The March contest #1 by sduttaskitchen| Do you believe children are replicas of the almighty?

in hive-120823 •  2 months ago 

Monochrome Modern Fashion Photo Collage (4).png
Photo edited by canva

এক টা কথা আমরা সব সময় বলি যে বাচ্চাদের সাথে ফেরেশতারা থাকে, আর এই কথাটা আমি ১০০% বিশ্বাসও করি, যেহেতু আমি এখন দুইটা বাচ্চার মা তাই বাচ্চাদের প্রত্যেকটা বিষয়ে আমার বেশ ধারণা হয়েছে, আর এই ধারণা থেকে আপনাদের সাথে আমার মতামত টা কে তুলে ধরবো, এই সুন্দর প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে, তাইতো প্রথমে ম্যামকে,@sduttaskitchen অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা কন্টেস্টের আয়োজন করার জন্য।

Do you believe children are replicas of the Almighty? Rationale

একদম তাই আমি বিশ্বাস করি শিশুরা সর্বশক্তিমানে এর প্রতিরূপ, ওরা মায়ের পেট থেকে একদম নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, যখন ওরা এই পৃথিবীতে আসে তখন ওদের কোন পাপ থাকে না, একদম ছোট বাচ্চাদের দেখবেন খেয়াল করে ওরা ঘুমিয়ে ঘুমিয়ে আসে কান্না করে ফেরেশতাদের সাথে খেলা করে, তাছাড়া আমি আমার মেয়ের বেলা দেখেছি, ওর ভিতরে একটা সত্যবাদীতা কাজ করে জন্মের পর থেকে, জানিনা বড় হলে এটা থাকবে কিনা তবে বাচ্চাদের ভিতরে এমন টা অনেক দেখা যায়,,।

একবার আমি আমার হাজবেন্ডের সাথে, কথা বলতেছিলাম এক পর্যায়ে একটা মিথ্যা কথা বলেছি, তখন আমার মেয়ে আমার কাছে ছিল কথা বলা শেষে যখন হাজব্যান্ড চলে গেল তখন আমাকে বলতে ছিল আমার সেই তিন বছরের মেয়ে যে আম্মু মিথ্যা কথা বলা অনেক গুনাহ হয়,আর তোমারে মিথ্যা বলার কারণে বিপদ আসতে পারে,,আর ঠিক তার কিছুক্ষণ পরে আমার আম্মু ফোন দিয়ে আমার একটা বিপদের কথা বললো, সেখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছিলাম যত যাই হোক না কেন কখনো মিথ্যা বলা যাবে না।। এছাড়া আমার নিজের ভিতর একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে বাচ্চাদের ভিতরেও অনেক কিছু আছে কারণ ওরা নিষ্পাপ।

2b44e095-f738-4b47-b743-f53a4b467c01.jpg

Lessons that elder must teach their children.

আমরা অভিভাবক রা বাচ্চাদের অনেক কিছু শেখাতে পারি অনেক কিছু কারণ, একটা বাচ্চা তার মায়ের পেট থেকে কিছু শিখে জন্মগ্রহণ করে না, তখন সে এই জগত ধর্ম সম্পর্কে একদমই অজানা থাকে। বড় হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে এই ইসলামিক শিক্ষা, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, এবং এ পৃথিবীর সম্পর্কে ইতিবাচক ধারণা গুলো তাদেরকে শেখাতে পারে।

আমরা যা কিছু শিখাব ভালো কি বা মন্দ বাচ্চারা সেটাই মাথায় তুলে নিবে,আমি আমার ছোট্ট মেয়ে কে দেখি আমরা হাজবেন্ড ওয়াইফ যা কিছু করি না কেন ওর ভিতরে এই শিক্ষাটা দুঃখে থাকে,, ধরুন আপনি একটা সত্য কথা বলবে তখনই বাচ্চাটা ও সত্য কথা বলা শিখবে, আর যখন মিথ্যা বলবেন বাচ্চার সামনে তখন বাচ্চাটা মিথ্যা বলাই শিখবে।

023e03bb-160c-4955-a027-a0f98bdb2c0b.jpg

আমার মনে হয় একটা বাচ্চা কে ছোট থেকে, সত্য বলা শেখানো উচিত, বড়দের কে সম্মান করা শেখানো উচিত,ইসলামিক শিক্ষাটা ভালোভাবে বাচ্চাদের ভিতরে ঢোকানো উচিত, কখনো হিংসাকে প্রশ্রয় দেয়া উচিত নয় বাচ্চাদের ভিতরে,সবশেষে এই যুগে এসে ফোনটা বাচ্চাদের থেকে একটু দূরে রাখা উচিত । যেমন টা করা খুব কঠিন তবে একটা মা যদি চায় তাহলে অবশ্যই পারা যায়। বর্তমান যুগে এসে একটা মোবাইল ফোন বাচ্চাকে নষ্ট করে দিতেই যথেষ্ট। তাই আমার মনে হয় পারিবারিক শিক্ষার ভিতরে এটা থাকা উচিত।কারণ, একটা শিশুই হল আগামী দিনের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎ তাকে যদি যত্ন করে বড় করা যায় তাহলে সে তার ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছাতে পারবে।

Do you believe the home atmosphere is crucial for children's development?Explain your perspective on how it influences them.

আমার কাছে মনে হয় একটা শিশুকে ঘরের পরিবেশের সাথে সাথে বাহিরের পরিবেশেও খাপ খাওয়ানো উচিত, অবশ্যই বাহিরের পরিবেশের থেকে ঘরের পরিবেশের বেশি গুরুত্বপূর্ণ। একটা বাচ্চার জন্য কারণ, একটা বাচ্চার প্রধান শিক্ষক হচ্ছে তার মা এবং তার বাবা একটা বাচ্চা পরিবার থেকেই অনেক শিক্ষা গ্রহণ করে,,,।

চলুন তাহলে ছোট্ট একটা গল্প এবার শেয়ার করা যায়,

b3df0d86-bb11-43ad-85d6-0d86bb0bad58.jpg

বিয়ের পরে শহরে থাকা হলেও মেয়ে হওয়ার পরে আর ঢাকায় আসা খুব একটা হয়নি, এই এক বছর হলো ঢাকায় এসেছি,আমার মেয়ে জন্মের পর থেকে বাড়িতেই থেকেছি কোথাও যাওয়া হয়নি আমার মেয়ে ঘরের পরিবেশের সাথে বেশ মিল দিয়ে থাকতে পারে,, ঘরে থাকাকালীন এত বেশি কথা বলে একদম কান ধরে যায় মাঝেমধ্যে খুব বিরক্ত হই,,।আমি এমনও বলি যে তুই চুপ কর নাহলে তোর সাথে আমি আর কথাই বলব না।ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার দিনের অর্ধেক টা সময় যায়। ঘরে থাকাকালীন।

কিন্তুু আমার এই মেয়েকে নিয়ে যখন বাহিরে বের হই, ও বাইরের পরিবেশের সাথে একদমই মিলতে পারে না কোথাও নিয়ে গেলে একদম চুপচাপ মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কেউ প্রশ্ন করলে হ্যাঁ কি বা না এর থেকে বেশি কিছু বলবে না, কারো সাথেও ভাবে মিলতেও পারে না, আর অপরিচিত ছোট্ট বাচ্চা কে দেখলে ও ওকে খুঁজে পাওয়া মুশকিল।

7826484e-eb2c-419d-a273-d75b57b3e009.jpg

এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম আমি ও আমার হাজবেন্ড কিন্তু এই তিন মাসের প্রচেষ্টায় আমরা ওর ভিতর থেকে এই ভয় দূর করতে পেরেছি। বর্তমানে আমার মেয়ে এখন একাই আরবি টিচারের কাছে একা এই যেতে পারে বাহিরে পরিবেশের সাথে মিশতেও পারে। কিন্তু কথা হচ্ছে এই তিন মাস আগে আমরা কি যে কষ্ট করেছি। খুব খারাপ লাগতো,,, কিন্তু এখন ভালো লাগে।

তাই বলবো প্রত্যেকটা মা-বাবাকেই ঘরের পরিবেশের সাথে সাথে বাহিরের পরিবেশে নিয়ে বাচ্চাদের কে শেখানো উচিত। কারণ একটা কবিতায় পড়েছিলাম আমরা বাহিরের পরিবেশের থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি। আর একটা শিশুকে ছোট থেকেই শিক্ষা দেওয়া উচিত কারণ, একটা শিশুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

যাইহোক খুব ভালো লাগলো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে তাই তো আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।,@sayeedasultana,@chilaw,@sampabiswasঅবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মতামত শেয়ার করার জন্য,, আমিও এটা বিশ্বাস করি বাচ্চাদের মধ্যে ফেরেশতারা বসবাস করে এবং এ কথা ছোট থেকেই শুনে এসেছি,, এখনো হয়তো বা এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞতা আমার হয়নি তবে যতটুকু ছোট বাচ্চাদের সাথে চলাফেরা করেছি তাদের নিষ্পাপ এবং ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।

তাদের মধ্য থাকে না কোন হিংসা তারা একদম পাপমুক্ত থাকে এবং ছোট বাচ্চাদের ভালোবাসা সত্যি এক অন্যরকম অনুভূতি,,, আমি অনেক বাচ্চাকে দেখেছি ঘুমের মধ্যে হাসতে কান্না করতে,, হয়তোবা তারা ফেরেশতাদের সাথে খেলা করে আপনি যেমনটা বলেছেন,,, আমি এটা বিশ্বাস করি যাই হোক আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে আমি সত্যি আনন্দিত,, এবং সব গুলো উত্তর অনেক সুন্দর ভাবে দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

Loading...

Un gran saludo amiga, los niños nacen siendo puros, sin capacidad de hacer daño, conforme van creciendo van a ir desarrollando su mente, conociendo lo que es bueno y malo, para eso estan los padres quienes le deben enseñar lo correcto.

Saludos amiga

Es verdad no debemos mentir delante de los niños, ni decir malas palabras ellos aprenden muy rápido, que bueno que le estas enseñando a tu hija.

A veces a los niños les cuesta socializar con las personas, pero que bueno que tu niña ya supero ese proceso.

Saludos!

কথাগুলোর সাথে আমিও সহমত পোষণ করছি আসলে একটা সন্তানের মধ্যে অবশ্যই ঈশ্বরের যেকোনো ধরনের একটা ছায়া অবশ্যই আছে আর শুধুমাত্র সন্তানকে বাড়ির পরিবেশের মধ্যে আগলেই হবে না বাহিরে পরিবেশের সাথে তাকে মিলিয়ে চলার জন্য বাহিরে পরিবেশে নিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।