Photo edited by canva
সবাইকে আসসালামু আলাইকুম, আমি করবী আমিন সুস্থ ভাবে আপনাদের সাথেই আছি,, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভীষণ ভাবে আনন্দিত বহু দিন পরে আবার একটা কনটেস্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে। আর সেজন্যই আমি @sduttaskitchen দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারন,, সে খুব সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতার বিষয় টি পড়ে আমি কিন্তুু সত্যিই কল্পনার রাজ্যে ডুব দিয়েছি।।।যদিও আমার মত (আনারি) এরকম কল্পনার রাজ্যে ডুব দেওয়া ঠিক না। তবে মানুষ চাইলে কিন্তুু কল্পনা টা কেও বাস্তবে পরিণত করতে পারে। আর এমন টা যদি আমার সাথে ঘটে যায় তাহলে আমার অনুভূতি টা কেমন হবে চলুন শেয়ার করছি।
- খুবই চমৎকার একটি প্রশ্ন চলুন আমার উত্তেজিতর মুহূর্ত টা বিস্তারিত আলোচনা করছি।
আমি যদি সত্যি আগামীকাল ঘুম থেকে উঠে শুনতে পাই, আমি দুই টি বিটকয়েন জিতে গিয়েছি। শুনতে পাওয়ার সাথে সাথেই আমি কিন্তুু এক ধরনের শক হয়ে যাব,কারণ মানুষ যখন বেশি আনন্দিত হয় তখন তার মুখ দিয়ে বলার কোন ভাষা থাকে না। এরপর আমি তো বেশ সময় নিয়ে নাঁচতে থাকবো মনের আনন্দে, আরে সে যে কি আনন্দ!🤸♀️🤸♀️
আমি খুশিতে এক রকমের পাগল হয়ে যাবো,,তবে আবার ভাববেন না যে সত্যিকারের পাগল হয়ে যাব। কারণ আমি যদি সত্যি পাগল হয়ে যাই, তাহলে আমার দুইটা বিট কয়েনের কি হবে!
মানে এক কথায় আনন্দের চরম পর্যায়ে পৌঁছে যাবো। সেই সাথে আমার আশে পাশের মানুষ গুলো কে ও আমি আবার আনন্দ দিতে আনন্দিত করে ফেলবো।
কল্পনার জিনিসটা কে বাস্তবে পাওয়ার যে কি একটা আনন্দ,তা কাছ থেকে না দেখলে কখনোই বোঝানো সম্ভব নয়,, তবে আমি আমার ভাষা দিয়ে এতোটুকু বলতে পারি আমি যদি দুই টি বিটকয়েন জিতে যাই। তখন নিজেকে আমি এই রাজ্যের রানী মনে করবো।🥰
ও মা কি আনন্দ, আমি যদি সত্যি এতগুলো অর্থ পেয়ে যাই তাহলে এই অর্থগুলো খরচ করার পিছনে, আমার পরিকল্পনা থাকবে অনেক সুন্দর। কারণ আমি মনে করি শুধু নিজে একা আনন্দ পাওয়ার চাইতে, সবাই কে নিয়ে আনন্দ করাটা এই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ।
সর্বপ্রথম আমার পরিকল্পনার তালিকায় থাকবে, বাবা মা কে নিয়ে গিয়ে সৌদি আরব থেকে মক্কা-মদিনা ঘুরে দেখে আসবো সেই সাথে ওমরা হজ করবো।এই সখটা আমার খুব ছোট বেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি।
পরবর্তী পরিকল্পনা টা এমন হবে,আমাদের দেশে যত এতিম বা অনাথ শিশু রয়েছে,যারা ঠিক মতো তিন বেলা খেতে পারে না। থাকার মতন একটা আশ্রয় জায়গা নেই। যাদের বাবা-মা কেউ নেই, তাদের নামে আমি এখান থেকে কিছু অর্থ ব্যয় করে দিবো।আর তাদের এই আনন্দে এই আমি সবচেয়ে বেশি আনন্দিত হবো।নিজের অজান্তেই ভাবতে ভীষণ ভালো লাগছে,,, সত্যি এমন লাকি চান্স যদি হয়।। 👌
পরবর্তী পরিকল্পনা টা ও আমার স্বপ্নের মত মাঝে মাঝে কল্পনার রাজ্যে ডুব দিতে গিয়ে এমন স্বপ্ন অনায়াসে দেখি। আমার খুব শখ একদিন খুব সুন্দর একটা বাড়ি করবো,যদিও শ্বশুরের ভিটা বাড়ির অভাব নেই তবে, নিজের বলতে তো কিছুই নেই।তাই আমার এই অর্থ থেকে পরিকল্পনা দিয়ে ছোট্ট একটা ঘর করবো,সামনে একটা খোলা বারান্দা থাকবে, যেখানে বসে বসে হাসবেন্ড কে সাথে নিয়ে চা খেতে খেতে প্রতিদিন সকাল বেলা মন খুলে গল্প করবো।আমার মনে হয় একজন গৃহিনীর মনে অনেক অর্থ পেলে এর থেকে ভালো পরিকল্পনার হতে পারে না।
আমি একদম অন্তরের অন্তর স্থল থেকে বিশ্বাস করি, মানুষ চাইলে সবকিছুই করা সম্ভব। মানুষ যখন এভারেস্ট জয় করতে পারছে, চাঁদে গিয়ে দেখিয়ে দিতে পেরেছে, তাহলে সে যদি মন থেকে কিছু চায়,এবং সেই অনুযায়ী কাজ করে তাহলে অবশ্যই কোন না কোন একদিন সে তার চাওয়া টা অর্জন করতে পারে।
তবে, আমি যেমন ভাবে বলছি এটা খুব সহজ কিন্তুু লেখার পিছনে কিন্তু রয়েছে অনেক বেশি কঠোরতা, পরিশ্রম, ধৈর্য একজন সাফল্য ব্যক্তি হতে হলে তার পিছনে থাকতে হবে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য , তা না হলে কখনো কিছুই অর্জন করা সম্ভব নয়,আর আমি মনে করি এর সাথে সাথে আর একটা দিকে অবশ্যই খেয়াল দিতে হবে,,,,
তা হলো,আমাদের সমাজে কিছু আলোচনা করা মানুষদের থেকে বিরত থাকতে হবে, কখনো তাদের কথায় কান দেওয়া যাবে না ,,তাহলে আপনার স্বপ্ন ভেঙ্গে চুরে একদম খান খান হয়ে যাবে। তাই আমি বলব সব সময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং নিজের চেষ্টা ও ধৈর্য্য এবং পরিশ্রম দিয়ে,কাজের উপরে নির্ভর থাকতে হবে। তা হলে আপনি চাইলে আপনার কল্পনা টা কে ও কিন্তুু বাস্তবে পরিণত করতে পারেন।
চেষ্টা করেছি প্রতি টা প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার, জানিনা কতটুকু পেরেছি তবে, নিজের বক্তব্যটা এই শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
- ও যাওয়ার আগে আমার প্রিয় তিন বন্ধু কে আমন্ত্রণ জানাচ্ছি @mdsahin111, @sabus, @awesononso প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।2 BTC এর মালিক হলে আপনি যে কতক্ষণ গুলো নিবেন তা আসলেই প্রশংসার যোগ্য। আপনি অর্থ একা ভোগ করবেন না অন্যদেরকেও খাবার সুযোগ করে দেবেন আমার মনে হয় উত্তম কাজ হবে steemit পয়সা ক্রয় করা এটা আমার ব্যক্তিগত মতামত।
আপনি এই প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নর উত্তর খুব ভালোভাবেই দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
2 BTC জেতার আনন্দ, তারপর সেই আনন্দকে সবার সাথে ভাগ করে নেওয়ার পরিকল্পনা—এসবই চমৎকার এবং হৃদয়গ্রাহী। সৌদি আরবে মা-বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছেটা সত্যিই সুন্দর, আর এতিম শিশুদের জন্য কিছু করার পরিকল্পনাটা খুবই প্রশংসনীয়। আপনার প্রতিটি ইচ্ছার পেছনে যে আন্তরিকতা এবং উদারতার ছাপ আছে, সেটা অনুপ্রেরণাদায়ী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit