো আপনার সবলীন ভাষায় লেখা আর্টিফিলটি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পয়েন্ট আকারে তুলে ধরলে বুঝতে সুবিধা। ধন্যবাদ জানাই পয়েন্টগুলো অধ্যায়ন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পরিবারের সংজ্ঞা সহ একটি সুখী পরিবার সম্পর্কে অনেক তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু চেষ্টা করেছি তথ্যবহুল লেখা উপস্থাপন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার মন্তব্যের রিপ্লাই দেওয়া জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা এই লাইনটি ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে। আপনি একদমই সত্যি কথা বলেছেন,পারিবারিক সুখ কখনোই পরিবারে আমরা কজন সদস্য আছি তার উপরে নির্ভর করে না। বরং পরিবারে যারা আছে তারা একে অপরের সাথে কতটা ভালো আছে, তার উপরেই নির্ভর করে।
পরিবারের প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত অভিমতকে অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং একে অপরের পাশে খারাপ সময়ে শক্তভাবে দাঁড়ানো উচিত। কারণ আনন্দ সকলের সাথে শেয়ার করলেও, কষ্টের ভাগ শুধুমাত্র পরিবারের আপন মানুষদের সাথেই ভাগ করা উচিত। কারণ তাদের থেকে শুভাকাঙ্ক্ষী হয়তো আমাদের জন্য আর কেউ হয় না। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এটা তো অবশ্যই সঠিক, কেননা যাদের ছায়াতলে পরিবারজন্মের পর থেকে আজ পর্যন্ত বেড়ে উঠেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই।।
আজকের প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল সুখী পরিবার আপনি তার আলোকে প্রতিটি টপিকের যথাযথ উত্তর করেছেন।। পরিবার সুখে রাখতে কিছু পয়েন্ট আপনি খুবই সুন্দর ভাবে উল্লেখ করেছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে।।
সবসময় ভালো থাকবেন ভাই আর আমাদের মাঝে নিত্য নতুন শিক্ষনীয় পোস্ট করবেন।। আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবো ও শিখতে পারবো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই চেষ্টা করেছি মোটামুটি প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করার জন্য। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা আমাদের গুরু আপনাদের পোস্ট পড়ে অনেক কিছু শেখা যায় ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি সকল প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন ।
যতটা সম্ভব অন্যকে কষ্ট না দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী পরিবার গঠন করা সম্ভব ।সকলের সুখ-দুঃখ একত্রে ভাগাভাগি করে নেওয়াই হল সুখ পরিবার। আমরা একে অপরের বিপদে এগিয়ে আসব এটি হল সুখী পরিবার ।
আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অবশ্যই সুখে দুখে সকলের পাশে থাকাই হলো একটি পরিবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মন্তব্যের রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit