Photo edited by canva
জীবন টা অনেক টা যুদ্ধের ময়দানের মতন জয় পরাজয় দুটাই আছে।বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে মনের অবস্থা যে কোন পর্যায়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও এভাবে তো আর জীবন থামিয়ে রাখা যাবে না সময় চলে যাচ্ছে দিন পার হয়ে যাচ্ছে।
তাই নিজেকে খানিক টা ভালো রাখার জন্য মনটা ভালো করার জন্য মেয়ে এবং শাশুড়ি আম্মাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, কারণ বাসায় বসে থাকলে নানান ধরনের কথা মাথার মধ্যে দিয়ে ঘুরতে থাকে ,মনটাও ভীষণ খারাপ থাকে তাই মনে হলো এভাবে মন খারাপ করে না থেকে কোথাও ঘুরতে গেলে কিছুটা হলেও হালকা লাগবে।
কারণ,যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে হয়তো ভাগ্যে এ পর্যন্ত তিনি আমাদের জন্য ছিলেন, তাই কিভাবে সামনের দিনগুলো ভালো কাটানো যায় পরিবারের মানুষগুলো কে স্বাভাবিক পর্যায়ে আনা যায় নিজেদের কে ভালো রাখা যায়, সেটা নিয়ে চিন্তা করাই ভালো,যদিও কিছু কিছু স্মৃতি থাকে যদিও ভোলা যায় না মনে পড়লে একটা আঘাত লাগে তবে, মনটা ভালো রাখার জন্য মাঝেমধ্যে খানিক টা ঘোরাঘুরি করা যেতেই পারে।
তাই বিকাল বেলা নিচে গিয়েছিলাম,সত্যি বাহিরে বের হওয়ার পরে বেশ ভালো লাগছিলো এই পরিবেশ টা দেখে,আমাদের ভিতরে এখানে একটা স্মৃতিসৌধ আছে , আর তার আশেপাশে দিয়ে এরকম গাঁদা ফুলের বলা যায় ছোট্ট বাগান, ফুলগুলো দেখতে যে আমার কাছে কি ভালো লাগছিল দুই পাশ দিয়ে ফুল মাঝখান দিয়ে রাস্তা।
শুধু কি গাঁধা ফুল এখানে ছিলো অনেক ধরনের ফুল লাল নীল হলুদ , তবে লাল রঙের এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে খানিক টা কাগজের মতন, এরপরে এর চারপাশ দিয়ে বেশ খানিক টা সময় হাটাহাটি করলাম গল্প করলাম।
আরে এর মাঝেই কখন যেন মনটা ভালো হয়ে গেলো,খেয়াল করলাম শাশুড়ি আমারও এখানে ঘুরতে এসে ভীষণ ভালো লেগেছে, আমি চেষ্টা করছি তার মানসিক চাপটা কিছুটা কাটিয়ে উঠানোর জন্য। আর সেজন্যই আমার এই ছোট্ট চেষ্টা,,
খেয়াল করলাম আমাদের সাথে সাথে এখানে অনেক ভাবী এই এসেছে ঘুরতে বাচ্চাদের কে নিয়ে, বসে বসে বাচ্চাদের এই দুষ্টুমি গুলো দেখতে অনেক ভালো লাগছিলো,এত সুন্দর ফুল আর যদি কয়েক টা ভালো ছবি না তুলি তাহলে কেমন হয়ে গেল না, তাই চমৎকার কয়েক টা ফটোগ্রাফি করলাম এই মন খারাপের সময় ও এই ছবিগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে।
এত সুন্দর একটা জায়গা যতই মন খারাপ থাকুক না কেন, অবশ্যই ভালো হয়ে যাবার কথা আমার তো অনেক ভালো লেগেছে পড়ন্ত বিকালে এখানে ঘুরতে এসে, বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করার পরে সূর্য ডোবার আগেই বাসার দিকে চলে গেলাম। খুব একটা দূরে নয় হেঁটে গেলে দুই চার মিনিটের লাগে,,।
বাসায় যাবার আগে ক্যান্টিনে গিয়েছিলাম। একটু হালকা নাস্তা করলাম এর পরে মেয়ে এবং শাশুড়ি আম্মাকে নিয়ে বাসায় ফিরে আসি। খুব ভালো একটা বিকাল কাটিয়েছি বেশ কয়েকদিন পরে।
যাইহোক সবাই ভালো থাকবেন সুস্থ, থাকবেন আল্লাহ হাফেজ।
মন ভালো করার জন্য একদম সঠিক জায়গায় গিয়েছেন, আপনি যদি আমার মন খারাপ হয়ে যায় বা খুব কষ্ট লাগে তখন আমি ফুলের বাগানের দিকে চলে আসি,
বিশেষ করে আপনার প্রত্যেকটি ফুলের ছবি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে,
ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা পড়ে মনে হল,মন খারাপের সময় একটু বাইরে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্য আসা সত্যি কতটা প্রশান্তিদায়ক হতে পারে ।গাঁদা ফুলের ছোট্ট বাগান রাস্তা দুইপাশে সৌন্দর্য আর কাছের মানুষদের সঙ্গে কাটানো সময় সব মিলিয়ে একটা সুন্দর বিকেলের ছবি চোখের সামনে ভেসে উঠলো।
আশা করি, আপনার এই ছোট্ট চেষ্টা আপনাদের সবাইকে আরো ভালো রাখবে ।আল্লাহ আপনাদের মনের শক্তি দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভালো করার জন্য ঘুরতে গিয়েছেন আসলে মন খারাপ থাকবে আবার কিছু বিনোদনের মধ্য বা ঘোরাফেরা জায়গার মধ্যে থাকলে মনটা ভালো হয়ে যায়। এটা আপনি ঠিক কাজ করেছেন কোথাও আপনি ঘুরতে গিয়ে মনটা অন্তত ভালো করেছেন আশা করি। এবং আপনার ঘুরতে যাওয়ার যে ফটোগ্রাফি গুলো সেগুলো দেখে তো মন ভালো না হয়ে থাকবে কোথায়। কারণ ছবির ধারণ করা জায়গাটি অসাধারণ ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি দারুণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit