আমার গত ১০ দিনের ব্যস্ত সময়@karobiamin71

in hive-120823 •  2 years ago 

হ্যালো বন্ধুগন,

প্রথমে আমি "Incredible India" সকলকে জানাই ভালোবাসা।আপনারা সবাই কেমন আছেন ? আমি আপনাদের ভালোবাসা পেয়ে খুব ভালো আছি। আমার ইউজার আইডি @karobiamin71 গত ১০ দিনের ব্যস্ত সময়। আমি বেশ কয়েক দিন ধরে আপনাদের সাথে কাজ করতেছি এবং আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য মতো তাই, আমি চাই আমার ভালো লাগা, খারাপ লাগা, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতে।

a4b641d5-dc29-437b-965f-00b68dc09695.jpgবন্ধুগন ছবি টা পরীক্ষা শেষ তোলা হয়েছে আকাশ তখন প্রচুর মেঘলা ছিলো।

আমি একজন গৃহিণী তার পাশাপাশি, আমি পড়ালেখাও করি।আমি অনার্স দ্বিতীয় বছরের বাংলা বিভাগে একজন ছাত্রী।প্রতিটা মেয়ের মনে কিছু না কিছু স্বপ্ন থাকে।পড়া লেখা করে, বড় হয়ে কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষিক হতে চায়, কেউ আবার অন্য কোন পেশার সাথে জড়াতে চাই। আমার ও এরকম একটা স্বপ্ন ছিলো কিন্তু, মধ্যবিক্ত পরিবারের জন্ম গ্রহণ করার কারণে বাবা-মা ক্লাস নবম শ্রেণীতে বিয়ে দিয়ে দিয়েছিলেন কিন্তু, আমি সব সময় চেষ্টা করেই গেছি।কিভাবে পড়ালেখা করা যায়, কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়, কিভাবে একজন শিক্ষিত মানুষ হয়ে অন্য কে সাহায্য করা যায়। নিজের ভালো একটা পরিচয় তৈরি করা যায়। আমি জানিনা কতটুকু শিখতে পেরেছি। তবে আমি সব সময় সবকিছু থেকে চেষ্টা করি।

omr-3723128_1280.jpgpixabay

আমি শেখ লুৎফর আদর্শ সরকারি কলেজের অনার্সে বাংলা বিভাগের একজন ছাত্রী।গত ১০ দিন আমাদের নির্বাচনী পরীক্ষা চল ছিলো,তাই আমি প্রতি পোস্ট করতে পারি নি। এই গত ১০ দিন আমি খুব ব্যস্ত সময় পার করেছি সংসার,শ্বশুর-শাশুড়ি,নিজের বাচ্চাকে সামলানো, সব কিছু রেডি করে পড়াশোনা করে, রান্নাবান্না করে, ৫ কিলোমিটার হেটে গিয়ে পরীক্ষা দিয়েছি প্রতি দিন ৷ মাঝে মাঝে মনে হয় আমি এত কষ্ট করতেছি। আমি এত কিছু ত্যাগ স্বীকার করতেছি।আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো😥

sadness-4578031_640.jpgpixabay

তখন আমি নিজেকে নিজেই সান্ত্বনা দেই যে আমি পারবো আমাকে পারতে হবে। যখন খারাপ লাগে তখন খুব মনে হয়, জীবনটা অনেক কষ্টের, কিন্তুু আমি আমার জীবনের দোষ দেই না।কারন, আমি সব সময় সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি আমি। তিনি যেটা আমার জন্য করে রেখেছেন সেটা অবশ্যই আমার সাথে ঘটবে।কথা সত্যি যে "তোমার কিছু পেতে হলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে"আমার মত জারা আছেন , আমি তাদের বলব আপনার হাল ছেড়ে দিবেন না ,আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি একজন প্রাইমারি শিক্ষিকা হব কিন্তু আমার বিয়ে হওয়াতে ও আমি হাল ছাড়িনি। কারন,আমি সবসময় মনে করি আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতেই হবে।আমাকে আর এর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা টুকু করে যাব।আপনারা আমার জন্য দোয়া করবেন।

air-force-memorial-730313_1280.jpgpixabay

আমার মত যারা আছেন।আমি তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই।আমার মত যারা আছেন হাল ছেড়ে দিয়েন না এখন কষ্ট করেন ভবিষ্যতে শান্তি করতে পারবেন।মাঝে মাঝে মনে হতে পারে এত কষ্ট কিভাবে মেনে নিব, এত কাজ কিভাবে করব, এত কিছু কিভাবে সামলাবো, কিন্তুু, না আপনাকে সামলাতে হবে। "জীবন মানেই তো যন্ত্রনা" কিন্তু আমি এটাও বিশ্বাস কষ্ট পরেই শান্তি আসে।

749a6e46-7195-478e-b165-b93ef70e41d8.jpg

জানিনা আপনাদের কাছে এ কথাগুলো কেমন লেগেছে, কিন্তু আমি আপনাদের আমার পরিবারের মত মনে করি তাই, আমি আপনাদের মাঝে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। আমার এই পোষ্ট যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মাঝে থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারি আমি।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে জানাই ধন্যবাদ৷

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia


◦•●◉✿ Thank You ✿◉●•◦

Here are my Verified links:
Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...