Photo edited by canva
আজ আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো,আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে,,,,।
আচ্ছা এর আগে বলুন তো আপনাদের ফুলের মাঝে সবচেয়ে কন ফুল টা বেশি পছন্দের,আপনি ব্যক্তিগত ভাবে সবচেয়ে কোন ফুলটা বেশি পছন্দ করেন।আমি কিন্তু ফুলের রানী গোলাপ কে এই বেশি পছন্দ করি। তবে বাকি ফুলগুলো কিন্তুু আমার কাছে কম ভালো লাগার নয় দেখলে এই মনটা ভালো লাগে।
ফুল এমন একটা জিনিস যেটার দিকে তাকালে মন টা এমনিতে এই ভালো হয়ে যায়,আমাদের এই দুনিয়াতে ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজলে হয়তো খুব কমই পাওয়া যাবে, আমার তো খুবই ভালো লাগে যেখানেই দেখি একটা ছবি তোলা, হাত দিয়ে একটু স্পর্শ করা,সুগন্ধ নেওয়া এটা আমার অভ্যাস,একদম ছোট বেলা থেকে,,,।
যেমন আজ এই ফুলগুলো দেখে একদম ছোট বেলায় পড়া একটা কবিতার কথা মনে পড়ে গিয়েছে। কবিতা টা না বলে আর থাকতে পারলাম না।
- কবিতা, ঝুমকো জবা।
ফররুখ আহমদ
ঝুমকো জবা বনের দুল,উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতায় ঘোমটা খোলে,ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে, মন উড়ে যায় ডালে ডালে।
এই সুন্দর সুন্দর জবা ফুল গুলো দেখে আমার এই কবিতা টা মনে পড়ছিলো বারে বারে,ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর ছবি গুলো তোলা হয়েছে বিকাল বেলা বিকালের সূর্যের আলো টা এসে পড়েছিলো এই ফুলের উপরে যে কারণে সৌন্দর্য টা আরো বেশি বৃদ্ধি পাচ্ছিলো।
গত কালকের মেয়েকে নিয়ে একটু হাটাঁহাটি করছিলাম বিকালের দিকে,আর তখন এই কয়েক ধরনের ফুলের দিকে আমার চোখ যায়,তাই আমরাও ফুলের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়েছি। প্রথমেই কিছু জবা ফুলের সাথে দেখা এখানে দুই ধরনের জবা ফুল ছিলো,একটা গাড়ো না রঙের জবা ফুল, অন্য টা হালকা গোলাপি রঙের জবা ফুল,জবা ফুল আমার খুব ভালো লাগে বিশেষ করে,হালকা লাল রংয়ের একটা শাড়ি পরে এবং মাথায় একটা খোপা গুঁজে আর তার মাঝে যদি থাকে এরকম ধরনের একটা জবা ফুল তাহলে কথাই নেই আমাকে তো কেউ চিনতেই পারবে না!!! 😍দেখা যাবে নিজের চেহারা থেকে নিজের চোখটাই সরাতে পারছি না ।।। 🫣
বেশ কিছুটা সময় এই জবা ফুলের সাথে কাটিয়ে পরবর্তীতে অন্য পাশে এসে দেখি এই সাধারণের ফুলগুলো, যদিও এই সাদা রংয়ের ছোট ছোট ফুল গুলোর নাম আমি জানিনা তবে,, দেখতে কিন্তু খুবই সুন্দর, শুধু সুন্দর বললে কম হয়ে যাবে। দুই পাশে ফুলের গাছ আর মাঝখানে আমি আমার মেয়ে ও তবে আমার মেয়ে পরে আছে ফুল টোকানো নিয়ে, ওকে নিয়ে কোথাও ঘুরতে গেলে যদি ফুল দেখে আর গাছের নিচে যদি ফুল থাকে,,তাহলে ঘুরতে যাওয়া যতটুকু সময় ওই গাছের নিচেই কাটাবে।
তবে সে গাছ থেকে কোন ফুল ছিড়বে না।নিচে থেকে পড়ে থাকা ফুলগুলোই তুলতে থাকবে, এবং আজও সে অনেক গুলো ফুল কুড়িয়ে হাতে নিয়েছে আর তার ইচ্ছা হলো এই ফুলগুলো দিয়ে মালা তৈরি করবে। তবে ফুল গুলো এত ছোট যে বাসায় নিতে নিতে এগুলো বারোটা বেজে যাবে।।।
তবু কি আর করার,,সে তো নাছর বান্দা, আমার কথা বোঝার মত বয়স তার হয়নি।তাই এই ফুলগুলো ব্যাগে নিয়ে নিলাম মালা গাথার জন্য। এরপর আমরা কিছু সুন্দর ফটোগ্রাফি করলাম আচ্ছা এই প্রত্যেক টা ছবি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।।।। আমি জানিনা আপনাদের মন্তব্য কি থাকবে তবে,, আমার নিজের টা নিজেই বলছি আমার কাছে কিন্তুু ভীষণ ভালো লেগেছে। 😄
বেশ অনেক দিন পরে, ফুলের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পেরে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগছে। তাই আপনারা ও মাঝে মধ্যে ফুলের সাথে সময় কাটাবেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করে রাখবেন,,,আর যখন মন খারাপ থাকবে তখন বের করে দেখবেন এবং নিজে নিজে আনন্দ উপভোগ করবেন।।
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By @walictd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল আমার ভীষণ প্রিয় একটা জিনিস। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজলে হয়তো খুবই কম পাওয়া যাবে। তবে প্রথমের ফুলটা সম্পর্কে আমি বলি। প্রথমে যে জবা ফুলটা ছবি দেখছি। সেই জবা ফুলটা আমার ভীষণ প্রিয়। আমাদের পাশের বাড়িতেই জবা ফুল গেছে গাছ ভর্তি ফুল ফোটে থাকতো। দেখতে অপূর্ব লাগতো। কিন্তু হঠাৎ করেই গাছটা মারা যায়। আমিও বহুবার চেষ্টা করেছি জবা গাছটা লাগানোর জন্য। কিন্তু আমাদের বাড়িতে গাছটা কোনমতেই হয়নি। আর বাদবাকি যেসব ফুলের ছবিগুলো আপনি দিয়েছেন সমস্ত ফুলই আমাদের বাড়িতে রয়েছে। ফুল নিয়ে সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে ধরুন একটা গাছ পছন্দের সেটা ফুল বা ফল,, ওই গাছটা যখন নিজের হাতে লাগিয়ে অনেক বড় করতে আমরা চাই তখন কিন্তু সব গাছ মনের মতন করে বড় হয়ে ওঠে না,,,
তখন নিজের কাছে কিন্তু খুব খারাপই লাগে,,,,,,,, তবে জেনে ভালো লাগে বা কি ফুল গাছগুলো আপনাদের বাড়িতে আছে,,, ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের মধ্যে থেকে নিজেদেরও কিছু ছবি ধারণ করেছেন এবং ফুলের ছবি গুলো অসাধারণ ছিলো ফুল আমরা সবাই কমবেশি অনেক ভালোবাসি এবং ফুল ভালোবাসার জিনিস ব্যক্তিগতভাবে আমিও গোলাপ ফুল অনেক পছন্দ করি কারণ গোলাপ দেখতে যেমন সুন্দর আমার কাছে ঠিক ততটাই সুন্দর এবং ভালো লাগে যাই হোক এক একটা মানুষের একেক ধরনের পছন্দ আছে জানি না আরো মানুষ কি ফুল পছন্দ করে সবচেয়ে বেশি কিন্তু ফুল যে কোন হোক না কেনো আমি সব ফুল পছন্দ করি কারণ ফুল পছন্দ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেক দিন পরে ফুলের মাঝে থেকে নিজেদের একটু ছবি তুললাম।।।। ফুলের সাথে সুন্দর সময় কাটাতে পেরে আমার খুবই ভালো লেগেছে।।
আমার জেনে অনেক ভালো লাগলো আপনি গোলাপ ফুল পছন্দ করেন,, ফুলের রানী হলো গোলাপ। অন্য ফুলের সুবাস এর থেকে গোলাপ ফুলের সুবাস আমার অনেক বেশি ভালো লাগে,,,৷ ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit