First of all, I am starting with a lot of love to everyone. I am @karobiamin71 speaking from Bangladesh. Hope you all are well and I am very happy to be with you, first of all, I want to thank admin @sduttaskitchen mam for organizing such a beautiful thing above contest among us. After watching this contest I have so much I like that I came without delay to participate in the competition. And I had a memorable day. To share with you, this day will always be remembered in the pages of my memory, so let's share it with you.
আমাদের জীবন টা কত অদ্ভুত তাই না, কত শত স্মৃতি থাকে যেগুলো সব সময় নিজের ভিতর ধরে রাখা যায় না, কিন্তুু কিছু স্মৃতি আছে যেগুলো কখনো ভোলা সম্ভব নয়। আমার বেশ ভালো লাগছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার পুরনো দিনের স্মৃতিগুলো আবার মনে করতে পারতেছি।
Share one memorable day through a diary game.
আমার স্মরণীয় দিন টা হলো, কলেজে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া
স্মরণীয় দিন এজন্যই বলতে চাই, আমি কখনো আগে কোথায় এই ভাবে ঘুরতে যাই নি, তাই এই দিনটা আমার কাছে হয়ে থাকবে স্মরণীয় একটি দিন। তাছাড়া কলেজের বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছি, সাথে আমার মেয়ে কে নিয়ে গিয়েছিলাম। এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আমি বেশ কিছুদিন আগে থেকেই ভাবতাম আমি কোন একদিন ওই জায়গা টা তে ঘুরতে যাব কিন্তুু, কখনো কাউকে বলি নি।
কলেজ থেকে আমাদের বিভাগে সবাই মিলে ঘুরতে গিয়ে ছিলাম। এবং সেখানে গিয়ে অনেক মজা করেছি, অনেক মজার মজার খাবার খেয়েছি এবং সেই জায়গা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, কিছু কিছু ছবি যেগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিতে পেরেছি স্মৃতির পাতায়। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটার নাম হলো, গোপালগঞ্জ জমিদার বাড়ি। সবচেয়ে বড় কথা আমার বড় শখ ছিলো, গোপালগঞ্জ জমিদার বাড়ি যাওয়া তাই নিজের সখ টা নিজেই পূরণ করতে পেরেছি, তাই এটাই আমার সবচেয়ে বেশি ভালোলাগা। তাই এই দিনটা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
Mention the reason why that day is still memorable for you.
তখন ২০২০ সাল কিছুদিন হলো অনার্স ভর্তি হয়েছি, কলেজ থেকে সবাই কে পিকনিকে নিয়ে যেতে চেয়ে ছিলো, কিন্তুু কোন এক সমস্যার কারণে তখন আর যাওয়া হলো না। পরবর্তীতে আমার কিছু বান্ধবী বলল আমরা সবাই যাব তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। বাসায় এসে একটা কথাই শুধু মাথায় ঘুর ছিলো, যে ভাবেই হোক সবাই কে রাজি করাতে হবে ।এবং আমি ঘুরতে যাব কারণ, আমার ঘুরতে যাওয়া প্রতি সবসময় অন্য রকম একটা টান ছিল।
বিয়ের আগে আমার আম্মু কখনো আমাকে কোথায় ঘুরতে যেতে দিত না। এই জিনিস টা জন্য আমার খুব বেশি খারাপ লাগতো কিন্তুু, বিয়ের পর আমার হাসবেন্ড আমার কোন কিছুতেই কখনো না বলে না। তাই প্রথমে একটু মনের সাহস পাচ্ছিলাম, তাই আমি তাকে এই বিষয় টা আগে জানিয়েছি। সে আমাকে বলল তুমি সেটা ভালো মনে কর, পরবর্তীতে বললাম ভয় নাই আমি একা যাচ্ছি না সাথে করে মেয়ে কে ও নিয়ে যাচ্ছি।
পরবর্তীতে বিষয় টা আমি আম্মু কে জানিয়েছি আমার আম্মু শুনে প্রথমেই আমাকে না বলে দিলো তারপরে আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করেছি। আর আমি জানতাম আমার আম্মু কেন আমাকে কখনো একা কোথাও যেতে দেয় না, কারণ মায়ে রা সবসময় সন্তানের ভালোই চায় কখনো সন্তানদের একা ছাড়তে চায় না। সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে সব সময় ছোট থাকে। তাই আমি বলব আমার কাছে এই দিনটা আজও স্মরণীয় দিন, কারন ঐ দিন আমার জন্মদিন ছিলো তাই নিজেকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া, নিজেকে অন্যরকম ভাবে সময় দেওয়া, ওখানে গিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি তাই এটা আমার কাছে সব সময় স্মরণীয় দিন হয়ে থাকবে।
Share the day from morning to night while describing the reason.
ঐ দিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি
12/3/2022 এই দিন খুব সকালেই ঘুম থেকে উঠেছি, উঠে নামাজ পড়ে প্রথমে ঘর টা গুছিয়ে নিয়েছি, আমার শাশুড়ি আগে থেকেই জানতো আমি আজ ঘুরতে যাব তাই তো সকলে উঠে নাস্তা রেডি করে রেখেছিল, সবাই মিলে সকালে খুব তাড়াতাড়ি নাস্তা করে নিলাম, মেয়ে কে ও রেডি করেছি, তখন প্রায় 7:00 টা বাজে আমি এবং আমার মেয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি এবং যেখান থেকে গাড়ি ছেড়ে দিবে সেখানে এসে উপস্থিত হয়েছি,,
প্রায় 9:00 টা বাজে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, গোপালগঞ্জ ওলপুর জমিদার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে, এই জমিদার বাড়ি রাজা ভারতে আসাম থেকে এসে ছিলেন, এবং এই রাজার বংশধররা এখন ভারতেই থাকেন বলে জানা গেছে। গাড়ি চলতে চলতে প্রায় জমিদার বাড়ির গেটের সামনে এসে পৌঁছেছে, আমরা গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে বাড়ির চার পাশ টা খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করেছি, সত্যি এক কথায় মনো মুগ্ধকর একটা পরিবেশ ছিল। খুব সুন্দর একটা দিঘী ছিল যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ ছিলো, এবং জমিদার বাড়ি টা তো দেখতেই পাচ্ছেন কত বড় ।এর ভিতরে অনেক ধরনের পশু পাখির মূর্তি তৈরি করা আছে।
এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছিলাম অন্যদিকে আমার মেয়ে কোন পশু পাখির মূর্তি ভয়ে ধরতে চাচ্ছিল না, এরপরে মা মেয়ে মিলে খুব সুন্দর ছবি তুলে নিলাম । সাথে ছিল আমার কিছু বান্ধবীরা ছিলো, ওরা আমাকে অনেক হেল্প করছে বিশেষ করে আমার মেয়েকে নিয়ে আমার একদম কষ্ট হয়নি। দুপুরে খাবার দিয়েছিল বিরায়িনি সাথে রোস্ট এবং দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ জমিদার বাড়িতে রেস্ট করে নিলাম। এরপরে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই রওনা করলাম। 5:00 টা বেঁচে গিয়ে ছিলো, এইভাবে আমি আমার স্মরণীয় দিনটি পার করেছিলাম যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত হয়েছি।
I am Bangladeshi, and I feel more comfortable writing and speaking in Bengali. So in this competition, I wrote in Bengali language. Through this contest I have shared with you about one of my memorable days, I hope you will enjoy it a lot. If you like it, you will support it, thank you very much.
আমার প্রিয় কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি, @mile16, @patjewell , @mdrasel442, @dove11, @graceleon ,@solaymann, @goodybest,@pelon53,@jyoti-thelight,@lirvic. এই আকর্ষণীয় বিষয়টিতে অংশগ্রহণ করার জন্য
ধন্যবাদ আপনাকে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে সবগুলো বিষয়ের উপর যথাযথ উত্তর দিয়েছেন।। আজকের এই প্রতিযোগিতায় আপনি আপনার স্মরণীয় দিন সম্পর্কে অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার পোস্টটি পড়েছেন এবং খুব সুন্দর একটি কমেন্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারাও ধন্যবাদ আপু।। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মানুষের আসলে কম বেশি ঘুরতে যাওয়া উচিত। এতে মন চেন্জ হয়।আমি সবসময়ই চেষ্টা করি পরিবার এর সদস্যদের নিয়ে কোথাও না কোথাও যেতে।সবসময় যে পারি এমনও না তবে চেষ্টাটা থাকে।
আপনার গোপালগঞ্জ জমিদার বাড়ি র ঘুরতে যাওয়ার কথা জেনে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য এবং কমেন্টের মাধ্যমে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মা আপনাকে কোথাও বেড়াতে যেতে দিত না এবং মানা করত। সবচেয়ে ভালো লেগেছে যে এই বিষয়টি আপনি খুব পজিটিভলি নিয়েছেন এবং বুঝতে পেরেছেন কেন উনি মানা করতো। আপনার মায়ের সাথে আপনার বন্ডিংটা আমার খুব ভালো লেগেছে।
আপনি খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি ও বেড়ানোর স্মৃতি প্রকাশ করেছেন। লেখাটিতে আপনার সরলতা প্রকাশ পেয়েছে।
প্রতিযোগিতায় আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা তো আমরা সবাই জানি মা আমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। বিশেষ করে মেয়েদেরকে নিয়ে তাই হয়তোবা আপনার মা বিয়ের আগে আপনাকে কোথাও ঘুরতে যেতে দেয়নি। কিন্তু বিয়ের পরে আপনি আপনার কলেজের বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছেন। সেই বিষয়টা আজকে আপনি আমাদের সাথে উল্লেখ করেছেন।
সেই সাথে আপনি প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন। এবং আপনি লিখেছেন আপনি ওই দিন ঠিক কি কি করেছেন অনেক বেশি মজা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টে পড়েছেন এবং খুব সুন্দর ভাবে কমেন্টের মাধ্যমে উপস্থাপনা করেছেন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিষয়টি কে। আসলেই কিছু কিছু দিন আছে যা মনের মণিকোঠায় আজীবন ধারন করে রাখা যায়। আপনার ও এমন একটি দিন আমাদের সাথে শেয়ার করেছেন।আপনিওআপনার মেয়ে ঘুরতে গিয়েছিলেন জমিদার বাড়িতে সাথে আপনার বান্ধবীর ও ছিল খুব মজা করেছেন সেখানে সবাই মিলে।আর ছবি গুলো অনেক সুন্দর। আমি কখনো ঐ দিকে যাইনি। আপনার পোস্টটি দেখেযেতে খুব ইচ্ছে করছে।দেখি সময় করে যাব। ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট করার জন্য এবং খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 2
Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit