শুরু করছি সকাল থেকে, সকালের দিকে প্রচন্ড কুয়াশা ছিলো,তাই খুব ভোরে ঘুম থেকে উঠি নি, উঠবো উঠবো করে আটটা বাজে ঘুম থেকে উঠেছি।
- এরপরে শাশুড়ী মায়ের সাথে সংসার কিভাবে আরো উন্নত করা যায়, সেই বিষয়ে কথা বলতে বলতে চা-বিস্কুট খেলাম,, আমার মনে হয় ঘরের বউ দের মাথায় যে চিন্তা থাকে তার থেকেও হাজার গুন চিন্তা থাকে শাশুড়িদের মাথায়।
এইটা ওইটা সেইটা কত কি! সবদিকে যেন খেয়াল দিতে হয় কোন দিকে একটু খেয়াল দিতে ভুলে গেলে সমস্যায় ভুগতে হয়, এরপরে সকাল রান্নার জন্য চিন্তা করা হলো তবে ভাত থাকার কারণে আমি আর রান্না করতে বলিনি। সকালের নাস্তা করেছিলাম কালকের তরকারি সহ ডিম এবং ভাত গরম করে।
এরপরে মেয়ে কে নিয়ে গিয়েছিলাম পুকুর পাড়ে, আমার শশুর যেতে বলেছে বর্তমানে গ্রাম অঞ্চলে ধান লাগানোর কাজ পড়ে গিয়েছে , যারা আমাদের ধানের চারা তুলছে তাদেরকে বলতে গিয়েছিলাম চারাগুলো যেন ধুয়ে দেয়,, মোটামুটি আমি আসার আগেই সবগুলো জমি লাগানো হয়ে গিয়েছে শুধু একটা জমি বাদ রয়েছে।
আমার শ্বশুরের বেশ অনেকগুলো জমে আছে তবে হাতে গোনা কয়েকটা জমি তিনি নিজের হাতে লাগান,,তাও আবার অন্য মানুষকে দিয়ে করাতে হয়, এরপরে সব কিছু হিসাব করলে দেখা যায় লাভ খুব একটা থাকে না। কিন্তু ওই যে আমার শ্বশুরের কথা নিজের জমি থাকতে কেন ধানের সময় ধান লাগানো হবে না।
তাই এখন আর আমরা তাকে কেউ নিষেধ ও করি না, আবার দেখা যায় নিজের আজ জমি করলে ধানটা কিনতে হয় না চালটা ঘর থেকে খাওয়া যায়,, তবে আমার কাছে ধানের কাজ খুব কষ্টসাধ্য মনে হয় অনেকটা খাটনি দিতে হয়। কিন্তু কিছু করার নেই,এরপর আমরা তাদেরকে বলে ধানের চারাগুলো ধুয়ে দেওয়ার জন্য।
পুকুরপাড় দিয়ে আসার সময় কয়েকটা ছবি তুলেছিলাম অনেকদিন পর পুকুরপাড় দিয়ে হাঁটাহাঁটি করলাম। আমার তো অনেক ভালো লাগছিলো,বাড়িতে ফিরে এসে দেখি আমার শাশুড়ি আম্মা দুপুরে রান্নার জন্য একটা হাঁস ধরেছে। মূলত এই হাঁসটা গতকালকে কিনে এনেছিলো।
হাঁসের যে দাম এতোটুকু একটা হাঁস তাও আবার ৫০০ টাকা, হাঁস খেতে যে আমি খুব একটা পছন্দ করি তা কিন্তু না, কিন্তু আমার শাশুড়ি আম্মা বলল শীতের সময় এসেছে একটু হাঁসের মাংস খাবার তা কি করে হয়। তাই আমিও তার মতে সম্মতি দিলাম। সেজন্য দুপুরবেলা রান্না করা হয়েছিল গরম গরম হাঁসের মাংস এবং চিতই পিঠা ।
দুপুরে বেলা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে, বেশ খানিক টা সময় বিশ্রাম নিয়েছিলাম। এরপরে উঠে একটু হাতের কাজ করেছিলাম আমার সেলাই মেশিন টা নিয়ে,মেয়ের একটা জামা বড় হয়ে যেত তাই একটু ছোট করে নিলাম। এরপরে আসরের নামাজ আদায় করে একটু রোদে বসলাম।
বিকালের রোদ প্রায় শেষের দিকে, সিঁড়ির উপরে বসে বসে ফ্রিজ থেকে বের করে একটা কদ বেল মাখিয়ে একটু খেয়ে নিলাম। খুব ভালো লাগছিল অনেক দিন পরে এরকম গাছে থেকে পাড়া একটা পাকা কদবেল খেয়ে, কোন রকমের ফলমালিন ছাড়া।
আমার কাছে মনে হয়,এই শীতের ভিতর যদি হাঁসের মাংস না খান, তাহলে শীতের মজাটাই বুঝবেন না। হাঁসের মাংস শীতের ভিতরে আরো অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনি পোষ্টের ভিতর একটি কথা বলেছেন, যে সংসার কিভাবে আরও উন্নত করা যায়। এর জন্য শাশুড়ি মায়ের সাথে আলোচনা করছেন। যা পড়ে অনেক ভালো লাগলো, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Lots of love for supporting me.❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সময় গ্রামের এই মুহূর্তগুলো যারা গ্রামে থাকে তারাই একমাত্র উপভোগ করতে পারে এটা ঠিক একটা সংসারকে এগিয়ে নেয়ার যাওয়ার জন্য একটা বউ এর চাইতে একটা শাশুড়ির ভূমিকা অনেক বেশি কেননা শাশুড়ি সর্বদা চেষ্টা করে কিভাবে সংসারের উন্নতি করা যায়।
বর্তমান সময়ে আমাদের এখানেও ধান গাছ লাগানোর কাজ চলছে আসলে এখন আমার সুখের মশাই অসুস্থ থাকার কারণে জমি অন্য মানুষকে দিয়ে দেয়া হয়েছে কেননা তিনি কোন কিছুই করতে পারবেন না তাই এখন থেকে তারাই জমির কাজ করবে আমাদেরকে সামান্য পরিমাণে ধান দিবে।
হাঁসের মাংস আমিও তেমন একটা পছন্দ করি না তবে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা চাউলের গুড়া রুটি খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে আপনার শাশুড়ি যেহেতু হাঁসের মাংসের কথা বলেছে তাই আপনি একটা হাঁস কিনে নিলেন শীতের সময় আসলে হাঁসের দাম অনেক বেশি বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit