Spring is making nature look new

in hive-120823 •  2 years ago 

বসন্তের ঋতুতে সবাই এখন ফুলের আনন্দে নতুন অতিথি স্বাগতম জানিয়ে নিচ্ছে তাদের বরন করে। তাইতো এলাম আপনাদের কেউ বরণ করিয়ে নিতে।

হতে পারে সাধারণ কোন ফুল আবার অসাধারণ ফুল। এই ফুলের পাপড়ি দিয়ে সাজাতে চাই সবার মন। মনের মত মন হইলে সাজিয়ে যাবে পাপড়ির মতো অসাধারণ ফুলের গাঁথুনি।



সবাইকে বসন্ত ঋতুর শুভেচ্ছা জানাই



1_20230225_120111_1.png

এই বসন্তের ঋতুতে ঝরে যাচ্ছে বিভিন্ন গাছের পাতা। নতুন নতুন পাতায় সাজিয়ে তুলছে তাদের দেহ গগম্বর। একটু দাঁড়িয়ে যাও দেখবে তাদের প্রকৃতির নানান রকম কীর্তিকলাপ।

একটু ধৈর্য ধরো ধীরে ধীরে সব পাতা পড়ে যাবে; পড়ে যাবে পুরাতন পাতা। পুরাতন স্মৃতিগুলো ঝরে যাবে পরে। আবার নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণায় বেড়ে উঠবে নতুন নতুন পাতায় সাজিয়ে।



IMG_20230225_114219_284.jpg

মৌমাছিগুলো এই সময় মধু সংগ্রহের ব্যস্ত। নেই কোন ঋতু নেই কোন বসন্ত মৌমাছির সার্বক্ষণিক মধু সংগ্রহে ব্যস্ত। যেখানেই বৃষ্টি যেখানে ফুল সেখানেই খুঁজে পাবেন বিভিন্ন রকমের মৌমাছির আনাগোনা।



IMG_20230224_162025_843.jpg

এই পাতাগুলো দেখতেছেন সবই একটি গাছের পাতা দিয়ে ভরপুর হয়ে আছে। ভরে গিয়েছে বট গাছের ছায়ার মত। একটি মাত্র গোলাপ ফুলের চারা থেকে হয়েছে কত বড়।

এই ফুল গাছের অবদান হিসেবে আমি দেখতে চাই আমার ছোট বোন দু'জন কে। আমার ছোট দুই বোন ফুলগাছ অনেক বেশি পছন্দ করেন।

যখন দাদা হাটে গিয়েছে তখন দাদাকে বলতো দাদা আমার জন্য ফুল গাছ কিনে নিয়ে আইসো। না নিয়ে আসলে অনেক কান্নাকাটি শুরু করতো।

এই ফুল গাছগুলো একদম ছোট চারা কিনে নিয়ে আসছিল দাদা। আমার বোন এই ফুল গাছের অনেক যত্ন নিত। বাড়িতে আরো ছোট ছোট বাচ্চারা ছিল যদি কখনো এই ফুল এর পাতা ছিঁড়ে তখন আরো কান্নাকাটি দেখে কে!



IMG_20230224_162019_415.jpg

আজ সেই ফুল গাছে কতই না ফুল ফোটে। গত দুই থেকে তিন মাস আগে বাড়িতে এসেছিলাম তখনও যেমন দেখে গিয়েছি এখনো তেমনি ফুল রয়েছে। অনেক ফুল ঝরে পড়ে যায় আবার নতুন করে জন্ম নেয় ফুল।

দুই বোন এখন বাড়ি থেকে অনেক দূরে লেখাপড়ার উদ্দেশ্যে মহিলা মাদ্রাসায় অবস্থান করতেছে। এখন এই ফুলগুলো কেউ ছিঁড়ে নিলে দেখার কেউ নেই তাদের দু বোনের মধ্যে।

এখন এই ফুলগুলো অনেকদিন হল ফুটিয়ে রয়েছে এ কারণে ফুলগুলোর কালার একটু ফ্যাকাসে বর্ণ ধারণ করেছে। যখন প্রথম প্রথম ফুল ফোটে তখন বর্ণ অনেক লাল হয়ে থাকে। ধীরে ধীরে এই ফুলগুলোর বর্ণ ফ্যাকাসে হতে শুরু করে।



IMG_20230224_162004_109.jpg



IMG_20230224_161927_688.jpg

এভাবে আরো কতইনা ফুলের কলি ফুটিয়ে উঠছে এই বসন্তের ঋতুতে। ঝড়ে যাচ্ছে অনেক ফুল আবার গজিয়ে উঠছে নিত্য নতুন ফুল। সবকিছুই ঘটছে প্রকৃতির নিয়মে।



IMG_20230224_161914_786.jpg

ফুলের সৌন্দর্য সুঘ্রাণ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ফুলের মত সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের মনকে ফুলের মত গড়ে তুল। কলুষতা থেকে নিজেকে সুস্থ রাখি। সবার মাঝে ছড়িয়ে দিন ফুলের মত সৌন্দর্য মনকে। সবাই মিলে প্রফুল্ল হয়ে উঠি।

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

Picsart_23-01-14_15-48-49-892.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন এই বসন্তে ঝরে যাচ্ছে বিভিন্ন গাছের পাতা।ঠিক তেমনি পুরনো স্মৃতিগুলো ঝেড়ে ফেলে দিয়ে। নতুন করে আবারও পাতা গজিয়ে নিচ্ছে গাছ।নতুনভাবে বেঁচে থাকার এই এক যেন নতুন অনুপ্রেরণা নতুন প্রতিযোগিতা।

যেদিকেই তাকাই শুধু ফুলের আর ফুলের সমারোহ ফুলের দিকে একটু ভালোভাবেই লক্ষ্য করলে, দেখা যায় মৌমাছির মধু সংগ্রহ করার প্রতিযোগিতা।

ফুলের গন্ধে চারপাশ মৌ মৌ করে, তার সাথে কোকিলের কুহু কুহু মধুর ডাকে যেন নতুন এক বসন্তের আহ্বান জানান দেয়।

খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

কোকিলের কুহু কুহু ডাকে আহ্বান জানিয়েছে বসন্ত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

  • হতে পারে সাধারণ কোন ফুল আবার অসাধারণ ফুল। এই ফুলের পাপড়ি দিয়ে সাজাতে চাই সবার মন। মনের মত মন হইলে সাজিয়ে যাবে পাপড়ির মতো অসাধারণ ফুলের গাঁথুনি।

  • ভাইরে ভাই অলরেডি আমি ফিদা হয়ে গেছি আপনার এই লাইনটি পড়ে। মনের মত মন পাইলে সেটা যেই ফুলই হোক না কেন, সাধারণ ফুল হোক অথবা অসাধারণ ফুল হক। সাজিয়ে দেওয়া সেই ফুলের সব গাঁথুনি

  • একটু ধৈর্য ধরো ধীরে ধীরে সব পাতা পড়ে যাবে; পড়ে যাবে পুরাতন পাতা। পুরাতন স্মৃতিগুলো ঝরে যাবে পরে। আবার নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণায় বেড়ে উঠবে নতুন নতুন পাতায় সাজিয়ে।

  • এটাই প্রকৃতির জীবন প্রবাহ। নতুন পাতা জন্মায় তরুণ-তরনের ন্যায়। গাছপালা যেন নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে নেয়। এঁকে দেয় মানুষের হৃদয়ে গাথুনি। মানুষ খেয়ে যায় প্রকৃতির প্রেমে হাবুডুবু। ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেয়, আবার ধীরে ধীরে আবার বসন্তের সময় আসতে না আসতেই পাতা ঝরে যায়। ভালোবাসা মায়া মমতাও ঝরে যায়।

আপনাকে যেই লাইনগুলো বেশি ফিদা করে দিয়েছে সেগুলো ইন্ডিকেট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রকৃতির মাঝে ডুবে গেলে সবকিছুই ভালো লাগে। কেননা প্রকৃতি আল্লাহ তায়ালার দৃষ্টি সুন্দর্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

very happy For your attention and support.

ভাইয়া মিঠুন চক্রবর্তীর একটি ডায়ালগ আছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তবে আপনার পোষ্টের ফুটন্ত গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে বেশ বুঝতে পারছি ফুল ফুটেই বসন্ত এসেছে। আর এই ফুটন্ত গোলাপ ফুলে মৌমাছি যেন মন ভরে মধু সংগ্রহ করছে। খুব সুন্দর লিখেছেন, সেই সাথে চমৎকার ফটোগ্রাফিও করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি নিজেও জানিনা যে মিঠুন চক্রবর্তীর ডায়লক এর ভিতর চলে এসেছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।

Loading...