শীতকালীন সবজির মধ্যে পালং শাক ভিটামিনের ভরপুর একটি সবজি, পালং শাক খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে আপনার এই রেসিপিটা আমার কাছে একদম নতুন আমি এর আগে কখনো এইভাবে পনির দিয়ে রান্না করা হয় এটা দেখিনি আমি জানিনা এর স্বাদ কেমন হয়েছে।
তবে আপনার পোষ্টের ধরন পড়ে এবং রান্নার রেসিপিটা পড়ে দেখে আমার কাছে মনে হচ্ছে বেশ সুস্বাদু এবং লোভনীয় হয়েছে দেখিতো জিভে জল আসার মত আশা করছি বাসায় একদিন নতুন রেসিপিটি তৈরি করব ধন্যবাদ নতুন রেসিপি শেয়ার করার জন্য