Hi everyone
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আজকের পোস্টে আপনাদের সামনে কিছু বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করবো।
আলোচনা মূল বিষয় সাকসেস
সুন্দরভাবে জীবনযাবন করার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমাদের প্রধান সমস্যা আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় নিজের কপাল কে দোষারোপ করি!
সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে বা নিজের ওপর বিশ্বাস থাকে হ্যা আমি পারবো কাজ টা তখন ঠিক একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে ভয় আর শুধুই অজুহাত!পৃথিবীটা ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি! আমাদের উদ্যোক্তা হতে হবে ।পরিশ্রম করতে হবে। ভাগ্যকে দোষ দিয়ে নয় ।বরং কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে হবে।
আজ দেশে দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো আমাদের উদ্যোক্তা বা আত্মাকর্মস্থান গড়ে তোলার মনমানসিকতা অভাব।আমাদের প্রধান সমস্যা চাকরি পিছনে দৌড়াদৌড়ি।
গহীন রাতের অন্ধকারে নিজের ঘরে বা বন্ধুদের সাথে আড্ডায় সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে সমাজ ব্যবস্থাকে গালি দেয়।
ঠিক একই সময় জীবনযুদ্ধে টিকে থাকার জন্য কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে যাতে একটু খেয়ে পরে মা বাবা কে নিয়ে সুখে থাকা যায়! প্রশ্নের বিপরীতে তার উওর পরিশ্রমই আমাকে বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি দিয়েছে!
পতিতালয়ের একটি মেয়ে খারাপ কাজের বিনিময়ে হাজার হাজার টাকার নিয়ে একবুক ঘৃণা নিয়ে বলে- এই সমাজ আমাকে খারাপ বানিয়েছে!
একই সময় কোন প্রান্তে আরেকটি মেয়ে সারাদিন পাথর ভেঙে কঠোর পরিশ্রম করে তিনশ টাকা নিয়ে বলে- ধন্যবাদ সমাজকে এই সমাজ আমার বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে।
নিজের জীবন থেকে বলছি আমি পরিবারে ছোট ছেলে।ছোট থেকে অনেক কষ্ট করে বাবা মা বড় করছে আমাদের দুই ভাই কে। আমি ছোট থেকে যেকোনো কাজ করতে রাজি আছি বতমানে একটা ছোট চাকরিও করি কিন্তু আমার বড় ভাই অনাস পাশ করেও বসে আছে বেকার। তার ছোটখাটো কাজে কোন আগ্রহ নেই। সে একবারে গাছের মাথায় ওঠতে চায়।ছোটখাটো কাজ বা উদ্যোক্তা হওয়া নাকি লজ্জার বিষয়। কিন্তু আমি কোন কাজ কে লজ্জা বা ছোট মনে করি না কারণ বিন্দু বিন্দু জলে মহাসমুদ্র গড়ে ওঠে।আল্লাহ রহমতে পড়াশোনা পাশাপাশি কিছু করতে পেরে বাবা মাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ ভালো আছি।
একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে পরিশ্রমইসাফল্যেরচাবিকাঠি
যে জীবনে যতো পরিশ্রম করবে তার ভবিষ্য ততো সুন্দর হবে জীবনের কোন কাজ কে অবহেলা করা ঠিক নয়।কথায় আছে কষ্ট করলে কৃষ্ট মেলে।তুমি যদি তোমার ওপর বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জয়ী হবেই একদিন।
Device | Name |
---|---|
Android | Infinix X688B |
Camera | 13M Dual camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @kamrul21 |
আজকে দেখলাম আপনি বলেছেন,, আপনার লেখার শীর্ষ প্রকটে,, দৃষ্টিভঙ্গি বদলান,, আমরা পুরো সমাজকেই বদলে দেব। আসলে এই কথাটার পেছনে কত বড় একটা রহস্য লুকিয়ে আছে। সেটা হয়তোবা আপনি আমি কেউই,, সঠিকভাবে অনুধাবন করতে পারছি না।
আপনি বলেছেন,, পতিতালয়ে একটা মেয়ে তার নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এবং শেষে সে সমাজকে দোষারোপ করছে বলছে,, সমাজ তাকে এখানে নিয়ে এসেছেন। আর একজন মহিলার দিনে কঠোর পরিশ্রম করে ৩০০ টাকা হাতে নিয়ে। খুশিমনে বাড়ি ফিরছে আর বলছে,, এ সমাজকে ধন্যবাদ, সমাজ তার বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে।
এরপরে আমি দেখলাম আপনি আমার বড় ভাইয়ের কথা এ পোষ্টের মধ্যে তুলে ধরেছেন। তিনি অনার্স কমপ্লিট করার পরেও বাসায় বসে আছে। বেকারত্ব জীবন যাপন করছে। তার কাছে ছোট কাজ লজ্জার বিষয়,, কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরি করছেন, মা-বাবাকে কিছুটা হলেও সাহায্য করছেন। এর চাইতে বড় আর কি হতে পারে। আপনার বাবা মা হয়তো আপনাকে নিয়ে গর্ববোধ করছে। আপনি কিছুটা হলেও তাদের সাহায্য করছেন।
আসলে আপনার পোস্ট পড়ে বাস্তবতা এবং আমার নিজের জীবনের শিক্ষাটা হয়ে গেল। কিছুটা হলেও করা উচিত। ছোট ছোট কাজ থেকে আমরা বড় কাজের দিকে এগিয়ে যেতে পারবো,,, এটাই স্বাভাবিক।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত মূল্যবান একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মূলবান মতামত জানানোর জন্য। আসলে সত্যি পরিশ্রম যে করছে সে কখনো ব্যাথ হয় নি।ছোট কাজ থেকে বড় কাজে এগিয়ে যেতে হয়।জীবনে সাকসেস এ প্রথম ধাপগুলো অনেক কঠিন হয় তবে হাল ছারতে নেয়।লেগে থাকলে অবশ্য জীবনে সাকসেস হতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। আমাদের পরিশ্রমী হতে হবে আমাদের উদ্যোক্তা হতে হব। আমাদের ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হব। আমরা উন্নতি করতে পার। ভালো থাকবেন সবসময় প্রিয় ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি আপনার পোস্টে আলোচনা করেছেন আপনার শিরোনামটি দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে আসলে কত গুরুত্বপূর্ণ কথা আপনার এই পোস্টের ভেতরে আপনি শেয়ার করতে চলেছেন অবশ্যই আমরা আমাদের দৃষ্টিভঙ্গি যদি বদলাতে পারি আমরা আমাদের এই সমাজটাকেও বদলাতে পারি আর যে উদাহরণস্বরূপ আপনি দুটি মেয়ের তাদের কর্মজীবন সম্পর্কে বললেন আসলেই এটা একেবারে বাস্তব যদি আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় অবশ্যই আমরা আমাদের সমাজ কেউ বদলাতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে প্রায় শিক্ষার্থী এমন পর্যায়ে পৌঁছেছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া বাহির করে সময় কাটিয়ে দেয়। লেখাপড়া না করে চলছে বিন্দাস। সময়কে সৎ ব্যবহার করছে না।
এভাবে যখন কোন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করে পরবর্তীতে সে সফলতা দেখতে পায় না কেননা সে বিগত জীবন বেহালে কাটিয়েছে।
অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রেও তুলে ধরেছে। আমি ছোট্ট একটি সাজেশন দেব তা হলো, যখন কোন উদাহরণ দিবে তখন অবশ্যই ভালো বিষয় কে সামনে রেখে উদাহরণ দেবে তাহলে ভালো হয়।
কেননা এমন উদাহরণ দেওয়ার কারণে যেন কোন মানুষ কষ্ট না পায় বরঞ্চ তোমার পোস্ট ভালো উদাহরণের কারণে সম্মানিত হয়।
ধন্যবাদ তোমার এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। এক্টিভিটি বৃদ্ধি করো। নিয়ম অনুসরণ করো। এগিয়ে যাও দোয়া রইল। (ধন্যবাদ)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit