Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in hive-120823 •  10 months ago  (edited)

Black Islamic Quote Instagram Post.png

Image made by Canva

Hello,

Everyone,

First of all, I would like to thank our admin mam. @sduttaskitchen in five pictures of my area, for organizing this competition. Also for selecting a very nice topic. I am also quite pleased. To participate in this contest, and to share my opinion with you.

Why is your locality precious to you?

এটা আমার জন্মভূমি, তাই আমি জন্মভূমি কে ভালবাসি। এবং আমার হাঁটি হাঁটি, পা পা, করে এই পর্যন্ত বের ওঠা, পড়ালেখা করা, এই এলাকাতেই হয়েছে,অবশেষে বিয়ে টা ও হয়েছে এই এলাকাতেই। এই এলাকার প্রতিটা অলিতে গলিতে আমার অনেক অনেক স্মৃতি রয়েছে,, যেগুলো হয়তো ৮০ বছর বয়স হলেও ভোলা সম্ভব হবে না।

এছাড়াও, আমি এতটুকু বলতে পারি। অন্য এলাকার থেকে আমার এলাকা টা একটু শান্ত সুস্থ থাকে সব সময়। এই এলাকার আমি কখনোই মারামারি, ঝগড়া, বিবাদ,দেখিনি এই এলাকাতে। মুসলিম এবং হিন্দু ধর্মই এই এলাকাতে অনেক বেশি, সব সময় একে অপরের সাথে মিলেমিশেই থাকতে দেখেছি। এবং এতো টুকু আশা করছি, ভবিষ্যতেও এরকম অটুট বন্ধনে, আবদ্ধ থাকবো সবাই মিলে ইনশাআল্লাহ। তাই আমি আমার এলাকার কে অনেক বেশি ভালোবাসি।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

প্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে আমি বেশ আনন্দিত। কারণ কি জানেন, এখানে আমি আমার এলাকার পাঁচটি ছবি তুলে ধরতে পেরেছি। তার সাথে ছবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পেরে ।

প্রথম ছবি,

প্রথম ছবি টা আমার খুব ভালো লাগার একটা জায়গা, এটা আমাদের এলাকার একটা অংশ। এটা হলো বড় একটা প্রজেক্টার এখানে বর্ষাকালে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। আর এই শীতকালীন সময়টা তে অনেক এই জায়গায় সরিষা সহ, আরো, অনেক ফসল করা হয়। যেটা থেকে এই এলাকাসহ বিভিন্ন এলাকার খাদ্যের চাহিদা পূরণ করা হয়, এবং অর্থনৈতিক ভাবে ও লাভবান হয় কৃষক ভাইয়েরা। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি তোলার জন্য।

3535c52e-6036-4b1d-929c-0c4e44a9517c.jpg
দ্বিতীয় ছবি,

এটা হলো আমাদের এলাকার সোনালী মুরগির খামার বাড়ি, এখানে কয়েক জন উদ্যোক্তারা কাজ করে, এই খামার বাড়ি থেকে প্রতি মাসে বিশ হাজার সোনালি মুরগি বিক্রি করা হয়। শুধু এই এলাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে মাংসের চাহিদা পূরণ করা হয়। সেই সাথে অর্থনৈতিক ভাবে ও লাভবান হয়।

তৃতীয় ছবি,

এটা হলো আমার এলাকার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে চিকিৎসা গ্রহণ করে, এটা আমাদের হাতের নাগালেই থাকার কারণে, এই এলাকার মানুষ গুলো অসুস্থ রোগীদের জন্য অনেক বড় একটা সাপোর্ট পায়, এবং খুব দ্রুত সুস্থ হওয়া সম্ভব হয়। তাই ছবি টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

চতুর্থ ছবি,

এটা হলো আমাদের এলাকার তিন রাস্তার মোড়, এখানে নির্বাচন অফিস সহ বিভিন্ন, সরকারি অফিস রয়েছে, এবং এই রাস্তার পাশে রয়েছে অনেক বড় একটা বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা দেশে বিভিন্ন প্রান্তে যেতে পারি। এবং অন্য এলাকার লোকেরা ও এ রাস্তা দিয়ে, আমাদের এলাকাতে প্রবেশ করে। তাই এই জায়গা টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

পঞ্চম ছবি,

এই জায়গাটা আমাদের এলাকায় একটা নামকরা জায়গা, প্রথম কারণ হচ্ছে, এখানে আসলে আপনি সূর্যোদয় এবং সূর্য অস্ত খুব কাছ থেকে দেখতে পাবেন। যদিও আজ প্রচন্ড কুয়াশা তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে রোদ উঠলে আরো বেশি ভালো লাগতো। দ্বিতীয়ত, এর যে জমি গুলো এখানে ধান চাষ করা হয়, এবং ধান কাটা শেষে জমিতে বেশি করে,পানি দিয়ে এখানে চিংড়ি মাছ চাষ করা হয়। আর হ্যাঁ, এখানে যে পানি গুলো দেখতে পাচ্ছেন এই পানিতেই ধান লাগানো হবে কিছুদিন পরে।যেহেতু, এখানে এলাকার পাঁচটি ছবি নির্ধারণ করা হয়েছে। তা না হলে আমি আরো কিছু ছবি এড করতাম,,,😄

