আসসালামু আলাইকুম, আমি করবী আমিন গোপালগঞ্জ জেলা থেকে বলছি,,। আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। ছোটবেলা থেকে আমি বড় হয়েছি বাবা মা আমি এবং আমার ভাই আর এই বড় হওয়াটাও ছিল আমার বাবার কাজের ক্ষেত্রে, আমরা তখন দাদা বাড়িতে থাকতাম না। বাবার কাছেই থাকতাম।
যখন স্কুল ছুটি হতো এবং বাবার একটু কাজের চাপটা কম থাকতো তখন আমরা ছুটিতে বেড়াতে আসতাম, আর যখন দাদা বাড়িতে আসতাম তখন থেকেই আমি দেখেছি, খুব ছোট আমার চারজন চাচা দাদা সহ আমরা সবাই একসাথেই বড় একটা যৌথ পরিবারে বসবাস করতাম। এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া তবে থাকার জায়গাটা যার যার জন্য আলাদা ছিল।
যখন বেড়াতে আসতাম তখন কি যে একটা আনন্দ কাজ করতো, যৌথ পরিবারে লোক অনেক বেশি থাকবে তাই স্বাভাবিক আর সবার সাথে মজা করে খাওয়া দাওয়া, রান্না বান্না বিশাল আয়োজন থাকতো প্রত্যেকটা বেলাতেই। আমরা, ও চাচতো ভাই-বোনরা বড় হওয়ার একটু দূরত্ব বেড়েছে ,আমার বড় চাচারা এখন সবাই ঢাকাতেই থাকে সেখানে সবাই চাকরিজীবী তবে, প্রত্যেকটা বছরই দুই থেকে তিনবার আমরা সবাই একসাথে হই,,,
তখন আবার সে পুরনো দিনে ফিরে যেতে পারি সবাই মিলে অনেক আনন্দ করি। ঠিক তেমনি আনন্দে কাটছে এই কয়েকটা দিন, সব চাচারা চাচতো ভাই বোনেরা একসাথে হয়েছি আমরা এবং একসাথে খাওয়া দাওয়া রান্না বান্না এই দুই থেকে তিনদিন চলছে,,।
বাড়ি ভরা লোকজন, তাই গতরাতে ঘুম খুব একটা হয়নি,, তাই সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেই, একটু শুয়ে ছিলাম, অন্যদিকে আমার আম্মু সব কাকিদের সাথে রান্নাবান্না করছিলো, এত বেশি লোকজন কথার কারণে ঘুমা ও হয়নি ঠিকমত তাই উঠে গেলাম,,
আজ আমার মেজ কাকী সবার জন্য নুডুলস রান্না করেছিল সকালের নাস্তা যদিও ভাতের আয়োজন করেছিল তবে আমি খাইনি। তাই রৌদ্রে বসে বসে একটু নুডুলস খেয়ে নিলাম সবার সাথে,, সবার সাথে খেতে আমার খুব ভালো লাগে, আর তাছাড়া আমার মনে হয় একসাথে সবাই মিলে খাবার খেলে খাবারের পরিমাণটাও একটু বেশি খাওয়া যায়।
এর পরে কিছুটা সময় রোদ উঠে বসে ছিলাম ঠিকমতো ঘুম না হওয়ার কারণে যা অবস্থা হয়েছে আমার মুখের, আমার চাচতো ভাই এসে বলল আপু তোমার একটা ছবি তুলে দেই অনেকদিন পর নিজের একটা ছবি তুললাম। এবং রোদে বসে সবার সাথে গল্প করলাম।।
আর এর মধ্যেই আমার সেজো কাকী একটা পাকা চালতা মাখিয়ে নিয়ে এসেছে, কি যে বলব কত বছর পরে যে এমন চালতা মাখা খেয়েছি, এক কথায় সেই স্বাদ ছিলো,সবাই একরকম খেয়েছে তবে আমার জন্য একটু ভিন্ন কারণ আমি ছোট থেকে ঝাল কম খাই এটা সবাই জানে, তাই আমি নিজেই একটু চিনি বেশি দিয়ে নিয়েছি আর রোদে বসে বসে এটা খেতে ভীষণ রকমের ভালো লাগছিলো,,পোস্টটা লেখার সময় আমার মনে হলো কাছে পেলে আরও খেতাম।
আমার আম্মু রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তাই আমাকে বলল কবুতর গুলোকে একটু খাবার দেওয়ার জন্য। এই কবুতর গুলো আমার ভাইয়ের শখের কবুতর যদি আমার ভাই বাড়িতে থাকেন না তাই ও যাওয়ার পরে আমার আম্মুই দেখাশোনা করে,, তবে এই কবুতর কে আমি ঠিকমতো খাবার দিতে পারি না খাবার দিতে গেলেই উড়ে টিনের চালের উপরে বসবে। তবে আমার অনুপস্থিতে মাটিতে নেমে ঠিকই খাবার খায়।।
সারাটা দিন সবাই মিলে অনেক আনন্দ করেছি, বিকাল বেলা ঘুরতে গিয়েছিলাম সেটা না হয় অন্য পোস্টে শেয়ার করবো,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।।
আপনি ঠিকই বলেছেন, যৌথ পরিবারের সাথে বসবাস করা আলাদা একটা মজা। যৌথ পরিবারে যেমন চাচা , চাচাতো বোন, চাচাতো ভাই, সবাই মিলেমিশে একটি বাড়িতে থাকা হয় এটা আলাদা একটা অনুভূতি কাজ করে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, আপনারা গ্রামের বাড়িতে কবুতর পালেন করেন। কবুতর আমার অনেক পছন্দের
ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরিবারের সাথে কাটানো সময়টি অনেক সুন্দর এবং আনন্দময় মনে হচ্ছে। যৌথ পরিবারে সবার সাথে একসাথে খাওয়া-দাওয়া, গল্প করা এবং পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া, সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।
কবুতরের প্রতি আপনার যত্নও বেশ মিষ্টি। আপনি যেভাবে দিনটির প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছেন, তা আমাদেরও উৎসাহিত করে। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সুখী ও সুস্থ রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের সবার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই অনেক অসাধারণ। আর যৌথ পরিবার হলে তো এর আনন্দের সীমা থাকে না। আপনার পোষ্টির মাধ্যমে জানতে পারলাম আপনার ভাই কবুতর অনেক পছন্দ করে। এর সাথে কবুতর পালনও করে।
আপনার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি অনেক অসাধারণ ছিল। ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন সবাই মিলে একত্রিত হয় তখন এমনি অনেক ভালো লাগা কাজ করে।। আমরা সবাই এত বেশি ব্যস্ত যে একত্রিত হয়ে যে সবাই একটু আনন্দ করবো এই মুহূর্তটুকু হয় না।। সত্যি অনেক ভালো লাগলো সবাই মিলে একত্রিত হয়ে আনন্দের সাথে খাওয়া-দাওয়া থেকে শুরু করে অনেক গল্প করেছেন।। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবাই ভাল থাকেন সুস্থ থাকেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit