প্রিয় পাঠক,
আমি এখনো উপস্থিত হয়েছি দুঃখ ভরা মন নিয়ে। দেশের পরিস্থিতি বর্তমানে ভালো নেই তবে পরিস্থিতি ভালো রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনসাধারণ।
আপনারা জানেন দেশের অর্থনীতি চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধাদের বিকল্প নেই! কেননা তাদের অর্থনীতিতে আমাদের দেশের অর্থনীতি সচ্ছল হয়।
বিভিন্ন ইন্ড্রাস্ট্রি বলেন কিংবা শিল্প কলকারখানা বলেন, সব কিছুই সচ্ছল থাকে এই ডলার এর মাধ্যমে। আমাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে এবং সেই পণ্য সামগ্রী গুলো বিদেশে রপ্তানি করা হয়। এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি দেশকে এগিয়ে নিয়ে যেতে।
সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই Star Porcelain Ltd কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন সিরামিক দ্রব্যাদি তৈরি করে এবং বিদেশে সেই পণ্য সামগ্রী গুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।
কিন্তু আমাদের এই কোম্পানি এখন খুবই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে জানিনা আমাদের এই কোম্পানি কবে আবার ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি চাকা সচ্ছল করতে। প্রত্যেকটি কোম্পানি সহ প্রত্যেকের সহযোগিতার মাধ্যমেই দেশের অর্থনীতি সচ্ছল হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে থেকেই আমাদের এই শিল্প প্রতিষ্ঠান একটু ঝিমিয়ে পড়েছে বলা যায়। কেননা এদের নিজেদের মধ্যে একটু সমস্যা হচ্ছে আমার যতটুকু ধারণা। কেননা দীর্ঘ তিন থেকে চার মাস হল কোম্পানি ভালোভাবে প্রোডাকশন চালাচ্ছে না।
এরপর ধীরে ধীরে দেশের পরিস্থিতিও অনুকূলে নেই এ কারণে আরো একটু ঝিমিয়ে পড়েছে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিতে কর্মরত সকলেই প্রায় পকেট শূন্য হয়ে পড়েছে। দুই মাস তিন মাসের টাকা পাওয়া যায় কোম্পানির কাছ থেকে। গত জুন মাসের টাকা আগস্ট মাসে দিয়েছে।
তাহলে আপনি নিজেই ধারণা করুন বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের দিক থেকে একবার চিন্তা করে দেখেন কি অবস্থা হতে পারে! যদি হয় আপনার একমাত্র অর্থ উপার্জনের মাধ্যম এই শিল্প প্রতিষ্ঠান!
তবে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা একটি যুক্তি তুলে ধরতে চাই। যদি কোম্পানি বন্ধ করে রাখার চিন্তাভাবনা রাখতো তাহলে গত জুন মাসের বেতন এই মাসে দিয়ে দিত না, তারা টাকা না দিয়েই কোম্পানি বন্ধ করে দিত
তবে রবিবারের দিন খোলার সম্ভাবনা রয়েছে। আমি আজকেও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি রবিবারে খুলবে না তবে মেকানিক্যাল সেকশনের বেশ কয়েকজন জেনারেল অফিস করবে এবং বিভিন্ন মেশিনারিজ দেখবে যদি নষ্ট হয়ে থাকে তাহলে তারা সেগুলো দেখভাল করবে।
তবে আশা করা যায় দ্রুত আমাদের এই শিল্প প্রতিষ্ঠান আবারও উঠে দাঁড়াবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল করতে তারা নিরলস পরিশ্রম করে যাবে।
সকলেই দোয়া করবেন, আল্লাহতালা আমাদের সকলকে রহমত নাযিল করুন। দেশের শান্তি ফিরিয়ে দিন, যুব সমাজকে সঠিক পথে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।
সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে তবেই দেশ অগ্রসর হবে, দেশের অর্থনীতি আবারও সচ্ছল হবে। চিন্তা ধারা এমন রাখা থেকে বিরত থাকতে হবে যে, দেশের টাকা বিদেশে আচার করে নিজেকে সেখানে স্থায়ী করা।
কথাটি এ কারণেই বললাম, কেননা ইতিপূর্বে অনেক দেখেছি সেই পরিপ্রেক্ষিতেই কথাটি তুলে ধরা। সন্ত্রাসমুক্ত, চোর মুক্ত ও সুন্দর একটি পরিবেশ এর মাধ্যমে সোনার বাংলা গড়তে চাই এটাই আমাদের লক্ষ্য 🎯