Photo edited by canva
সর্বপ্রথম আমি এডমিন ম্যাম কে ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য, আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে নতুন জিনিস সম্পর্কে অনেক ধারণা নিতে পারি। এছাড়াও নিজের মতামত কে তুলে ধরতে পারি। ফ্যাশন মানে আমার কাছে নিজেকে পরিপাটি রাখা, আর ফ্যাশন ছাড়া দৈনন্দিন জীবন চলা পরিপূর্ণ হয়ে ওঠে না। চলুন তাহলে আমার ফ্যাশন নিয়ে কথা বলি এবং বিস্তারিত শেয়ার করি।
1. What does fashion mean to you? |
---|
আমার কাছে ফ্যাশন মানে, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা,আমার কাছে দৈনন্দিন জীবন ফ্যাশন ছাড়া পরিপূর্ণ পায় না, আমি বিশ্বাস করি ফ্যাশান এমন একটা জিনিস যে টা পড়ে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি,আমার ভিতরের আত্মবিশ্বাস আরও বেশি বাড়িয়ে দেয়। সবচেয়ে বেশি ভালো লাগার দিক হলো নতুন পোশাক পরলে, নিজের ভিতরে একটা অন্যরকম আনন্দ চলে আসে এতে শরীর ও মন টা বেশ ভালো থাকে। সবশেষে আমি মনে করি ফ্যাশান মানুষের জীবন উন্নতি করে।
2. Do you believe our fashion sense somehow represents our personalities? Describe. |
---|
প্রশ্নের উত্তর দিতে আমি বলব হ্যাঁ, আমি বিশ্বাস করি ফ্যাশান আমাদের ব্যক্তিত্বের প্রতিনিধি করে আমরা যেখানেই যাই। বর্তমানে ফ্যাশন করে মডেলিং হচ্ছে, এবং নিজেকে সেলিব্রিটি করে তুলছে, নিজের ব্যক্তিত্ব টা কে আরও বেশি পরিপূরক করছে। যে টা দ্বারা অন্যের মাঝে আরও বেশি সুনাম অর্জন করা সম্ভব হয়। ফ্যাশন হলো আমাদের নিত্য প্রয়োজনীয়, তবে এই ফ্যাশন দ্বারা আমাদের ব্যক্তিত্বের আরো বেশি বিকশিত করা যায়।
3. Do you think we must wear something that we should carry well? Justify. |
---|
অবশ্যই, আমি মনে করি আমাদের এমন কিছু পোশাক পরিধান করতে হবে। যেটা আমরা পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করি, আমাদের প্রত্যেকের এই এমন পোশাক পরিধান করা উচিত। যেটা খুব সুন্দর ভাবে আমার বহন করতে পারি।
যদি এমন হয় জামার থেকে পায়জামা টা অনেক বড় সে ক্ষেত্রে আমাদের কখনোই নিজেকে ফিট লাগবে না। এবং সৌন্দর্য টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যেটা নিজের কাছে পরিপাটি না, সেই রকম পোশাক বহন করাও উচিত নয়। তাই আমাদের সব সময় নিজের শরীরের সাথে মিলিয়ে, এমন পোশাক বহন করা উচিত যেটা আমরা খুব ভালোভাবেই নিতে পারি।
4. What do you mostly like to wear in your regular lifestyle and occasions? Why? |
---|
এই প্রশ্নটি বেশ ভালো লেগেছে,
- আমি দৈনন্দিন জীবনে সব সময়, থ্রি পিস পড়তে বেশ পছন্দ করি। এটা আমার কাছে বেশ আরাম দায়ক মনে হয়, এবং খুব অনায়াসে এই টা নিতে পারি। এবং নিজের কাছে ও নিজেকে অনেক বেশি ভালো লাগে।
যদিও নারীর সৌন্দর্য শাড়িতে এই বেশি ফোটে, তাই আমি সব সময় কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য শাড়িটা এই পছন্দ করি। এছাড়াও আমাদের এলাকার তে এটা বেশ প্রচলিত এখনো কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য বউদের শাড়ি পড়তে হয়,এবং এটা আমার কাছে বেশ ভালো লাগে।
তবে, আমার পছন্দের পোশাক হলো বোরখা, এটা আমি অনেক বেশি পছন্দ করি কারন, যখন যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার জন্য, খুব দ্রুত আপনাকে রেডি করে দিবে। এক কথায় হঠাৎ কোথায় যেতে হলে আপনাকে আর পোশাক চেঞ্জ করতে হবে না। এছাড়াও নিজেকে বেশ সুরক্ষিত রাখা যায় এই পোশাকের মাধ্যমে। তাই আমি এ পোশাক টা বেশি পছন্দ করি।
ও হ্যাঁ আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি @piya3,@jakaria121,@sayeedasultana, @isratjahanpriya, @pijushmitra, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
দারুন বলেছেন আপু, আপনার ফ্যাশন শব্দের অর্থ বা এটা সম্পর্কে আপনার অভিমত আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে।
তাছাড়া আপনি প্রতিযোগিতায় উল্লেখিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এই প্রতিযোগিতায় আপনার সফলতা প্রার্থনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You actually look very good in the burqa, I appreciate your dress sense too and more importantly how you stressed more about fashion it self. Great writeup and kudos.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফ্যাশন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। ফ্যাশন মানে হচ্ছে নিজেকে গুছিয়ে রাখা, এবং পরিপাটি থাকা। একদমই ঠিক বলেছেন, একটা মানুষ যখন পরিপাটি থাকে। তখনই কিন্তু তার আসল সৌন্দর্য ফুটে ওঠে। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর ভাবে ফ্যাশন সম্পর্কে আপনি আপনার মতামত তুলে ধরেছেন। মানুষ যে পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করে তাকে সেটাই পরা উচিত এ সম্পর্কে আমি আপনার সাথে একমত।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ আপনি ফ্যাশন নিয়ে বেশ কিছু বিষয় বস্তু সম্পর্কে তুলে ধরেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ৷
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit