Better Life with Steem|| The Diary Game|| 25 August 2024

in hive-120823 •  5 months ago 

Black Minimalist Happy Father Day Photo Collage.png

Photo edited by canva
সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমার পোস্ট টা, আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

শুরু করছি আমার আজকে সকাল থেকে,আজ রাতভর বৃষ্টি হয়েছে,সেই সাথে মাঝ রাতে প্রচন্ড বিদ্যুৎ চমকাইতে ছিলো আর এই ব্যাপার টা আমি খুবই ভয় পাই। একদমই ঘুম আসছিলো না, সেই সাথে হঠাৎ একটু পেটে ব্যথা অনুভব করাতে একদম এই ঘুম হয়নি।

তাই খুব সকাল-সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে,এক গ্লাস খেজুর ভিজানো পানি খেয়ে নিলাম। এরপরে মনে হলো আজ সকালে একটু অন্যরকম নাস্তা করি,তাই চায়ের সাথে কেক তৈরি করেছিলাম। হাজবেন্ড তাই খেয়েই অফিসে গিয়েছে আর, আমি মেয়ে কে নুডুলস রান্না করে খাইয়ে দিয়েছিলাম।

এরপরে আমার খুব কাছের একটা বান্ধবী বলা যায় একদম ছোট বেলা থেকে। ও আমাকে ফোন দিয়েছিল তাই ওর সাথে দীর্ঘ একটা সময় কথা বলেছি। মানে অনেক দিন পর কাছের বান্ধবীর সাথে কথা হলে যা হয় আর কি, সময় যে কখন পার হয়ে গিয়েছিলো টের এই পাইনি।

কথা বলা শেষ করে একদম রান্নাঘরে চলে গিয়েছে। দুপুরে রান্না শুরু করেছি, আজ দুপুরে রান্না করেছিলাম সুরমা মাছ দিয়ে কচু মুখির ঝোল, সাথে ছিল আমার পছন্দের করল্লা ভাজি। দুপুরে রান্না শেষ করে বাকি রুমগুলো পরিষ্কার করে গোসল করে নিলাম। যেহেতু যোহরের আজান আগেই হয়ে গিয়েছিলো তাই, নামাজ ও পড়ে নিলাম।

এরপরে হাজবেন্ড আসলো, সবাই মিলে দুপুরে খাবার খেয়ে বেশ কিছুটা সময় বিশ্রাম নিলাম। বিশ্রাম নেয়ার মাঝে আমার শাশুড়িরে ফোন দিলো তার সাথে বেশ কিছু টা সময় কথা বললাম আমার দেবরের বিয়ে নিয়ে,আজ গিয়েছিলো মেয়ে দেখতে,,,,,।এবং তারা অপেক্ষায় আছে আমি কবে বাড়িতে যাবো।

তার সাথে কথা বলা শেষ করার পরে, হাজব্যান্ড বলছিলো ঝাল মুড়ি মাখানোর জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছা করছিল না,তাই তাকে বললাম তার হাতের ঝালমুড়ি বেশ টেস্ট হয়। এই কথা বলে তাকে দিয়েই ঝাল মুড়ি তৈরি করলাম। এবং সবাই মিলে সন্তান নাস্তা হিসেবে ঝালমুড়ি খেয়ে ছিলাম। অনেক দিন পরে ঝাল মুড়ি খেলে বেশ ভালো লাগে,যেমন টা আজ আমার কাছে লেগেছিলো।

ঝাল মুড়ি খাওয়া শেষে মাগরিবের আজান হলো নামাজ আদায় করে, মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম আর এই ফাঁকে নিজের পোস্টটা ও লিখে কমপ্লিট করলাম। যাইহোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

আপনার আজকে ডায়েরি পোস্টটা পড়ে খুবই ভালো লাগলো। তার চেয়েও ভালো লাগলো আপনার কেক বানানো ছবিটা দেখে।

তবে আমি কখনো কেক বানাইনি আমার মেয়ে চার পাঁচবারের বেশিও বানিয়েছে সবকিছু দিয়েছে কিন্তু পারফেক্ট মতো কেক হয়নি কিসের জন্য জানিনা।। আপনি যতবার কেক বানিয়েছেন আমাদের মাঝে শেয়ার করেন আর দেখতে খুব সুন্দর লাগছে।।

বাহ খুব সুন্দর বাড়িতে গেলে দেবরের বিয়ে খেতে পারবেন খুব আনন্দ করবেন।। অবশ্যই আমাদের জানাবেন আপনি দেবরের বিয়ের আনন্দটা কিভাবে উপভোগ করবেন।ধন্যবাদ।।

সারারাত তো প্রায় না ঘুমিয়ে পার হয়ে গিয়েছে সকালে আবার পেটে ব্যাথা শুরু হয়েছে। বৃষ্টির সময় বিদ্যুৎ চমকালে আসলেই ভয় লাগে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে শেয়ার করার জন্য ভালো থাকবেন