প্রিয় ফুল প্রেমি
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আশা করি আপনারা সকলে ভাল আছেন। আরো ভালো রাখার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম গোলাপ ফুল। গোলাপ ফুল সকলেরই প্রিয়। হাজারো ফুল এর মধ্যে থেকে গোলাপ ফুল একটি অন্যতম।
আমরা আমাদের জীবনকে যদি খুবই সহজভাবে পেতে চাই তাহলে ভুল হবে। কারণ জীবন কখনো সহজভাবে পরিচালিত হয় না। অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। যদি আপনি উপভোগ করতে পারেন বোঝার চেষ্টা করেন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যেমন কিভাবে গোলাপ ফুল সকলের কাছেই প্রিয় তবে এই গোলাপ ফুল সকলেই আগলে ধরে রাখতে পারে না কারণ এর গায়ে অনেক কাটা রয়েছে। একে ধরতে হলে খুবই সাবধানতার সহিত সামনে অগ্রসর হতে হয় এবং একে তুলে আনতে হয়। ঠিক তোদ্রুপ মানুষের জীবনেও এমন। মানুষ তার কাঙ্খিত লক্ষে পৌঁছার জন্য এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এমন বাধা-বিপত্তি আসবে গোলাপ ফুল গাছের মতো কাটা ফুটবে। তবুও লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না যদি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে চাও।


 |


অন্যান্য ফুল গাছে কিন্তু কাটা নেই তবে গোলাপ ফুল গাছে কাটা কেন? আর এই গাছে কাঁটা থাকার জন্যই তার এত সুনাম ছড়িয়ে আছে। সে তার কাঁটা দিয়ে ফুলকে আগলে ধরে আছে সুগন্ধি ময় এই খানকে মানুষের মাঝে সরিয়ে দিচ্ছে কিন্তু তার ফুলকে যেন কেউ ছিড়তে না পারে। অথচ আমরাই সেই ফুলকে যত কষ্টই হোক না কেন তুলে আমি। আমরা কিন্তু জানি যে গাছের ফুল গাছে সুন্দর। এরপরেও অনেক মানুষ রয়েছে যা বিনা কারণে এমনিতেই ছিড়ে নিয়ে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এই ফুল আমাদের গাছেরই। আমাদের বাড়ির মধ্যে এই গাছটি ছিল। এই গাছটি প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা। এই গাছটির বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর, অনেক পুরাতন এই গাছটি। এবার অনেক ফুল ফুটেছে যা আমার চোখ শীতল করে দিয়েছে। একটি গাছেই ৩৬ টি ফুল ফুটেছিল যা অবিশ্বাস্য।

যাই হোক এমন সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই ছবিগুলো তোলা হয়েছিল আমি যখন বাড়িতে ছিলাম তখন। এখন থেকে প্রায় দুই থেকে তিন দিন আগে ছবিগুলো সংরক্ষণ করেছিলাম আমার এই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার অন্য কোন আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব।


Device | Name |
Android | Tecno Spark 7 |
Camera | 16M Dual camera |
Location | Bangladesh |
Short by | @jakaria121 |

ছবিগুলো অসাধারণ লাগছে দেখতে কারণ আপনি খুব সুন্দর গুছিয়ে পোস্ট করেন, তবে উপরিউক্ত লাইনের মনে বুঝতে পারিনি। আপনি গাছ লিখতে গিয়ে কি কাজ হয়ে গেছে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হি হি হি! এত সুক্ষভাবে লেখার পরেও এতগুলো বানান ভুল কেমনে হতে পারে আমার আশ্চর্য কারবার দেখতে পারছি। অবিয়াসলি গাছ হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই,
আপনার সুন্দর ফটোগ্রাফি লেখা এবং ফটোগ্রাফির সাথে অনেক মূল্যবান কথা বলেছেন। এবং আপনার লেখাটি দেখে আবারও মনে পড়ে গেল সেই মূল্যবান কথাটি যে ,
"Life is not a bed of roses."
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আমার পোস্টটি মূল্যায়ন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির অনেক কিছুই আমাদের শিক্ষণীয় কেবিন দেখার দৃষ্টিভঙ্গির প্রয়োজন, ছবিগুলো সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে আপনার উপস্থাপন নজর কাড়ার মতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@jakaria121আপনার তোলা ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। সত্যি জিবন যদি ফুলের মতো হয় তাতে কাঁটা থাকবেই। এই কাঁটা থাকা সত্যেও আমরা জিবন যাপন করি। আর আপনি যে কথাটি লিখেছেন কাজটি সেটা হয়তো গাছটি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ফটোগ্রাফিকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ। আমিও চাই এই ছোটখাটো লেখাগুলো সঠিকভাবে লেখার জন্য কিন্তু অনেক চেষ্টা করার পরেও ভুল হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit