Photo edited by canva
প্রিয় বন্ধুরা সবাইকে আমার আজকের পোষ্টের স্বাগতম, দেরি না করে আবারো ফিরে এলাম আপনাদের মাঝে,,, প্রথমেই শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ,আমি ভালো আছি এবং আজকের দিনটা খুবই সুন্দর কাটিয়েছি। অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন?
আজ ঘুম থেকে উঠেছিলাম খুব ভোরে মানে অন্য দিনের তুলনা একটু তাড়াতাড়ি, এরপরে ফ্রেশ হয়ে ওযু করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। যদিও এমন খুব একটা করা হয় না,,তবে মাঝেমধ্যে হয়ে ওঠে, এরপরে ভাবছিলাম সকালের নাস্তা তৈরি করবো কিন্তুু খেয়াল করে দেখলাম গত রাত্রে কিছু ভাত রয়ে গিয়েছে।।
তাই ভাত টা কে খুব সুন্দর ভাবে ডিম এবং পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলাম,,আমি ছোটবেলা থেকেই ভাত ফেলানো বা অপচয় করা একদমই পছন্দ করি না আমার খুবই খারাপ লাগে।। তাই ফেলে না দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম সকালের নাস্তার জন্য । তবে এর আগে মেয়ে কে সাথে নিয়ে একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম বিস্কিুট এর সাথে দুই কাপ হরলিক্স দিয়ে। এরপরে আমার সাহেব উঠল ঘুম থেকে এবং প্রতিদিনের মতো তিনি রেডি হয়ে সকালের নাস্তা টা শেষ করে অফিসে চলে গেলেন।।
যখন কাজ করতে ইচ্ছা করে না তখন শয়তানে এসে কানের কাছে বলতে থাকে মোবাইল দেখার কথা,,, তবে আজ সে দিকে মন না দিয়ে আমি অজু করে কোরআন শরীফ পড়তে বসেছিলাম, তার পাশাপাশি মেয়ে কে ও একটু বই পড়িয়ে ছিলাম,,। পড়ানো শেষ করতেই কলিং বেল টা বেজে উঠলো, এবং দরজা খুলতেই একটা ভাই এসে বললো আজ নাকি পানি থাকবে না পানি ধরে রাখার জন্য।।
তার কথা শুনে আমি সমস্ত কাজ রেখে চলে গেলাম দুপুরে রান্নার জন্য সবজি গুলো গুছিয়ে নিতে,, এবং সবজি ও মাছ সুন্দর ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এরপরে আর দেরি করিনি তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম,,,এর মাঝেই মেয়ে এসে বললো কিছু একটা খাবে তাই তাকে পেয়ারা কেটে দিলাম সাথে নিজে একটু খেয়ে নিলাম ।।
আজ দুপুর বেলা রান্না করেছিলাম আমার পছন্দের বেগুন ভাজা, গরম ভাতের সাথে আমি বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করি। ও হ্যাঁ তার সাথে ছিলো ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল। দুপুরের রান্নাটা শেষ করেই আমি মেয়ে কে সাথে নিয়ে নিজেও গোসল টা শেষ করে নিলাম যেহেতু পানি থাকবে না। তবে গোসল টা শেষ করার পরে খেয়াল করে দেখলাম পানি চলে গিয়েছে। তবে শুকরিয়া হাজবেন্ডের জন্য ও এক বালতি পানি ধরে রাখতে পেরে ছিলাম। কি যে একটা অবস্থা,,,।
যখন গ্রামে ছিলাম তখনই ভালো ছিলো যে দিকে এই তাকাই পুকুর ভরা পানি, সেই সাথে তো ডিপ টিউবল ছিল এই,আর যাই হোক না কেন পানি নিয়ে কখনো সমস্যায় পড়তে হয় নি।। যাইহোক এরপরে জোহরের আযান হলো আমি নামাজ আদায় করে নিলাম,এর কিছুক্ষণ পরেই হাজবেন্ড আসলো তাই আমরা সবাই মিলে দুপুরে খাবারটা ও খেয়ে নিলাম ।
দুপুরে খাওয়া-দাওয়া শেষে একটুখানি রেস্ট নিয়েছিলাম তবে, বলতে বলতে বিকাল হয়ে গেলো,,আসরের নামাজ আদায় করেই হাজব্যান্ড কে নিয়ে একটু বাহিরে যাওয়া হয়েছিলো,কিছু কেনাকাটা করার পর্যন্ত ছিলো,ভাইরে ভাই কি যে বলি সংসারের জিনিস যত কিনি ততই লাগে,,,।
পাশে এই স্বপ্ন ওর একটা শোরুম ছিলো,ওখান থেকে কিছু কেনাকাটা করলাম আমার জন্য খেজুর, মেয়ের জন্য জেলি, হাজবেন্ডের জন্য চা পাতা,সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস পত্র কেনা হয়েছিলো,এখানে বেশ কিছু অফার চলতে ছিলো তার মধ্যে একটা ছিল ১৬০ টাকায় দশ পিস গরুর মাংস সাথে আলু কম্বো,তাই আমি একটু বেশ আগ্রহ নিয়েই কাছে গিয়ে দেখলাম,, তবে আমার কাছে গরুর মাংস গুলো দেখে মনে হয়েছে,, এর থেকে ৬০০ টাকা কেজি দরে বাহির থেকে নেওয়ায় ভালো,, তাছাড়া এই অফার টা ব্যাচেলার দের জন্য বিশেষ করে অনেক ভালো হবে।।।
ইদানিং আমি যেখানেই যায় না কেন সন্ধ্যার আগে বাসায় ফেরার চেষ্টা করি এবং আজও সেটাই করেছিলাম। বাসায় ফেরার পথে হাজব্যান্ড কিছু ভাজা পোড়া কিনে এনেছিলো বাসায় ফিরে হাতমুখ ধুয়ে অজু করে এরপরে সন্ধ্যার নাস্তা টা করে নিলাম।। এবং নাস্তা শেষে মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম।। পড়ানো শেষ করে আমার আম্মুর সাথে বেশ কিছুটা সময় কথা বললাম,,,। এরপরে আরো কিছু কাজ ছিলাম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত।। তবে সে গুলো আজ আর লিখব না।।।
- এইতো এভাবেই চলেছে আমার দিন টা,তো সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।।।
এটা জানতে পেরে অনেক ভালো লাগলো যে আপনি ভাত অপচয় করতে পছন্দ করেন না আমরা যদি ভাতের মর্ম বুঝতাম তাহলে হয়তো বা ভাত অপচয় করতাম না ঠিক এই ভাত খাওয়ার জন্য আজ আমরা এই দূর প্রবাসে এসেছি ভাতের মর্ম আমরা ঠিক বুঝতে পারি এবং অনেক মানুষ আছে এই পৃথিবীতে যারা এক মুঠো ভাত পায় না। যাই হোক আপনার দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কথা আর কি বলবো এটার ভুক্তভোগী আমিও। চিন্তা করি যে কালকে ছুটি রয়েছে অনেক কাজ করব কমিউনিটিতে অনেক সময় দিব তবে অলসতা ও আলোচনা করতে করতে একটা সময় কাজ করতে মনে চায় না শুধু মনে হয় ফেসবুক আর ইউটিউব দেখেই সময় কাটায় শয়তানে কাঠি মারলে যা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলব বর্তমান সময় মোবাইল আমাদের কে এমনভাবে নষ্ট করছে,,যেটা নিজেকে নিজের না সামলাতে পারলে খুবই ভয়ানক পরিস্থিতি হবে সামনের দিনগুলো।।
আমি তো মাঝে মাঝে এমনও করি রান্নাটা কোনভাবে কমপ্লিট করেই নেওয়ার পরে রেস্ট করার সুতায় কিছু সময় মোবাইল দেখে নেই,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক তাই তবে মাঝে মাঝে তো কন্ট্রোল করতে পারি না আমরা একবার ফেসবুক ইউটিউব দেখা শুরু করলে ২-৩ ঘন্টা কেটে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit