Incredible India contest by @sduttaskitchen|photographs that are close to your heart.

in hive-120823 •  2 years ago 

Hello everyone



সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে থাকতে পেরে খুব ভালো আছি, আজকে আমি অ্যাডমিন ম্যামের আয়োজিত সাপ্তাহিক কনটেস্ট পোষ্টের মাধ্যমে অংশগ্রহণ করতে যাচ্ছি যার বিষয়বস্তু সত্যিই মন কেড়ে নিয়েছে,কারণ আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ কোন দিন, বা বিশেষ কোনো মুহূর্ত থাকে, যেগুলো ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আজকের কনটেস্টে আয়োজন করা হয়েছে,,,,

এবং আমি খুব বেশি আনন্দিত এত সুন্দর একটা কনটেস্ট এ অংশগ্রহণ করতে পেরে, আমরা প্রত্যেকেই বিশেষ কোন দিন বা মুহূর্তে ছবিগুলো ক্যামেরা বন্দী করে রাখি আর সেগুলো যদি পুনরায় আবার বিশ্লেষণ করা যায় তাহলে তো অন্যরকম একটা আনন্দের বিষয়,তাই আমি অ্যাডমিন ম্যামের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই,,,,

Share the story behind those photos.

আমার কাছে আমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা

প্রথমেই আমি বলতে চাই আমার মাকে নিয়ে মা সব সময় আমার হৃদয় জুড়েই থাকে, মায়ের ভালোবাসা তুলনা হয় না আর, আমার মা আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মা, মাকে নিয়ে বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে কিন্তুু আমার বলা শেষ হবে না ।শুধু একটা কথাই বলতে চাই সত্যি মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং ভালোবেসে যেতে চাই। বিয়ের পরে মাকে কাছে না পেলেও ক্যামেরা বন্দি করে রাখা মায়ের ফটো, সব সময় হৃদয় জুড়ে থাকে, মাঝে মাঝে মায়ের কথা খুব বেশি মনে পড়ে, আর নিজের অজান্তেই চোখে পানি চলে আসে । তখন আমি মায়ের এই ফটোখানি দেখি এবং নিজেকে সান্ত্বনা দিই মা তো আমার সাথেই আছে, সব সময় একটা কথা বলি মা যেখানেই থাকুক সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে।

আমার হাজব্যান্ড বা পরামর্শদাতা

এই ছবির পিছনে রয়েছে খুব সুন্দর একটি গল্প চলুন শেয়ার আমাদের বিয়ে টা পারিবারিক ভাবে হয়েছে , এটা ছিল আমাদের প্রথম দেখা যদিও আমি জানতাম না এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি গিয়েছিলাম কোচিং সেন্টারে ক্লাস করার জন্য,ক্লাস শেষে যখন বের হয়ে যেতে ছিলাম তখন , আমাকে আমার ম্যাম বললো নিচে তোমার জন্য একটা লোক দাঁড়িয়ে আছে। আমি তখনও বুঝতে পারি নি যে আমার সাথে তার এই রকম হঠাৎ করে দেখা হয়ে যাবে, বলে রাখা ভালো, বিয়ে ঠিক হলেও আমি তাকে এর আগে একবার ও দেখি নি। আমি নিচে গিয়ে দেখি এই লোক টা মানে, বর্তমানে আমার হাজব্যান্ড। এটা আমার কাছে এমন একটা ঘটনা এই ছবিটা যতবার দেখি ততবারই এই ঘটনা কথা মনে পড়ে যায়,,,,,,

আমার মেয়ে, এবং তখন যে অনুভূতিটা ছিল আমার

এই অনুভূতিটা না লিখে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, তবুও আমি আমার ভাষায় চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার এই দিন টা আমার এত কষ্ট হয়েছিল, ডাক্তার বলে দিয়ে ছিলো হয় মাকে বাঁচান, না হয় মেয়ে কে বাঁচান কিন্তুু আমার মনে হয়েছিল আমি না থাকলেও আমার বাচ্চাটা এই পৃথিবীর মুখ দেখুক। আমি চেয়ে ছিলাম দীর্ঘ নয় মাস কষ্ট করার পরেও আমার বাচ্চাটা যেন পৃথিবীতে আসতে পারে, এবং সবশেষে নিজেকে বাঁচিয়ে রাখার ভরসা ছেড়ে দিয়ে বাচ্চা টা কে পৃথিবীতে আনতে পেরেছি, এবং এই মায়া ভরা মুখ খানা দেখে আমিও যেন সুস্থ হয়ে গেলাম।

Introduce the people or place with us.

এই ছবি টা, ও এই জায়গা টা আমার কাছে খুব ভালো লাগে, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাড়ি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পছন্দের লাইব্রেরী সাথে ছিল তার কিছু ছবি সেখান দাঁড়িয়ে তোলা আমার ছবি। ছবি টা দেখলে ঐ জায়গাটার কথা মনে পড়ে যায়,,,,

অন্য ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বাবা মেয়ে সাথে তোলা একটি ছবি পিছনের যে নৌকা টা দেখতে পারছেন, ওটা কাছ থেকে দেখতে আরো অসম্ভব সুন্দর লাগে। আমরা যখন ভোট দিয়ে থাকি তখন নৌকা মার্কায় ভোট দেই, আমাদের দেশে একটাই মার্কা, সেটা হচ্ছে নৌকা মার্কা, সেই অনুসারে হয়তো এখানে এটা তৈরি করা হয়েছে। তাছাড়া পুরো জায়গাটাই আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে মন জুড়িয়ে যাওয়ার মতন একটি জায়গা।

এছাড়াও আমি আর একটা পরিচয় নিয়ে বাঁচতে চেয়েছিলাম,আমাদের গ্রামে কিছু ঝরে পড়া বাচ্চাদের নিয়ে আমি একটা স্কুল গঠন করেছিলাম, একটা এনজিওর মাধ্যমে ।বেশ কিছুদিন চালিয়ে ছিলাম কিন্তুু 'করোনা' সময় এটা বন্ধ হয়ে গিয়েছিলো, তবে আমার এই কাজের জায়গাটা ছিল আমার কাছে অনেক সম্মানের তাই আমি এই স্মৃতি গুলো ক্যামেরাবন্দি করে রেখেছিলাম,

What is the significance of the photographs; that you shared with us.

আমার জীবনে এই সম্পর্কগুলোর গুরুত্বপূর্ণ অনেক বেশি, যদিও সম্পর্ক গুলোর আলাদা আলাদা পরিচয় রয়েছে, তবুও এদের ভালোবাসা নিয়ে আমার জীবন, কারন আমরা সবাই জানি ,ভালো-মন্দ, খারাপ, আনন্দ এগুলো নিয়ে আমাদের জীবন। আর এই মানুষগুলোর ভূমিকা যদি আমার জীবনে না থাকতো, তাহলে হয়তো, আমার অনেক কিছুই অজানা থাকতো। সম্পর্ক গুলোর গভীরতা বুঝতে পারতাম না, এরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে,দিন শেষে ফিরে তাকালে এই সম্পর্ক গুলোর দিয়ে নিজেকে একটা শান্তিতে রাখা যায়,,,

আমার প্রিয় কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি @jyoti-thelight, @enamul17,@mile16, @patjewell , @mdrasel442, @dove11 এই আকর্ষণীয় বিষয়টিতে অংশগ্রহণ করার জন্য।
DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

I am Bangladeshi and I prefer to speak or write in Bengali language, also Bengali is my mother tongue I participated in the contest among you in my language, I hope you all like it, good luck to all

Thank You So Much For Reading My Blog
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সব ছেলে মেয়ের কাছে তার মা থাকে সর্বশ্রেষ্ঠ ।সেই সাথে আপনার হাজবেন্ডের সাথে প্রথম দেখা হওয়ার গল্পটাও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। যেখানে আপনি বলেছেন তার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। আপনি জানতেন না কিন্তু হঠাৎ করেই তিনি আপনার সাথে দেখা করতে গেলেন।

আমরা মেয়েরা মা মা হওয়ার যে কষ্ট রয়েছে। সেটা আমরা অনুভব করতে পারি। আমাদের মা আমাদের এই পৃথিবীতে কত কষ্ট করে নিয়ে এসেছে। সেটা আমরা তখনই অনুভব করে। যখন আমরা মা হই আসলে তখনকার ভাষা প্রকাশ করার মত কোন অর্থ হয়তো বা আমাদের কারো কাছেই থাকে না। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য

Loading...

আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।।। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি সেটার উপর খুব সুন্দর ভাবে সবকিছু উপস্থাপন করেছেন।।

আপনার জীবনের অনেক কিছুই আপনি আজকে আমাদের শেয়ার করেছেন ।।। আপনার বিয়ে হওয়ার কিছু ঘটনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।।। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্টটি পড়ে খুব সুন্দর ভাবে সকল কিছু গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য আশা করি এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন

জি আপু আর এভাবেই একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।।

ইনশাআল্লাহ ।

অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার
জীবনের স্রেস্ট ছবি গুলো আপনি আমাদের সাথে শেয়ার
করেছেন।যা দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে।

Welcome 🤗

আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

Thank you

Welcome my dear friend stay safe ❤️

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ফটোগ্রাফি চ্যানেল যে অংশগ্রহণ করার জন্য, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো তবে একটি জায়গায় আমার চোখের কোনে পানি চলে আসছিল সেটি হল বেবি হওয়ার আগে যে গল্পটা শেয়ার করছেন ওটি পড়ে মায়ের ভালোবাসা আসলেই নিঃস্বার্থ যেটা আপনার লেখার ভিতর খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন। আমি স্যালুট জানাই প্রত্যেক মাকে।

আপনি খুব সুন্দর করে আমার প্রশ্নের মন্তব্য করেছেন যেটা দেখে আমি খুব খুশি হয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট দিয়ে এভাবেই পাশে থাকবেন আশা করি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

You've shared some beautiful photos with us. I can see why these photos are of great value to you.
I am so glad that you could manage to keep a photo of the children of the school that you have started. I'm sure this was a precious time, not only in your life but also for those of these children.

Good luck with the contest, and thank you for the invitation.

Thank you very much for a very nice comment, I am really happy with your comment.Best wishes to you

আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আজকে দিয়েছেন ।এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আপনার মেয়ের জন্মের সময় কার ছবি টি ।আসলে একটি ছবি নয় এটি একটি মুহূর্ত এটা আমরা সবাই চাই ক্যামেরা বন্দী করে রাখতে। আপনিও ধরে রেখেছেন খুব ভালো লাগলো। এছাড়া সন্তান জন্ম দিতে গিয়ে যে কঠিন পরিস্থিতি সম্মুখীন আপনি হয়েছিলে

আপনি তাও জানিয়েছেন। খুব ভালো লাগলো। আপনি সাহসিকতার সাথে সেই চরম সময়টি অতিক্রম করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালোথাকবেন।