প্রিয় পাঠক/ পাঠিকা,
আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে এসেছি Incredible India Community এর চমৎকার একটি কন্টেস্ট কথা নিয়ে আর তার সাথে আমার নিজস্ব মতামত তুলে ধরার জন্য। প্রথমত, এই কমিউনিটিকে ধন্যবাদ জানাই এ রকম একটি কন্টেস্ট আয়োজন করার জন্য। এই কন্টেস্ট এর মাধ্যমে আমি আমার সবচেয়ে ব্যক্তিগত প্রিয় খেলাটি তুলে ধরার চেষ্টা করব।
source
1.What is your all-time favorite sport, and why?
আমার সবচেয়ে প্রিয় খেলা হল ফুটবল। কারণ, ফুলবল খুবই উত্তেজনাময়, কৌশলগত, একতাবদ্ধগত, ব্যবস্থাপনা ও পরিকল্পনাগত খেলা বলে আমার মনে হয়৷ ফুটবল খেলায় আছে এক নান্দনিক ভাব ধারা যা দর্শকদের প্রতিটি মুহূর্তকে রাখে চরম উত্তেজনাপূর্ন। এই খেলায় আছে এক অনন্য কৌশলগত দিক যা তার দলকে বিপক্ষ দল থেকে এগিয়ে রাখে এবং খেলোয়াড়দের মধ্যে একতাবদ্ধতা ছাড়া এই খেলায় জয়ী হওয়া সম্ভব না সেজন্য এর মধ্যে এক প্রকার একতাবদ্ধতা ও ভ্রাতিত্ববোধ কাজ করে, যা অন্য খেলায় সচারচার দেখা যায় না।
source
2.Did you ever take part in any sport? If yes, then share your experience.
হ্যাঁ আমি সব খেলায় মোটামুটি অংশগ্রহণ করেছি তার মধ্য থেকে ফুটবল খেলায় বেশি। আমি সাধারণত মিড ফিল্ডে খেলতাম কিন্তু গ্রামের দিকের খেলায় যে গোলে থাকত তাকে ও সুযোগ দিতে হত উপরে খেলার জন্য তা না হলে সে গোলে থাকতে চাইত না, তো সেই শর্ত মোতাবেক আমি একবার গোলে গেলাম খেলতে, কিন্তু কথায় আছে অভ্যাস বড় ভয়ংকর জিনিস। খেলতে খেলতে আমি ভুলেই গেছিলাম যে আমি এখন মিড ফিল্ডার নই, আমি গোল ছেড়া বল নিয়ে যথারীতি মিড ফিল্ড দিয়ে সামনের দিকে যাচ্ছি তখন বিপক্ষ দল বল পেয়ে সরাসরি গোলে মারল আর গোল হয়ে গেল কারণ গোল তো ফাকা আমার মনেই নেই যে আমি এখন গোলকিপার সেটা।
3.Who is your most favorite sports personality, and why?
যেহেতু আমি ফুটবল খেলা বেশি পছন্দ করি সেহেতু আমার পছন্দের খেলোয়াড় ও ফুটবল দলের মধ্যে কেউ একজন।
source
আমার পছন্দের খেলোয়াড় হল লিওনেল মেসি।
তার খেলার মধ্যে এক সুনিপুণ দক্ষতা আমি খুজে পাই। আমার কাছে মনে হয় তার এই প্রতিভা সয়ং গড গিফটেড। তা মধ্যে অন্য সব খেলোয়াড়দের থেকে ব্যতিক্রম কিছু বিদ্যমান আছে বলে আমি মনে করি। সে ফুটবল খেলাকে একটি বাস্তবিক আর্টে ও নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে গেছে বলে আমার মনে হয়। খেলার মধ্যে প্রতিটা কিক, পাসিং গুলো খুবই অসাধারণ ও সুনিপুণতার সাথে খেলে থাকে সে। মনে হয় সব কিছু কম্পিউটার বা প্রোগ্রাম কমান্ডেড খেলা কিন্তু সেটা নয়, সে তার দক্ষতা, অনুশীলন, একাগ্রতাকে কাজে লাগিয়ে এমন সেরা হয়ে উঠেছে আজ।এরকম আরো অনেক প্রতিভা তার মধ্যে বিদ্যমান থাকার কারণে এই ব্যক্তিকে আমার খুব পছন্দের খেলোয়াড়।
source
আমি এই কন্টেস্টে আপনাদেরকে ও উৎসাহ প্রদান করছি আপনারা ও এটিতে অংশগ্রহণ করবেন আশা করি, @Happy mondal#7662
@Rubina Akther#9710
@mjmoshiur#7050
ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সবাই এই কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন।
অনেক সুন্দর করে সাজিয়েছেন আপনার এই কনটেস্টের পোস্টটি এবং এখানে খুব ভালোভাবেই আপনি উল্লেখ করেছেন আপনার পছন্দের খেলা সম্পর্কে।
আসলে আমিও ফুটবল পছন্দ করি না এমনটা নয় তবে আমি খুব ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলাম সেখান থেকে আসলে ফুটবল খেলাটা আমার খুব একটা বেশি পছন্দ না তবে আবার টিভিতে বা বিভিন্ন দেশের ফুটবল খেলা দেখি কিন্তু কেমন পছন্দ নয় আমার যাই হোক আপনার পছন্দের খেলা ফুটবল এবং সেটি আপনি খুব ভালোভাবেই প্রকাশ করেছেন এবং আপনার ভালোলাগা না লাগা সম্পর্কে কিছু বিস্তারিত শেয়ার করেছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং শুভকামনা রইল আপনার কনটেস্টের জন্য যাতে আপনি বিজয় লাভ করেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি ফুটবল খেলা পছন্দ করেন আপনার প্রিয় খেলোয়ার মেসি আর আপনি খুব সুন্দরভাবেই আপনার পোস্ট সাজিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit