নারিকেল খোসা ছাড়িয়ে, খোসা দিয়ে মশা দূর করার উপায় @karobiamin71

in hive-120823 •  2 years ago 

হ্যালো বন্ধুগন,

প্রথমে আমি, 'Incredible India' সবাইকে জানাই অনেক ধন্যবাদ। কারন, আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়ে,আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা সবাই কেমন আছেন ? আমি ও ভালো আছি।আমার ইউজার আইডি @karobiamin71

🥥আজ আমি আমাদের গাছ পাকা নারিকেল খোসা কি ভাবে ছাড়িয়ে এই খোসা দিয়ে মশা দূর করার উপায় নিয়ে কথা বলবো।🥥



433ae76b-8de1-4f39-a75f-081baef6e574.jpg[Photo taken by smartphone :Redmi Note 9]

0d81ce0a-8356-4b9f-8515-c17359a731e1.jpg[Photo taken by smartphone :Redmi Note 9]

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

আমি মনে করি ইচ্ছা করলে সব কাজই সম্ভব, সেটা যত বড় কঠিন কাজই হোক না কেন,আর তা ছাড়া মেয়েরা সংসারের এমন কোন কাজ আছে নাকি যেটা মেয়েরা পারে না। কথায় আছে যে রাধে সে চুল বাধে,মেয়েদের বিয়ের আগে সংসারের যে কাজ এক টা চাপ হবে সেটা কিন্তু, তাদের মাথায় তখন থাকে না। বিয়ের পরে কিন্তু, এই সংসারের কাজ কর্ম গুলো তারা সুন্দর ভাবে শিখে নেয়। প্রথম অবস্থায় একটু ভুল হলেও পরবর্তীতে কিন্তু সে একজন দক্ষ গৃহিনী হয়ে ওঠে।আমিও একজন দক্ষ গৃহিনী হয়ে উঠতে চাই। মাঝে মাঝে হয় তো অনেক ভুল হয়ে যায় আমার। কিন্তু আমি চেষ্টা করি সুন্দর ভাবে করার। আজ আমাকে আমার শাশুড়ি মা বলতে ছিলেন তুমি কি নারিকেল ছিলতে পারো, পরবর্তীতে আমি বললাম না মা আমি তো আগে কখনো এটা করি নি তাই পারি না। তখন তিনি আমাকে বুঝিয়ে বললেন এখন না হয় আমি করে দিলাম। কিন্তু যখন আমি থাকবো না তখন কিভাবে করবে বলো। তারপরে একটু ভেবে বললাম আচ্ছা মা আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না।


1868563a-6d83-4a31-9ffc-0467b838fae3.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

d29c7617-c0d1-4d94-92f1-1241b0fb92d6.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

এরপর তিনি আমাকে বলল আচ্ছা আসো আমি তোমাকে দেখিয়ে দেই কিভাবে নারিকেলের খোসা ছিলতে হয়। আমি সুন্দরভাবে এটাকে দেখে নিলাম কিভাবে আমার শাশুড়ি মা নারিকেলের খোসা গুলো আলাদা করতে ছিল। এরপরে আমি একটা নারিকেল নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে খোসা গুলো ছাড়িয়ে নিলাম। যদিও অনেক সুন্দর ভাবে ছিলতে পারেনি। কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বিষয়টা কারন আমি যে জিনিসটা পারি না সেটা অন্য কেউ কাছ থেকে শিখে নিতে কোনো সম্যাসা নাই। আমরা কাজ শিখতে না পারলে। সেই টা চেষ্টা করতে পারি। কারণ আপনার চেষ্টায় কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে।এখন আপনারা নারিকেল যে খোসা গুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কে ফেলে দিব না। এগুলো আমার কাজে লাগাবো নারিকেল খোসা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি এইটা জ্বালানি হিসেবে ব্যাবহার করা যেতে পারে।


3f1ed699-4f42-451c-8eba-aa5c17baee2c.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

f5e4cf0d-0b1b-40b8-944d-796b3512283b.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

🔥আপনাদের সাথে এখন নারকেলে খোসা দিয়ে আমি সুন্দর একটি আইডিয়া শেয়ার করব। আশা করি ভালো লাগবে।🔥



421af288-5ef2-41e7-a75e-a5dab7d55309.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

90131ad8-0a73-448a-b08a-4ca7b7ad7e90.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

🦟 আমরা যারা গ্রাম এলাকায় থাকি এখানে প্রচুর পরিমাণে মশা থাকে বর্ষাকালে, আমাদের এই নারিকেল খোসা ফেলে না দিয়ে এটা কে জমিয়ে রেখে আমরা মশা দূর করার কাজে ব্যাবহার করতে পারি এখানে আমরা অল্প পরিমাণে কিছু নারিকেলের খোসা নিয়ে ঘরের বাহিরে কোন এক জায়গায় রেখে এই গুলোর একপাশ দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে এবং আগুন ধরে সাথে সাথে ওটা কে নিভিয়ে দিতে হবে যাতে করে শুধু ধৌয়া উড়তে থাকে। আর এই ধৌয়ার কারনে মশা দূর করতে পারবে আপনি। আমি জানিনা তাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 🦟

1684f923-5c35-4486-8260-5738721411ea.jpg

নারিকেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল, তে রয়েছে অনেক পুষ্টি। এই ফল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারি যেমন : কুলি পিঠা,লাডু, বিস্কুট পিঠা, তারা পিঠা, ইত্যাদি। নারিকেল ফলের পিঠা আমাদের জেলায় অনেক বেশি জনপ্রিয়। দেখা গেলো যে হঠাৎ করে বাসায় মেহমান আসছে বাসায় হাতে কাছে নারিকেল আছে তো যটপট বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। বিশেষ করে, আমাদের গ্রামের বিয়ে তে নারিকেলের পিঠা খুবই জনপ্রিয়। জানি না এই পোস্টে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তবে আমি আশা করি ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।

🥥আমার পোস্ট টা পড়া জন্য সবাইকে ধন্যবাদ🥥

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia


◦•●◉✿ Thank You ✿◉●•◦

Here are my Verified links:
Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদমই ঠিক কথাই বলেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই গৃহবধূ সম্পূর্ণ কাজ না পারলেও তার শাশুড়ি মা এর কাছ থেকে সুন্দরভাবে শিখে নেয়। যা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন তা সত্যিই অসাধারণ।

যদি পরিবার থেকে এমন সুন্দর বুঝে দেয় তাহলে তাদের সম্পর্ক সত্যিই অসাধারণ হওয়ার কথা। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপনার মা এর জন্য অনেক দোয়া রইল। তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন যা বুঝতে পারলাম আপনার এই লেখাটি পড়ার মাধ্যমে।

আমরা যে বাড়িতে কয়েল ব্যবহার করি অর্থাৎ দোকান থেকে যে কয়েল ক্রয় করে নিয়ে আসা ব্যবহার করি ইহা অত্যন্ত মারাত্মক শ্বাসকষ্টের জন্য। তাই কয়েল নয় বরং এমন কিছু ব্যবহার করতে হবে যা আমাদের শ্বাসকষ্ট কিংবা ক্ষতিকর প্রভাব ফেলবে না। আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন এই নারিকেলের খোসা দিয়ে মশা তাড়ানোর উপায়। বর্ষাকালে এছাড়াও বিভিন্ন সময় অনেক মশার আগমন ঘটে থাকে যাহা ও কল্পনীয়। তবে বাড়ি ঘরের মধ্যে এমন কিছু ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে মশা দূর করা সম্ভব কয়েল ব্যতীত। কয়েলের গন্ধ মোটেও সহ্য করতে পারিনা।

অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এমন একটি লেখা শেয়ার করার জন্য।



'#mimcontest' '#contest'
এই হ্যাশট্যাগ গুলো এই ক্ষেত্রে হবে না। প্রতিযোগিতার পোস্ট এর ক্ষেত্রে উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহারযোগ্য।

হ্যাশট্যাগ সম্পর্কিত দুটি পোস্ট এর লিংক:-
https://steemit.com/hive-120823/@sduttaskitchen/importance-of-hashtags-or-why-we-must-employ-relevant-hashtags-part-1

https://steemit.com/hive-120823/@sduttaskitchen/importance-of-hashtags-or-why-we-must-employ-relevant-hashtags-part-2

@ jakaria121

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আমি। কারন,আমার পোষ্টা খুব
সুন্দর ভাবে পরে কমেন্ট করার জন্য। আনাকে সাপোর্ট দেওয়া জন্য

এবং সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন #ট্যাগ বিষয় টা অসংখ্য ধন্যবাদ।

Loading...