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

এই প্রশ্নের উত্তরে আমি বলব হ্যাঁ, একটা জায়গায় আপনি যখন বছরের পর বছর থাকতে থাকবেন, তখন ওই জায়গাটার উপরে একটা অন্যরকম ভালোবাসা মায়া সৃষ্টি হয়, আপনি তখন যত ভালো জায়গায় যান না কেন ওই স্থানটার মতো ভালো আপনার কাছে আর কোনটাই হবে না। হয়তো কিছুদিনের জন্য জায়গার সৌন্দর্য দিয়ে মন টিকিয়ে রাখলেও কিন্তুু স্থায়ী এর জন্য আপনার আগের জায়গাটাই বেছে নিতে হবে। যেমন টা আমি নিজে।

b05ed629-6b81-4625-b9fa-ecbdb0d03ff8.jpg

আমি যখন আমার এই এলাকা থেকে কোথায় ঘুরতে বা বেড়াতে যাই, হয়তো ক্ষণিকের জন্য ভালো লাগে কিন্তুু আমার মন একদমই ওই জায়গাটাতে স্থির থাকে না ।সবসময় নিজের এলাকাতে আসার জন্য মন যেন ছটফট করতে থাকে। এই যে সবুজ ঘেরা জায়গা টা দেখছেন, এটা যেন আমার হৃদয়ের হৃদয় স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে। দিনশেষে, একবার এখানে এসে গায়ে হাওয়া না লাগালে একদমই দিনটা মনে হয় পরিপূর্ণ হয় না।

বন্ধুরা,
  • আমি চেষ্টা করেছি তিনটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য। বাকি টা আপনারা বুঝে নিবেন, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে
ও হ্যাঁ আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি @piya3,@jakaria121,@sayeedasultana,@isratjahanpriya,@pijushmitra,এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং তাদের এলাকার ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এতদিন জানতাম আপনি সুন্দরী। আজ দেখলাম আপনার এলাকা আপনার থেকেও বেশি সুন্দর। প্রথম ছবিটায় আপনাকে জাস্ট ফাটাফাটি লাগছে। এটা আপনি একদম সঠিক কথা বলেছেন আমরা যেখানেই বেড়াতে যাই না কেন কিছুদিন পর আবার নিজের বাড়িতে নিজের এলাকায় ফিরে আসার জন্য মন কেমন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে,
একদম তাই যেখানে ঘুরতে যাই না কেন, সাথে যতই প্রিয় মানুষ বা কাছের মানুষ থাকুক না কেন কিন্তু নিজের এলাকাতে যে ,, একটা শান্তি পাওয়া যায় ওই শান্তিটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাবে না।
তাই আমরা সবার মত আমার কাছে আমার এলাকাটাই বেশি ভালো লাগে।

অনেক অনেক আনন্দিত আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ইতিমধ্যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য লেখা শুরু করে দিয়েছি একটু পরেই সাবমিট করব। এই প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

জেনে ভালো লাগলো আপনি আয়োজন করার জন্য পোস্ট রেডি করছেন।
যাইহোক আমি আপনার এলাকা সম্পর্কে বিভিন্ন মতামত জানতে পারবো এবং খুব সুন্দর সুন্দর দেখতে পারবো আশা করি।

ইতিমধ্যে পোস্ট সাবমিট করেছি, আমার পোস্টে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি 😉

প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের বেশির ভাগ এলাকাতেই মানুষ শান্তিপূর্ন ভাবে বসবাস করে থাকে। আপনাকে সরিষা ক্ষেতে তোলা ছবিতে চমৎকার দেখাচ্ছে।সেই সাথে সবকটা প্রশ্নের উত্তরও সুন্দরভাবে দিয়েছেন।
আমাকে মেনশন করার জন্য ধন্যবাদ। আমিও দ্রুতই অংশ নিবো ইনশাআল্লাহ।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

Posted using SteemPro Mobile

একদম ঠিক। তাই আমি বাংলাদেশের যে কয়টা এলাকাতে গিয়েছি।
সব জায়গাতেই দেখেছি তাদের একটা একে অপরের সাথে অন্যরকম ভালোবাসা রয়েছে, খুব কম জায়গায় ঝামেলা পাওয়া যাবে এছাড়া।
সব এলাকার মানুষই আন্তরিক ভাবে মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করে।

যেহেতু বর্তমানে প্রচন্ড শীত পড়ছে সে কারণে রোদের খুব একটা দেখা নেই ।তবু আমি চেষ্টা করেছি সরিষা ফুলের ছবি গুলো খুব সুন্দর ভাবে তোলার জন্য। কেননা সরিষা ফুল গাছ আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আর যদি ছবির ভিতরে বেশি সুন্দর না লাগে তাহলে কেমন একটা ব্যাপার হয় না তাই চেষ্টা করেছি।

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার এলাকার পাঁচটি প্রসিদ্ধ ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমি শুনেছি কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যা তবে কি আপনি এর আশপাশেই থাকেন?আর হে সরষে ফুল নিয়ে ছবি উঠানোটা খুবই সুন্দর হয়েছে। অসাধারণ লাগছে ,আপনার মেয়েটিও বেশ কিউট মাশাল্লাহ। এ প্রতিযোগিতার মাধ্যমে আপনারা এলাকাটা দেখতে পেলাম এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার
    করার জন্য।

হ্যাঁ, আমি শুনেছি কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যা তবে কি আপনি এর আশপাশেই থাকেন?

  • সরি আপু ,আপনি হয়তো ভুল দেখেছেন ।আমি আমার পোস্টে কুয়াকাটা জায়গাটা কোথায়ও লেখেনি।
    কারণ ,আমার বাসায় গোপালগঞ্জে জেলা কোটালীপাড়াতে।
    আর এই সূর্য অস্ত এবং সূর্যোদয় এই ছবিটা আমি আমার বাসার সামনে একটা প্রজেক্টর এর এখান থেকে নিয়েছি। যেটা আমি আমার এলাকা থেকে দেখতে পাই।
  • হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন সরিষা ফুলের ছবিগুলো আমার নিজের কাছে একটু ভালো লেগেছে। তবে যদি কুয়াশা একটু কম থাকতো তাহলে আরো বেশি ভালো উঠতো। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
  • আপনাকে মনে আমি বুঝাতে পারিনি। আমি বলেছি কুয়াকাটা থেকে সূর্যাস্ত সূর্য একসাথে দেখা যায়। আপনার ওখান থেকে তো দেখা যায় তা আমার জানা ছিল না আজ প্রথম শুনলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আপনার এলাকার বিভিন্ন স্থানের আপনি ছবি ও সাথে তার ব্যাখ্যা সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে, আসলে আমরা যে এলাকায় বাস করি সেই এলাকা আমাদের জন্মভূমি এবং সেই এলাকায় আমাদের জীবন অনেক স্মৃতি জড়িয়ে আছে যে স্মৃতিগুলো আমরা কখনো বলে শেষ করতে পারবো না।

একদম তাই আমরা যে এলাকাতে জন্মগ্রহণ করি এটা আমাদের জন্মভূমি। আমরা যদি কাজের ক্ষেত্রে দূরের কোন এলাকাতে বা অন্য দেশেও চলে যাই।
তবুও কিন্তু মনে প্রাণে আমরা আমাদের এলাকাকে অনেক বেশি ভালোবাসবো এবং মিস করব। নিজের এলাকা নিজের মাতৃভূমি কখনো ই ভোলা যায় না। কারণ এই এলাকার সাথে স্মৃতিগুলো আমাদের ভুলে থাকতে দেয় না। ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

TEAM 5

Congratulations! Your comment has been upvoted through steemcurator08.

Curated by : @damithudaya

চমৎকার ভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে দিয়েছেন। সেই সাথে আপনি আপনার এলাকা সম্পর্কে আমাদেরকে অনেক কিছুই জানিয়েছেন। আসলে আমরা যে এলাকায় ছোট থেকে বড় হয়ি। সেই এলাকাকে আমরা অনেক বেশি ভালোবাসি। জন্মভূমিকে কখনো ভুলে থাকা সম্ভব নয়। আর এটা আমরা কখনো করতেও পারবো না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

এটা আমার জন্মভূমি, ছোট থেকে এ পর্যন্ত বড় হয় এলাকাতেই তাই এই এলাকা ভুলে যাওয়া কখনোই সম্ভব না। যত দূরেই যাই না কেন আর যত বিচিত্রময় জায়গা দেখি না কেন এই এলাকার মত পছন্দ আমার আর কোনটাই হয় না।
ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

খুব সুন্দর ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সেই সাথে আপনাদের এলাকার সম্পর্কে আপনি অনেক কিছু আমাদের জানিয়েছেন। সরিষার খেতে বসে যে আপনার ছবিটা তুলেছেন খুব সুন্দর লাগছে। আর বিভিন্ন স্থানের ছবির সাথে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। পাঁচটি ছবির সাথে পাঁচটি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য।

প্রচন্ড কুয়াশার কারণে খুব সুন্দর ভাবে তুলতে পারিনি তবে চেষ্টা করেছি ছবিগুলো খুব সুন্দর ভাবে তোলার জন্য।
আমারো বেশ ভালো লেগেছে আপনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন ধন্যবাদ।