প্রিয় স্টিমিয়াম ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতা বড় একটি নিয়ামত। সকলের জন্য সার্বক্ষণিক সুস্থতার কামনা।
আসলে আমরা যারা এই প্লাটফর্মে এসেছি আমাদের সকলের চিন্তাভাবনা এক এক রকম। কেউবা দেখা যাচ্ছে এখানে জয়েন করলো দু-একদিন কাজ করলাম ব্যাস টাকা পয়সা যা হবে তুলে নিয়ে যাব তাহলে ভুল হবে।
তাছাড়া কি করার আছে বলেন? হ্যাঁ এখানে যদি কাজ করতে হয় তাহলে লং টাইম আমাদেরকে সময় দিতে হবে অর্থাৎ দীর্ঘ সময়ের পরিকল্পনা নেই এই ময়দানে নামতে হবে। যদি আমার পরিকল্পনা শর্ট থাকে তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্ম নয়।
এখন আমাদের পরিকল্পনা দীর্ঘ। তাই আমাদেরকে প্রতিনিয়ত SP অর্থাৎ steem power বৃদ্ধি করতে হবে। আমার লিকুইড(STEEM) যা থাকবে বৃদ্ধি করার পরিকল্পনা নিতে হবে। আপনি যখন আপনার স্টিম পাওয়ারে কনভার্ট করবেন তখন আপনার শক্তি বৃদ্ধি পাবে।
একটি কথা মনে রাখবেন যার যত পাওয়ার তার তত ক্ষমতা। আপনারা একটু লক্ষ্য করবেন যারা বড় বড় ইউজার তাদের পিছনে মানুষ কেন লেগে থাকে কিংবা তাদের সাপোর্ট পাওয়ার জন্য কেন এত তাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। যদি এগুলো লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তাদের ওয়ালেট চেক করবেন তাদের কত পাওয়ার আছে। এগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে পাওয়ারের কত মূল্য। তাই বলি পাওয়ার বৃদ্ধি করুন এবং নিজের শক্তি সঞ্চয় করুন। Blockchain মানেই উন্মুক্ত, আমি যেমন অন্য ইউজারের ওয়ালেট
দেখতে পারবো, তেমনি আপনিও আমার wallet দেখতে পারবেন।
আপনারা এই screenshot দেখতে পারতেছেন এখানে 17.436 STEEM রয়েছে। আমি এই steem টিকে steem power (SP) পরিণত করতে চাচ্ছি কারণ আমি আমার শক্তি বৃদ্ধি করার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি কারণ আমি এখানে দীর্ঘদিন এর প্ল্যান নিয়ে এসেছি। এজন্য এরো অপশনটিতে ক্লিক করে পাওয়ার আপ অপশন আসবে সেখানে ক্লিক করার পরে আপনি কত কয়েন পাওয়ার আপ করবেন সেখানে উল্লেখ করে দেবেন।
যেহেতু আমি 10 STEEM Power up করেছি। তাই বাকি রয়ে গেল 7.436 STEEM.
Power up করার আগে (SP) এর পরিমাণ ছিল 110.567 STEEM. যেহেতু আমি 10 STEEM Power up করেছি সেহেতু 110.567+10 = 120.567 STEEM হয়ে গেল।
আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করেছি তারপরেও আমি আবার হিসাব করেও দিলাম কতটুকু পাওয়ার আপ করলাম এবং সবমিলিয়ে কত হয়েছে।
এখানেও স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আপনারা যখন পাওয়ার আপ করতে যাবেন তখন আপনাদেরকে Active key 🔐 দিতে বলবে। তখন আপনারা এখানে Active key দিয়ে power up করবেন।
এখানে আমার হিস্ট্রি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বিগত ৭ দিন আগে ৩৫ স্টিম পাওয়ার আপ করেছিলাম। এবং আজকে আবার 10 Steem power up করলাম। এভাবেই এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু ছোটবেলায় একটি প্রবাদ পড়েছিলাম ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সুতরাং ঘাবড়ানোর কোন দরকার নেই ধীরে ধীরেই আমাদেরকে এগতে হবে।
তাহলে বিগত সাত থেকে আট দিনের মধ্যেই আমি টোটাল 45 Steem power up করলাম । এভাবেই যত পারাপ করা যাবে ততই আমাদের ভালো। তাই টাকা তুলেই নয় বরংচ পাওয়ার আপ করেই শক্তি সঞ্চয় করুন।
Device | Name |
---|---|
Android | Tecno Spark 7 |
Camera | 16M Dual camera |
Location | Bangladesh |
Username | @jakaria121 |
আলহামদুলিল্লাহ আপনার পোস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ইনশাআল্লাহ আমিও ২-৩ দিনের মধ্যেই আবার পাওয়ার আপ করবো। গত ৫ দিন আগে করেছিলাম।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পোস্ট উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আমাদের সকলকেই পাওয়ার আপ করতে হবে তবে ধীরে ধীরে এগোতে হবে যেহেতু আমাদের দীর্ঘদিনের পথ চলা। আবারো ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
steemit platform এর ক্ষেত্রে power up এর বিকল্প কোনো উপায় নাই। নিজের ভবিষ্যৎ উপার্জন যদি এখান থেকে কেউ নিতে চায় তাহলে এটা বাধ্যতামূলক।
এবং আমি নিজেও আজকে binance exchange থেকে 87+ steem coin buy করেছি এবং আমার steemit id তে এনেছি তারপর power up করেছি।
এবং আমার ইচ্ছা আছে আমি বড় ধরনের একটি power up করব এখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ইচ্ছায় এখানে পোষণ করার জন্য ধন্যবাদ এবং আপনি আজকে binnance থেকে যে ৮৭ স্টিম কয়েন ক্রয় করেছেন এবং এই প্লাটফর্মে ডিপোজিট করেছেন এটা আসলেই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো এবং আনন্দের।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বেশ ভালো দোয়া রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী আপনি ঠিকই বলেছেন। পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্ট কে আগের থেকে শক্তিশালী এবং সমৃদ্ধি করা যায়। পাওয়ার বৃদ্ধি মানে নিজের ক্ষমতা বৃদ্ধি। অল্প অল্প স্টিম পাওয়ার বৃদ্ধির মধ্যে দিয়েই অনেক দুর এগিয়ে যাওয়া যায়। আপনার উদ্যোগ কে সাধুবাদ জানাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit