হ্যালো বন্ধুগন,
প্রথমে আমি 👩 "Incredible India" সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক
ভালোবাসা❤️আপনারা সবাই কেমন আছেন ? আমি ও আপনাদের ভালোবাসা পেয়ে খুব
ভালো আছি।আমার ইউজার আইডি @karobiamin71
এক দিন আমি কলেজ থেকে বাসায় আসতেছিলাম, আমাদের গাড়ি টা হঠাৎ করে মাঝ পথে নষ্ট হয়ে গেলে। কি আর করার আছে হাঁটতে শুরু করি। কিছুক্ষন পরে দেখি, এক টা ছোটো ছেলে কিছু পেয়ারা চারা গাছ নিয়ে, আমার কাছে এসে বললো আপা, সকাল থেকে এক টা ও গাছ বিক্রি করতে পারি নাই। এখন প্রায় বিকাল চলে এসেছে, আপনি দয়া করে একটি কাজ কিনুন আমার কাছ থেকে।প্রথমে, আমি গাছটা কে নিতে চাই নি।তখন ছেলে টা আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে ছিল আপনি আমার এই গাছ টা যদি কিনেন তাহলে আমার অনেক উপকারে আসবে।পরবর্তীতে আমি ছেলেটির কাছে জানতে চাই। যে এই গাছটি কিনলে কি এমন উপকার হবে তোমার। তিনি আমাকে বললো, এই পেয়ারা গাছের চারা গুলো বিক্রি করে আমি আমার সংসার চালায়। আমি এত ছোট হলেও সংসারের ভিতরে আমি বড় ।কারন,আমার বাবা নেই সব দ্বায়িত্ব আমার। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে, আর আমি তখন তার কাছ থেকে এক টি পেয়ারা গাছের চারা কিনে নেই এবং আমি তাকে কিছু টাকা দিয়েছি ছেলে খুব খুশি হয়েছিলো।
পেয়ারা গাছ টা কে আমি বাসায় নিয়ে আসলাম এবং সবাই দেখে সবাই খুশি হল। এবং প্রতিদিন আমার কাজের ফাঁকে একটু সময় বের করে আমি পেয়ারা গাছ টা কে যত্ন করতাম।গাছ টি কে সঠিক পরিচর্যা করতাম এবং প্রতিদিন পানি দিতাম।আমরা সবাই জানি গাছের ও জীবন আছে। আর এভাবে যত্ন নিতে নিতে গাছটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আর এভাবে গাছটা ধীরে ধীরে বড় হতে লাগল।
গাছটা কে বাসায় আনার পরে সবকিছু ঠিক ছিল। গাছটাও ওর মত করে বেড়ে উঠতে ছিল। এবং ফল দেয়ার সময় হয়ে এসেছিল কিন্তু, এমন একটা সময় এলো যে টা জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাদের এই গ্রাম এলাকায় বছরে একবার যখন ধান হয় তখন উঠানে কোন রকমের গাছ থাকতে পারবে না। আর আমি গাছ উঠানে পাশে লাগিয়ে ছিলাম আর,সেজন্য আমার শ্বশুরের পেয়ারা গাছটা কে, কাটার জন্য গিয়েছিল গাছের কাছে, কিন্তু সেই সময় আমি চলে আসি, আর আমি তাকে কাঁদতে বাধা দেয়। পরবর্তীতে অনেক বুঝিয়ে আমি তাকে নিষেধ করি। কাটার জন্য এবং তিনি এক সময় আমার কথা টা রাখেন। তখন গাছ টা বেঁচে যায়।
প্রথমে কিছু ফল হয়েছিল ওগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এবার অনেক ফলই গেছে আছে।গাছটার বয়স ৮ মাস চলতেছে, আর দেখেন আপনারা কত সুন্দর ফল ধরেছে গাছটাতে আরো অনেক বেশি ফল ছিল। পড়ে গেছে কিছু, মাশাআল্লাহ, এখনো অনেক ফল কাছে আছে।গাছটার ফলগুলো খুব মিষ্টি খেতে, এবং অনেক ভালো লাগে। পেয়ারা খাওয়া অনেক ভালো শরীরের জন্য পেয়ারা তে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা শরীরের অনেক উপকারী ফল।দেখতেই পাচ্ছেন, পেয়ারা গুলো আমি পেরে এনেছি। এখন একটা মজা জিনিস শেয়ার করবো।
নাম্বার | উপকরণ | পরিমাণ |
---|---|---|
1 | পেয়ারা | ২ টা/২৫০ গ্রাম |
2 | মরিচ | ১ টা |
3 | কাসন্দি বাটা | ১ চামচ |
4 | লবন | পরিমান মত |
আজ এই পর্যন্তই আবার অন্য কোন এক দিন, অন্য কোন পোস্টে, কথা হবে আপনাদের সাথে। আর আমার এই পোস্ট টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমার পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"🌹
10% of this payout for @meraindia
Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4
অনেক সুন্দর হয়েছে পোস্ট টি আর আপনার পেঁয়েরা গাছ কেনার গল্পটি ও ভালো লাগলো যার কারনে আজকে আপনার পেঁয়েরা গাছে অনেক ফল ধরেছে ৷ তবে আপনি গাছটিকে অনেক যত্ন সহকারে বড় করেছেন ৷
তার সাথে পেঁয়ারা ভর্তা কিভাবে তৈরি করা হয় সেই উপকরণ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ এক কথায় পোস্ট টি অসাধারন হয়েছে ৷
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@yoyopk
ভাইয়া, আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই।
আমার পোস্ট খুব সুন্দর করে পরেছে।
আমি খুব খুশি কারন, আপনাদের সাপোর্ট থাকলে আমি আমার
লক্ষ্য পৌঁছেতে পারো। ধন্যবাদ ভাইয়া।
আপনি ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit