Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in hive-120823 •  last year 

Black Islamic Quote Instagram Post.pngPhoto edited by canva

  • প্রথমেই,

আমি এই কমিউনিটির প্রাণ@sduttaskitchen ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি বিষয়ের উপরে প্রতিযোগিতার এর আয়োজন করার জন্য। আমি খুবই আনন্দিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।
আমি বিশ্বাস করি সময় হলো:- আমাদের জীবনে সবচেয়ে বড় একটা শিক্ষক, কিন্তু এই সময় আমরা মাঝেমধ্যে হেলায় ফেলায় কাটিয়ে দেই, কিন্তুু কথায় আছে "দাত থাকেতে দাঁতের মর্ম দাও" তাই আপনাদের উচিত সময় থাকতে সে সময়টা কে খুব সুন্দর ভাবে কাজে লাগানো।
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

Do you believe time is the best teacher? Describe
এই প্রশ্নের উত্তর আমি বলব হ্যাঁ,আমরা এই সময় টা কে দুই ভাবে কাজে লাগাতে পারি।
  • প্রথমত এই সময় কে কাজে লাগিয়ে জীবনের সফলতা অর্জন করতে পারি।
  • দ্বিতীয়ত এই সময়ের অপব্যয় করে আমরা ধীরে ধীরে নিজেকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে।

তবে, মনে হয় এই দুটো থেকে কিন্তুু আমরা শিক্ষা নিতে পারি।সময় যে আমার জীবনে বড় শিক্ষক এটা আমি প্রমাণ পেয়েছি।

প্রশ্নের উত্তর টা দিতে গিয়ে আমি খানিক টা কয়েক বছর পিছনে চলে গিয়েছিলাম, আমি যখন ক্লাস দশম শ্রেণীতে পড়ি, টেস্ট পরীক্ষার আগে পড়া লেখার প্রিপারেশন ছেড়ে দিয়ে,, কেমন যেন একটু অন্য রকম হয়ে গিয়েছিলাম,, মানে প্রথম প্রথম কাউকে ভালো লাগলে যে অবস্থা হয় আর কি! টেস্ট পরীক্ষার রেজাল্ট যখন একটু খারাপ হলো তখন আমি বুঝতে পেরেছিলাম।আমার জীবনের সময়ের মূল্য কত বেশি, সময় আমার জীবনে একজন বড় শিক্ষক। এইটা আমি তখন বুঝতে করতে পেরেছিলাম। আর আমি বিশ্বাস করি এই সময় কে আমাদের সঠিক ভাবে কাজে লাগানো উচিত। আর আমার মনে হচ্ছে বর্তমানে আমি সময় কে সঠিক ভাবে কাজে লাগানো চেষ্টা করছি।
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

Have you ever gone through any circumstances where you got your answer with time?

আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমি এরকম কঠিন পরিস্থিতির মাধ্যম দিয়ে গিয়েছি, এবং সময়ের সাথে আমার উত্তর পেয়েছি।

  • এই প্রশ্নের উত্তর টা দিতে গিয়ে আমার নিজের অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা আমার আনন্দের এবং দুঃখের একটা গল্প শেয়ার করছি,

মনে বড় আশা ছিলো,অনলাইন জগতে কাজ করবো,ঘরে বসে কেউ জানতে পারবে না, এমন কি পাশের বাসার আন্টি ও জানতে পারবে না, অন্য সবার মত আমিও টাকা দিয়ে ভর্তি হলাম এবং এই প্লাটফর্মে কাজ করা শুরু করলাম তবে, অনেক শাসন এবং ভয় দেখিয়ে কাজ শুরু করা হলো আমাদের, ঠিক তখন কি করা দরকার? বা কি করলে ভালো হবে আমার এই কাজের জন্য ?কোনটাই কিন্তুু মাথায় ছিল না তখন শুধু নিজেকে নিজে প্রশ্ন করে যেতাম এবং হতাশায় ভুগতাম। এবং কোন দিকে যাব কি করবো কারো কাছ থেকে কোন হেল্প পায়নি আমি।

একদিন Incredible India কমিউনিটিতে পোস্ট করলাম, সবার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো, সবাই ডিসকর্ডে এত নিখুঁত ভাবে সাপোর্ট দিয়েছে যেটা সত্যি প্রশংসা না করলেই নয়,এবং নিজেই মনে মনে ভেবে নিয়েছি যতদিন এই প্লাটফর্মে আছি, ততদিন এই কমিউনিটিতে থাকবো আশা করি, আর অবশেষে এখন আলহামদুলিল্লাহ, ওই মানুষ গুলোকে দেখিয়ে দিতে পেরেছি। এটাই আমার কাছে অনেক কিছু, এর থেকে বড় পাওয়া আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি । যেটা ওই সময় যদি এই সিদ্ধান্ত না নিতাম তাহলে হয়তো আজ এখানে দাঁড়াতে পারতাম না। হয়তো আপনাদের সাথে শেয়ার করা হতো না।

তাই আমি বিশ্বাস করি, সময় কে সঠিক ভাবে কাজে লাগিয়ে জীবনে সফল তা অর্জন করা সম্ভব।

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any.
  • এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি, যখন আমার ভালো সময় কেটেছে বন্ধু- বান্ধবের সাথে, অর্থ দিয়ে কুশলাদি সম্পূর্ণ করতে পেরেছি। তখন কিন্তু আমার বন্ধু ,আত্মীয় আমার কাছে থেকেছে রয়েছে,

আর যখন আমি বিপদে পড়েছি, আমার অর্থ ফুরিয়ে গিয়েছে, হতাশায় ভুগছি ছিলাম। তখন কিন্তুু আমার বন্ধু আমার পাশে পাইনি, আমাকে সান্তনা দেবে বলে, ওই সময় টা তে আমি বুঝতে পেরেছি, একজন প্রকৃত বন্ধু চেনা যায় সময়ের সাথে। আর তখন আমি অনেক বড় একটা অভিজ্ঞতা নিজের ভিতরে ধারণ করতে পেরেছি। তবে হ্যাঁ, মানুষের দিন সব সময় কিন্তুু কখনো একভাবে যায় না, কিন্তুু সময় চিনিয়ে দিয়ে যায় কাছের সবকিছু। অবশেষে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি তবে, ওই সকল মানুষের মুখোশ গুলো চিনতে পেরেছি। আর এগুলো চিনতে শুধু আপনার একটু প্রয়োজন হবে সময়। সময় সবকিছু বলে দেবে, তার এই বিশ্বাস করি সময় আমাদের জীবনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে।

যাইহোক, আর বড় করতে চাই না। চেষ্টা করেছি প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেয়ার জন্য জানি না কতটুকু পেরেছি, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাইকে।

ও হ্যাঁ আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি @kingporos,@adriancabrera,@mainuna,@fantvwiki,@winkles এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং তাদের এলাকার ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সাথে আমিও একমত যে, আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। সেই আমাদের হাত ধরে শিখিয়ে দেয় কি করতে হবে আর কি করতে হবে না।
আপনি খুবই চমৎকারভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। পড়ে আনন্দ পেলাম।প্রতিযোগিতায় আপনার সাফল্য বলে মনে করছি
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

প্রতিটা সময় আমি সময়ের কাছ থেকে অনেক বড় কিছু পেয়েছি যখন সেটাকে ভালোভাবে কাজে লাগিয়েছি।
শুনে বেশ ভালো লাগলো আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আপনি পোস্ট করতে পারছেন এবং বেশ আনন্দ উপভোগ করেছেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Thank you

আপনি ছোট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন সময় আসলে কি করে মানুষকে শিখিয়ে দেয়। আপনার মত একই পরিস্থিতিতে আমরাও গিয়েছি। তাই আপনার প্রতিটা কথার মর্ম খুব ভালোভাবে অনুধাবন করছি। আপনি প্রতিটি মুহূর্তকে আপনার শিক্ষক হিসেবে গণ্য করেছেন। এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রতিটি প্রশ্নের উত্তর আপনি চমৎকারভাবে দিয়েছেন। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য, আমরা খারাপ পরিস্থিতি মুখোমুখি না হলে বুঝতেই পারি না ওই সময়ের কষ্টটা আর ওই খারাপ পরিস্থিতি যখন কাটিয়ে ভালো, পরিস্থিতি বা ভালো সময়ে চলে যায় তখন আমরা খারাপ সময়টাও ভুলতে পারিনা।

সময় আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষক। আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সময়কে কাজে লাগিয়েছেন। আপনার টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আপনি বুঝতে পেরেছেন। আপনার জীবনের সময়ের গুরুত্ব কতটুকু। সেই সাথে কমিউনিটিতে কাজ করার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই কাজ করবেন যতদিন এই প্লাটফর্মে টিকে থাকবেন।

অবশ্যই কঠিন সময় আমাদেরকে আপন মানুষগুলো চিনতে খুবই সাহায্য করে। আপনি আপনার বান্ধবীকে খুব ভালোভাবে চিনতে পেরেছেন। আসলে একজন ভালো বন্ধু থাকা জীবনে খুব প্রয়োজন। ধন্যবাদ চমৎকার ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন।

সময় আমাদের জীবনকে পাল্টে দিতে পারে সময়ের সঠিক মূল্যায়ন যে ব্যক্তি করতে পারে না সে সবসময় পিছিয়ে পড়ে। সময় তার গতিতে চলে আর আমাদের সেই গতি ধরে জন্য সময়ের সাথে চলতে হবে।

এটা একদম সঠিক কথা বলেছেন যে দাঁত থাকতে আমরা যেমন দাঁতের মর্ম বুঝি না তেমনি সময় থাকতে আমরা সময়ের মর্ম বুঝি না, খালি সময়ের অপব্যবহার করি। সময় যে কতটা মূল্য আমরা প্রত্যেকেই সেটা জীবনের বেশ কিছু মুহূর্তে উপলব্ধি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য,
আমার মনে হয় সময় এমন একটা জিনিস যেটাকে আমরা যদি সঠিক এবং প্রপার ভাবে কাজে লাগায় তাহলে সেখান থেকে অনেক ভালো ফলাফলে পাই।
আর এই সময় যদি আমরা অপব্যবহার করি হেসে খেলে দিন পার করি তাহলে এর ফলাফল জিরোই দেখাবে। তাই বলেছি আমাদের প্রত্যেকেরই উচিত সময় থাকতে সময়ের মূল্য দেওয়া।